Categories: Vastu Shastra

এই গাছ আপনার বাড়িতে রাখুন, হবে টাকার বর্ষা – Keep This Tree In Your House, There Will Be Rain Of Money

Spread the love

এই গাছ আপনার বাড়িতে রাখুন, হবে টাকার বর্ষা – Keep This Tree In Your House, There Will Be Rain Of Money


বাস্তু শাস্ত্র অনুসারে একটি গাছ পালটে দিতে পারে আপনার জীবন। অর্থ ভাগ্য তুঙ্গে রাখতে গাছের বিশেষ কিছু উপায় রয়েছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী একাধিক গাছের একাধিক গুন রয়েছে যা ব্যবহার করে আর্থিক ভাগ্য তুঙ্গে রাখা সম্ভব। 


ঘরের দরজায় রাখুন এই গাছ, দেবী লক্ষ্মীর কৃপায় অর্থের বর্ষা হবে


অ্যালোভেরা – অনেক বাড়িতে গেলে দেখা যায় সেই বাড়ির ছাদে কিংবা উঠানে রয়েছে অ্যালোভেরা গাছ। বাস্তু শাস্ত্রবিদরা বলছেন অ্যালোভেরা গাছ যদি বাড়িতে সঠিক দিকে রাখা যায় তাহলে অনেকাংশে উন্নতি হতে পারে বাড়ির মালিকদের। 

মানি প্লান্ট – বাড়িতে মানি প্লান্ট রাখলে তা বাতাস শুদ্ধ করে। শাস্ত্রবিদদের দাবি এই গাছ যেন রাখা হয় টিভি বা কম্পিউটারের কাছাকাছি। অর্থ ভাগ্য তুঙ্গে রাখতে এই মানি প্লান্ট গাছের জুরি মেলা ভার। 


অর্কিড – বাড়িতে অর্কিড রাখা মানে বিষয় সম্পত্তির ক্রমাগত বৃদ্ধি। ধন সম্পত্তি বাড়িয়ে তুলতে বাড়ির দক্ষিন দিকে রাখুন এই অর্কিড গাছ। 


এই গাছ বাড়িতে রাখলেই হাতে আসবে টাকা!


অপরাজিতা – শুধু রুপে নয়, অপরাজিতা অলৌকিক গুনেও অনন্য। এই গাছের ডাল, পাতা, ফুল ও শিকরের মধ্যে রয়েছে নানা অলৌকিক গুনাগুন। বাস্তু শাস্ত্র মতে অপরাজিতা বাড়ি থেকে বাস্তু দোষ দূর করতে সাহায্য করে। এছাড়াও দরিদ্রতা থেকে মুক্তি দিতে পারে এই গাছের একটি ডাল। 

এই গাছের মূল যদি আলমারি বা নিজের মানিব্যাগে রাখা হয়, তা হলে অর্থের পরিমাণ বৃদ্ধি পায়।


এই মূল ধারণের উপকারিতা—


১) দীর্ঘ দিনের আটকে থাকা কাজ খুব দ্রুত সম্পূর্ণ হয়ে যাবে।


২) পারিবারিক অশান্তি থেকে মুক্তি মিলবে।


৩) নিজেকে অন্যের কাছে প্রভাবশালী করে তুলতে সাহায্য করে।

এই গাছের মূল যদি আলমারি বা নিজের মানিব্যাগে রাখা হয়, তা হলে অর্থের পরিমাণ বৃদ্ধি পায়।

৪) শত্রু দমনে বিশেষ কার্যকরী এই মূল।

মাটি(Soil):

গাছটি খুব উর্বর মাটি না হলেও ভালোভাবে বৃদ্ধি পাবে। কিন্তু একটি জিনিস যেটি প্রয়োজন তা হল ভাল জল নিষ্কাশন। 


টবের মাটি তৈরী:

টবে ভরাট করার জন্য হালকা ও ভাল জল নিষ্কাশনকারী মাটি ব্যবহার করুন। মাটিতে জন্মানোর জন্য এমন একটি জায়গা বেছে নিন যেখানে জল না দাঁড়িয়ে থাকে। 


রোপণ:

অপরাজিত ফুল গাছের ডাল বর্ষাকালে স্যাঁতস্যাঁতে মাটিতে রোপণ করতে হয়। ছোট ছোট ধূসর ও কালো বর্ণের বিচি রোদে শুকিয়ে নরম মাটিতে রোপণ করতে হয়। বাড়ির আঙিনায়, টবে বা বাগানেও এ গাছ লাগানো যায়। আশেপাশের উঁচু গাছ বেয়ে এটি বেড়ে ওঠে।

পরিচর্যা:

কয়েকটি কীটপতঙ্গ এবং রোগ রয়েছে যা গাছটিকে প্রভাবিত করতে পারে যার মধ্যে অন্তর্ভুক্ত এফিড, মাকড়সা, শুঁয়োপোকা,ঘাসফড়িং ইত্যাদি। নিম তেল ব্যবহার করে এফিড এবং মাকড়সার উপদ্রব নিয়ন্ত্রণ করুন। 


তাছাড়া হলুদ পাতা গুরুত্বপূর্ণ পুষ্টির ঘাটতির ইঙ্গিত দিতে পারে। গাছটিতে প্রয়োজনীয় পুষ্টি দিতে একটি সুষম সার প্রয়োগ করুন। তাই জৈব সারটি একটি ভাল বিকল্প হতে পারে। 




Tags – Life Style Vastu Shastra

Bristy

Leave a Comment
Share
Published by
Bristy

Recent Posts

Winter Jackets For Women: শীতের মেয়েদের স্টাইলিস্ট জেকেট

আজকের দিনে মিনিটে মিনিটে ফ্যাশন পাল্টায়। আপনিও নিশ্চয়ই ভাবছেন এবার শীতের ট্রেন্ড কি জেকেট চলছে?…

18 hours ago

Best Body Lotion: ত্বকের কোমলতা বজায় রাখতে সেরা ৩ বডি লোশন

ধীরে ধীরে শীত পড়ছে…শীতের কনকনেভাব থেকে ত্বককে বাঁচাতে ত্বকের চাই আর্দ্রতা ও পুষ্টি…এর জন্য এই…

2 days ago

Dark Skin Facial: কালো ত্বক ফর্সা করার ফেসিয়াল

দেখতে দেখতে নভেম্বর এলো চলে…গরম পেরিয়ে এলো শীত… এখন শুরু হবে বিয়ের মরশুম… এখন আবহাওয়ার…

4 days ago

Wrinkle: সামনেই বিয়ে? মুখের বলিরেখা দূর করার ৫ ঘরোয়া উপায়

অনেকের আছে যাদের বয়স না হতেই বয়স্ক লাগে , এই কারণের জন্য তারা নিজেরা দায়ী।…

5 days ago

Exfoliation For Face: ত্বকের ময়লা দুর হবে প্রাকৃতিক স্ক্রাবের সাহায্যে

Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন দূর করলে ত্বকে একটা আলাদাই সৌন্দর্য ফিরে…

5 days ago

Skin Care Routine For Men:ছেলেদের ত্বকের যত্নে যা করবেন

পুরুষরা নিজেদের কখনও যত্ন নেয় না… তাদের কাছে ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া…

5 days ago