Categories: Skin Care

ওপেন পোরস থেকে মুক্তির উপায় – Ways To Get Rid Of Open Pores

Spread the love

ওপেন পোরস থেকে মুক্তির উপায় – Ways To Get Rid Of Open Pores


পোরস এখন খুব সাধারণ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। খুব সহজেই এই ঘড়োয়া পদ্ধতির সাহায্যে বাড়িতে বড় ছিদ্র সঙ্কুচিত করতে পারেন।

সাধারণত বয়স বাড়ার সাথে সাথে স্কিনের ইলাস্টিন ও কোলাজেন লুজ হতে শুরু করে, তখনই ত্বকের পোরস চোখে পরে।এছাড়া সান ড্যামেজ, ব্ল্যাক হেডস, অতিরিক্ত সেবাম ক্ষরণ অর্থাৎ অয়েলি স্কিন, হরমোনাল ইস্যু, স্কিন কেয়ার না করা এসব কারনে খোলা রোমকুপের সমস্যা দেখা দিতে পারে।


ওপেন পোরস থেকে মুক্তির ঘরোয়া সমাধান


দুর্ভাগ্যক্রমে, এইগুলো ত্বকের অন্যান্য সমস্যাগুলো কেও তৈরি করে – যেমন ব্রণ এবং ব্ল্যাকহেডস বিশেষ করে যাদের তৈলাক্ত ত্বক তাদের জন্য আরো বেশি সমস্যা করে।।আমাদের ত্বকের সারফেসে শ্বাস নেওয়ার জন্য ছোটো ছোটো কিছু ছিদ্র থাকে, তাকেই ইংরেজিতে ‘পোরস’ বলা হয়। সাধারণভাবে এগুলি চোখে পড়ার কথা নয়। কিন্তু যাঁদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত এবং প্রচুর সিবাম উৎপন্ন হয়, তাঁদের পোরস বাইরে থেকে দেখা যায়।


 এর উপর যদি খাওয়াদাওয়া ঠিকঠাক না হয়, তা হলে সমস্যা বাড়ে। ত্বক আরও বেশি করে সিবাম তৈরি করতে আরম্ভ করে, পোর ক্রমশ বড়ো হয়। বাড়তি সিবাম আর ধুলোময়লা জমে তৈরি হয় ব্ল্যাকহেডস, বাড়ে ব্রণ, ফুসকুড়ির মতো সমস্যাও। 


পোরস বড় হওয়ার কারণসমূহ

পোরের সমস্যা গুলো সমাধান করতে চাইলে প্রথমে আপনাকে এর হওয়ার কারণসমূহ জানা দরকার।

পোরস আমাদের সবার ত্বকেই থাকে কিন্তু তা মুখ খুলে তা ছিদ্রের মতো হয়ে যায় সেটাই পোরস।

এর কারণ হলো ত্বকে প্রচুর ব্রণ হওয়া, রোদের ক্ষতি ও ত্বকে সেবাম বেড়ে তৈলাক্ত হওয়া।

ত্বকে একবার পোরের সমস্যা তৈরি হলে সম্পূর্ণভাবে কমানো কঠিন।


ওপেন পোরস সমস্যার প্রাকৃতিক সমাধান


তবে কিছু উপায়ে পোরের আকার ছোট রাখা যায়


এবার জেনে নিন, এই সমস্যায় কোন কোন সমাধান কাজে দিতে পারে।


অ্যালো ভেরা জেল

সকাল আর সন্ধেবেলা তাজা অ্যালো ভেরা জ্যুস মাসাজ করুন মুখে। তার পর তা লাগিয়ে রেখে দিন মিনিট দশেক। তাতে ত্বক আর্দ্র থাকার পাশাপাশি পোরসের আকারও ছোটো থাকবে। দশ মিনিট পর আপনি যখন মাস্ক জল দিয়ে ধুয়ে ফেলবেন, তখন সরে যাবে সব ময়লার পরত।


অ্যাপেল সাইডার ভিনিগার

সমান পরিমাণ অ্যাপেল সাইডার ভিনিগার আর ফিল্টার করা জলের মিশ্রণ তুলোয় করে লাগিয়ে নিন মুখে। এটি নিয়মিত টোনার হিসেবে ব্যবহার করলে ত্বকের পোরস ক্রমশ ছোটো হতে আরম্ভ করবে।


ডিমের সাদা অংশের মাস্ক

ডিমের সাদা অংশ, ওটমিলের গুঁড়ো, আর সামান্য লেবুর রস মিশিয়ে মাস্ক তৈরি করে নিন। তার পর তা মুখে লাগিয়ে অপেক্ষা করুন মিনিট দশেক। 

বেসন, হলুদ আর দইয়ের প্যাক

সবটা মিশিয়ে প্যাক হিসেবে লাগান। শুকিয়ে গেলে তুলে ফেলুন। কিছুদিনের মধ্যে পোরস ছোটো হওয়ার পাশাপাশি ত্বকের হারানো জেল্লাও ফিরে আসবে।


১. বরফ কুচি বা আইস কিউব

পোরস থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে কার্যকর উপায় হলো ত্বকে আইস কিউব রাব করা।

বরফ ত্বক শক্ত করার প্রভাব ফেলে এবং এটিই বড় ছিদ্রগুলিকে সঙ্কুচিত করতে সহায়তা করে।

প্রতিকারটি খুব সহজ এবং মেকআপ প্রয়োগের আগে আপনার মুখে বরফ লাগানো দুর্দান্ত হ্যাক।

এটি আপনার মুখের রক্ত ​​সঞ্চালন বাড়িয়ে আপনার ত্বকের স্বাস্থ্যকেও বাড়ায়।





যেভাবে ব্যবহার করবেন 

আপনাকে যা করতে হবে তা হ’ল একটি পরিষ্কার কাপড়ের টুকরো তে কয়েকটি আইস কিউব রেখে কয়েক সেকেন্ডের জন্য আপনার ত্বকে এটি প্রয়োগ করুন।

বরফ না হলে, আপনি কেবল বরফ ঠান্ডা জল দিয়েও মুখ ধুতে পারেন।

কলার খোসা

কলা খেয়ে নিয়েই খোসাটা ফেলে দেবেন না ডাস্টবিনে। তা ভালো করে ধুয়ে নিয়ে মুখে ঘষুন আলতো হাতে। তার পর জল ঝাপটা দিয়ে ধুয়ে নিন এবং ক্রিম লাগান। একদিন বাদ দিয়ে দিয়ে এই পদ্ধতি ট্রাই করলে ত্বকের সমস্যা কমবে, ব্রণ হবে না, ছোটো হবে পোরস।


মুলতানি মাটি

মুলতানি মাটি তৈলাক্ত ত্বকের জন্য একটি ঘরোয়া প্রতিকার হিসাবে বিখ্যাত।

সর্বোপরি, এটি ত্বককে এক্সফোলিয়েট করে এবং অতিরিক্ত তেল সহজেই শোষণ করে।

যেভাবে ব্যবহার করবেন 

এটি এক চা চামচ গোলাপ জলের সাথে মিশ্রিত করুন এবং ফলস্বরূপের পেস্টটি আপনার মুখে সমানভাবে প্রয়োগ করুন।


টমেটো স্ক্রাব 

টমেটো খুব ই উপকারী একটি উপাদান। এর এত এত বৈশিষ্ট্যগুলির জন্য ধন্যবাদ।

টমেটো অতিরিক্ত তেল সরিয়ে দেয়, ত্বককে শক্ত করে তোলে এবং বড় ছিদ্রগুলির না পোরস এর আকার হ্রাস করে।এটি লাইকোপিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ।টমেটো আসলে ত্বকের বার্ধক্য প্রক্রিয়াটি ধীর করতে পারে।

যেভাবে ব্যবহার করবেন

এক টেবিল চামচ টমেটোর রস তিন থেকে চার ফোঁটা লেবুর রস মিশ্রিত করে আপনাকে মাস্ক তৈরি করতে হবে।

এটি আপনার ত্বকে লাগান এবং ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন

বেকিং সোডা চিনির মতো আপনার ত্বকেও একইরকম প্রভাব ফেলে।

তাছাড়া এটি ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখতেও সহায়তা করতে পারে।

এর অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটিরিয়াল বৈশিষ্ট্যগুলি পিম্পলস এবং ব্রণ কমাতে সহায়তা করে।

যেভাবে ব্যবহার করবেন 

আপনাকে কেবল দুই টেবিল চামচ বেকিং সোডা দুই টেবিল চামচ হালকা গরম জলে যুক্ত করতে হবে।

এবং এটি গোলাকার গতিতে ম্যাসেজ করে আপনার মুখে মিশ্রণটি ছড়িয়ে দিন।



Tags – Ways To Get Rid Of Open Pores Skin Care Skin Tips

Bristy

Leave a Comment

Recent Posts

Homemade Hair Mask For Hair Growth: চুলের ঘনত্বের জন্য হেয়ার মাস্ক

আজকাল কতো কিছু প্রোডাক্ট ইউজ করেও চুল পড়া বন্ধ করা যাচ্ছে না....চুলের সঠিক যত্ন ও…

2 hours ago

Facial Care Routine At Home:ফেসিয়াল করার পর ত্বকের যত্ন

Healthy Skin Tips For Face: সারা বছর ফেসিয়াল না করলেও পুজোর আগে সকলে আমরা ফেসিয়াল…

2 hours ago

Beauty Parlour Banner Design: বিউটি পার্লার ব্যানার ডিজাইন

আজকাল মেকাপে মেতেছে সারা দুনিয়ার মানুষ,, বাচ্চা থেকে বয়স্ক সকলের মধ্যেই একটি ক্রেজ লক্ষ্য করা…

5 hours ago

Durga Puja Saree: দুর্গা পূজার ৫ ট্রেন্ডিং শাড়ি

Bengali Durga Puja saree look: দেখতে দেখতে বছর গড়িয়ে চলে এলো দুর্গাপুজো….. সেপ্টেম্বরের মাঝ থেকেই…

6 hours ago

Hair Washing: চুল ধোয়ার সঠিক উপায়

মেয়েদের কাছে চুল হলো অমুল্য রত্ন ,, কিনতু আজকাল দূষণের কারনে, শারীরিক প্রবলেমের জন্য সকলের…

1 day ago

Gram Flour Benefits For Skin: ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়াবে বেসনের ফেসপ্যাক

এই ভ্যাপসা গরমে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফিকে পড়ে যায়…. কিনতু সামনেই তো পুজো এখন থেকেই…

1 day ago