অষ্টমী নবমী পুজোর সাজ কেমন হবে এবার? জেনে নিন – Ashtami Navami Puja Dress How Will This Time? Find Out

Spread the love

অষ্টমী নবমী পুজোর সাজ কেমন হবে এবার? জেনে নিন – Ashtami Navami Puja Dress How Will This Time? Find Out

অষ্টমী নবমী  – কেমনভাবে সাজবেন (fashion), কেমন ধরনের পোশাক পরবেন আর তার সঙ্গে মেকআপ, চুলের বাহার আর গয়নাই বা কী পরবেন তা এখন থেকে  ঠিক না করলে হয়,  নবমীতে কেমন সাজবেন সেটাও তো ঠিক করতে হবে নাকি! বাকি দিনগুলোর থেকে কিন্তু নবমীর (Nabami) সাজ হবে এক্কেবারে অন্যরকম। যেহেতু মায়ের বিদায় নেওয়ার সময় কাজেই এদিনের সাজ হবে পরিশীলিত এবং কমনীয়।


পুজোর কয়েকটি দিন মেয়েরা সাজগোজ করবে না, এটা মেনে নেওয়া যায় না। বরং, বছরের অন্যান্য দিন সাজগোজ করার সুযোগ না পেলেও পুজোর এই সময়টা মেয়েরা সাজেই। দুর্গাপুজোয় কেমন হবে আপনার সাজ, সেই নিয়ে বেশ কিছু আলোচনা করেছি। 

কচি-কাঁচা থেকে শুরু করে কলেজ পড়ুয়া, সবাই এই দিনটি প্রত্যেকেই শাড়ি পরেন। তবে সকালবেলা খুব জমকালো শাড়ি না পরাই ভাল। রাতে একটু জমকালো হলে ক্ষতি নেই,, আপনাকে দেখতে সুন্দর লাগবে। 


কেমন হবে নবমীর সকালের সাজ

সকালের দিকটা একটু ছিমছাম সাজলে ভাল হয়, এতে একটা বেশ দৃষ্টিনন্দন ব্যাপার থাকে। চলুন দেখে নেওয়া যাক, দুর্গা পুজোর নবমীর সকালে কীভাবে সাজলে দিনটার সঙ্গে তা হবে মানানসই।


দুর্গা পুজোতে অষ্টমী নবমীর সাজ কেমন হবে, দেখে নিন



পোশাক কেমন হবে

সকালের দিকে আপনি চাইলে শাড়ি পরতে পারেন, তবে লাল পাড় সাদা শাড়িই যে পরতে হবে তা কিন্তু নয়! আপনি হালকা রঙের বা উজ্জ্বল রঙের কোনও শাড়ি পরতে পারেন, সঙ্গে অবশ্যই মানানসই ব্লাউজ পরতে হবে। এখন নানা ডিজাইনের ব্লাউজ পাওয়া যায়, কাজেই চাইলে নিজের পছন্দমত কোনও একটি ব্লাউজ কিন্তু চলতেই পারে। 


অষ্টমী নবমী ড্রেস আপ


অষ্টমীর সকালে কোন শাড়ি পরবেন, সন্ধ্য়ায় কেমন হবে আপনার মেকআপ?



সকালের মেকআপ কিন্তু একদম চড়া হবে না। সকালের মেকআপ হবে স্নিগ্ধ। ফাউন্ডেশন, কনসিলার, কন্টর  – এগুলোকে তুলে রাখুন। মুখ ভাল করে পরিষ্কার করে ত্বকের ধরণ অনুযায়ী একটু সানস্ক্রিন লাগিয়ে নিন আর তার উপরে কম্প্যাক্ট লাগিয়ে নিন। একটু যদি মেকআপ করতেই হয় তাহলে নিজের ত্বকের শেড অনুযায়ী বিবি ক্রিম লাগাতে পারেন। তবে সামান্য পরিমাণে নেবেন যাতে দেখে মনে না হয় একটা আলগা আস্তরণ পড়েছে মুখে। পিচ ব্লাশ অন লাগাতে পারেন চিকবোনের ধার ঘেঁষে আর ঠোঁটে লাগান পোশাকের রঙের সঙ্গে ম্যাচ করে লিপগ্লস। 




আই মেকআপে গুরুত্ব দিন। হাইলাইটার ও ব্লাশার আপনার মেকআপকে আরও সুন্দর করে তুলুক। আপনার যেন ডিউই লুক থাকে। 

নবমীর রাতে কেমন সাজবেন
সকালে ছিমছাম সাজলেও দুর্গা পুজোর রাতে যখন ঠাকুর দেখতে বেরবেন তখন বেশ জমকালো না সাজলে হয়? এই একটা রাতই তো মা থাকবেন, কাজেই নবমীর রাতের সাজ কিন্তু হতে হবে দারুণ!

পুজোর সাজ


রাতের পোশাক হোক জমকালো

নবমীর রাতে আপনি কেমন পোশাক বাছবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাক্তিগত ব্যাপার, অর্থাৎ ভারতীয় সনাতনী পোশাক পরবেন নাকি পশ্চিমি পোশাকেই বাজিমাৎ করবেন তা আপনি ঠিক করুন; কিন্তু যে পোশাকই বাছুন না কেন, তা যেন হয় জমকালো এবং বেশ রঙিন! পরতে পারেন সিল্কের শাড়ি অথবা শিফনের শাড়ি। সঙ্গে যদি ক্যারি করতে পারেন তাহলে ব্যাকলেস ব্লাউজও পরতে পারেন!


দুর্গাপূজা ফ্যাশন টিপস্ ২০২২


নবমীর সকালে কোন শাড়ি পরবেন, সন্ধ্য়ায় কেমন হবে আপনার মেকআপ?




দুর্গা পুজোর সকালগুলোতে মেকআপ কম থাকলেও রাতে কিন্তু ব্যাপারটা একদম উল্টো হবে। প্রাইমার ও ফাউন্ডেশন দিয়ে বেস মেকআপ করে প্রয়োজন হলে একটু কন্টরিং করে নিন যাতে মুখের ফিচারগুলো ভালভাবে বোঝা যায়। প্রয়োজনে মেকআপ ব্রাশ অথবা বিউটি ব্লেন্ডারের সাহায্যে করুন এই কাজটি। ব্রাউন ঘেঁষা ব্লাশ অন লাগান গালে এবং চিকবোন একটু হাইলাইট করুন হাইলাইটার দিয়ে। লিপস্টিক পোশাকের রঙের সঙ্গে মানানসই করে পরুন। 

ব্যবহার করতে পারেন  ন্যুড, ব্রাউন, টেরাকোটা, অরেঞ্জ, পিংক, ব্রাউনিশ পিংক ইত্যাদি কালার।


পুজোর মেকাপ


অষ্টমী-নবমী কী প্ল্যান, পুজোর সাজ কেমন হবে এবার



অষ্টমীর সাজ

অষ্টমীর সকালটা তো সবাই শাড়ি পরতে ভালোবাসে। অষ্টমীর সকালের জন্যে  গোল্ডেন বেস মেকআপ ভালো লাগে। কিন্তু পোশাক যদি লিনেন প্যাটার্নের হয় বা হ্যান্ডলুম হয়, তা হলে সিলভার জুয়েলারি ভালো লাগে। হ্যান্ডলুমের সঙ্গে কাজলটা একটু গাঢ় করে পরুন, লিপস্টিকটা ন্যুড রাখুন, যে হেতু চোখটা একটু হাইলাইট করতে বলছি। আর যদি চোখ উজ্জ্বল হয় তা হলে ঠোঁট হালকা রাখাই ভালো। 

অষ্টমীর সন্ধেতে যদি কেউ কমলা পোশাক বা শাড়ি পরেন তখন ফেয়ার কমপ্লেক্সশন হলে অরেঞ্জ লিপস্টিক পরতেই পারেন। তা হলে আই মেকআপ ন্যাচারাল হবে। একটু গর্জিয়াস সাজতে চাইলে খোঁপায় ফুল বা একটু সাবেকি ধাঁচের খোঁপার কাঁটা বা হেয়ার অ্যাকসেসরিজ লাগাতে পারেন। 




রাতের সাজ – 


কাতান, সিল্ক, অ্যান্ডি, তসর, মসলিন কিংবা কোটা শাড়ি সপ্তমীতে বেছে নেন নারীরা। শাড়ি চড়া পাড়ে কারুকাজ, আর সেই সঙ্গে মিলিয়ে আঁচলও সাজানো হয়। জর্জেট বা মসলিন শাড়িতে চড়া পাড় বসিয়ে নিলে সৌন্দর্য বেড়ে যাবে। হালের ফ্যাশনে টিস্যু ও মসলিনের ব্যবহার বেড়ে গেছে। এসব শাড়ির সঙ্গে মানানসই মেকআপ করুন। 





মেকাপ – 

প্রাইমার লাগিয়ে ফাউন্ডেশন লাগিয়ে কমপ্যাক্ট ব্যাবহার করুন,, চোখ কে আকর্ষণীয় দেখাতে স্মকি eyes করতে পারেন।।। হাই লাইটার দিয়ে ফেস কে তৈরী করুণ, গাঢ় রঙের লিপস্টিক পড়ুন। শাড়ির সাথে মানান সই জুয়েলারি,,, চুল টা ছেড়ে দিলেই ভালো মানাবে।।।


Tags – অষ্টমী নবমী পুজোর সাজ


ড্রেস আপ,, সাজগোজ


Bristy

Leave a Comment
Share
Published by
Bristy

Recent Posts

Homemade Hair Mask For Hair Growth: চুলের ঘনত্বের জন্য হেয়ার মাস্ক

আজকাল কতো কিছু প্রোডাক্ট ইউজ করেও চুল পড়া বন্ধ করা যাচ্ছে না....চুলের সঠিক যত্ন ও…

11 hours ago

Facial Care Routine At Home:ফেসিয়াল করার পর ত্বকের যত্ন

Healthy Skin Tips For Face: সারা বছর ফেসিয়াল না করলেও পুজোর আগে সকলে আমরা ফেসিয়াল…

11 hours ago

Beauty Parlour Banner Design: বিউটি পার্লার ব্যানার ডিজাইন

আজকাল মেকাপে মেতেছে সারা দুনিয়ার মানুষ,, বাচ্চা থেকে বয়স্ক সকলের মধ্যেই একটি ক্রেজ লক্ষ্য করা…

14 hours ago

Durga Puja Saree: দুর্গা পূজার ৫ ট্রেন্ডিং শাড়ি

Bengali Durga Puja saree look: দেখতে দেখতে বছর গড়িয়ে চলে এলো দুর্গাপুজো….. সেপ্টেম্বরের মাঝ থেকেই…

15 hours ago

Hair Washing: চুল ধোয়ার সঠিক উপায়

মেয়েদের কাছে চুল হলো অমুল্য রত্ন ,, কিনতু আজকাল দূষণের কারনে, শারীরিক প্রবলেমের জন্য সকলের…

1 day ago

Gram Flour Benefits For Skin: ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়াবে বেসনের ফেসপ্যাক

এই ভ্যাপসা গরমে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফিকে পড়ে যায়…. কিনতু সামনেই তো পুজো এখন থেকেই…

2 days ago