Categories: Blog

খুসকির সমস্যায় ভুগছেন! এর থেকে মুক্তি পান এই উপায়ে – Suffering From Dandruff! Get Rid Of It This Way

Spread the love

খুসকির সমস্যায় ভুগছেন! এর থেকে মুক্তি পান এই উপায়ে – Suffering From Dandruff! Get Rid Of It This Way


যতই চুল পরিষ্কার করে রাখুন, কিছুতেই পিছু ছাড়তে চায় না খুসকি। শুধু শ্যাম্পু আর কন্ডিশনিং করে সে খুসকি সামাল দেওয়া মুশকিল, ফলে দরকার বিশেষ যত্ন। চুলের যে সব সাধারণ সমস্যায় প্রায় প্রতিটি মেয়েই কখনও না কখনও ভুগেছেন, তার মধ্যে একটা হল খুসকি। চুলে খুসকি থাকলে শুধু যে দেখতে খারাপ লাগে তাই নয়, অতিরিক্ত খুসকির কারণে চুল ও মাথার স্ক্যাল্প ক্ষতিগ্রস্তও হতে পারে! খুসকি পরিষ্কার করতে না পারলে হাজার চেষ্টা করেও চুলে সুস্বাস্থ্য ফেরানো কঠিন!



খুশকির হাত থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়


অনেকে সারা বছর খুসকির সমস্যায় ভোগেন, অনেকের আবার বিশেষ বিশেষ মরশুমে খুসকির আধিক্য বাড়ে। আপনারও যদি একই সমস্যা থাকে, তা হল হতাশ হবেন না! 

খুশকি হওয়ার কারণ 

মাথার ত্বকে এক ধরনের ছত্রাক বাসা বাঁধে যার ফলে মাথার চুলে খুশকি দেখা যায়। এটি মাথার ত্বককে শুষ্ক করে সেখান থেকে চামড়া তুলতে থাকে।  যারা দৈনন্দিন সঠিকভাবে চুল আঁচড়ায় না, চুলে ঠিকমতো শ্যাম্পু করেন না তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায়। কেননা মাথার চুল যদি দীর্ঘদিন অপরিষ্কার থাকে সে ক্ষেত্রে চুলের গোড়ায় এই ধরনের ছত্রাক তৈরি হয়, যা খুশকির সৃষ্টি করে। মাথার ত্বকেরও ক্লিনজিং, টোনিং ময়েশ্চারাইজিং এবং স্ক্রাবিং প্রয়োজন হয় আর তাই চুলের গোড়া যদি সুস্থ থাকে তাহলে চুলও সুস্থ এবং সুন্দর থাকবে। চুলের গোড়াকে সুস্থ রাখার জন্য দৈনন্দিন চুল আঁচড়ানো ও  চুলে শ্যাম্পু করার পাশাপাশি একটি নির্দিষ্ট ডায়েট চার্ট ফলো করতে হবে যা শরীরে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান গুলোকে গ্রহণ করতে সহায়তা করে। 


খুশকি থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়

এমন প্রশ্ন হয়তো অনেকের মাথাতেই ঘুরছে, আর মুশকিল আসানও রয়েছে হাতের কাছেই! আপনার চিরপরিচিত নারকেল তেল দিয়েই সহজে কমিয়ে ফেলতে পারবেন খুসকি। নারকেল তেলের ছত্রাক বিনষ্ট করার ক্ষমতা রয়েছে এবং তা চুলের গভীরে ঢুকে চুলের পুষ্টি জোগায়।


কীভাবে খুসকি তাড়াতে ব্যবহার করবেন নারকেল তেল? রইল টিপস্ – 

১/ সহজেই চুলের গভীরে ঢুকে চুল মসৃণ কোমল করে তুলতে জুড়ি নেই নারকেল তেলের। কাজেই নারকেল তেল দিয়ে ডিপ কন্ডিশনিং করলে শুষ্ক স্ক্যাল্পের সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন আপনি। প্রথমে চুলটা শ্যাম্পু করে নিন, তারপর আধভেজা চুল কয়েকটা ভাগে ভাগ করে হাতের পাতায় পরিমাণমতো নারকেল তেল নিয়ে স্ক্যাল্পে আর চুলে লাগাতে শুরু করুন। গোড়া থেকে আগা পর্যন্ত তেল লাগাবেন। তারপর শাওয়ার ক্যাপে চুল ঢেকে আধঘণ্টা অপেক্ষা করুন। হয়ে গেলে আর একবার ভালো করে শ্যাম্পু করে নিন। 

২/ শুষ্ক স্ক্যাল্পই খুসকির প্রথম আর প্রধান কারণ। তা থেকে আপনাকে মুক্তি দিতে পারে নারকেল তেল দিয়ে অয়েল মাসাজ। চুলের দৈর্ঘ্য অনুযায়ী নারকেল তেল নিয়ে হালকা গরম করে নিন। গরম তেলে আঙুল ডুবিয়ে পুরো স্ক্যাল্প মাসাজ করুন। অন্তত ১০ মিনিট মাসাজ করতে হবে। 

৩/ লেবুর সাইট্রিক অ্যাসিড চুলের পিএইচ লেভেল বজায় রাখতে সাহায্য করে, স্ক্যাল্পকে সংক্রমণের হাত থেকেও বাঁচায়। নারকেল তেলের গুণের সঙ্গে লেবুর গুণ যুক্ত হলে খুসকি যেতে বাধ্য।

৪/ জোজোবার তেলের গঠন অনেকটা আমাদের মাথায় তৈরি হওয়া প্রাকৃতিক তেলের গঠনের মতোই! তাই শুষ্ক স্ক্যাল্প আর চুলে প্রাণ ফেরাতে জোজোবা অয়েল অনেকেই ব্যবহার করেন। স্ক্যাল্পে কোনওরকম সংক্রমণ হলে তা কমাতে পারে জোজোবা অয়েল। ফলে শুষ্ক স্ক্যাল্পের কারণে যদি খুসকি হয়ে থাকে তা হলে চোখ বন্ধ করে বেছে নিন নারকেল তেল আর জোজোবা তেলের কম্বিনেশন। 



৫/ নারকেল তেল আর রোজমেরি অয়েল

খুসকি হলে নারকেল তেলের পাশাপাশি আপনার দরকার রোজমেরির তেল। চার টেবিলচামচ নারকেল তেলের সঙ্গে পাঁচ-ছ’ ফোঁটা রোজমেরি অয়েল মিশিয়ে মাথায় ভালোভাবে মেখে নিন। তারপর আধঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। খুসকি আর চুলকুনি দুটোই চলে যাবে।



৬/ বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, ত্বক ও চুলের জন্য মিষ্টি খুবই খারাপ। মাথার চুলে অতিরিক্ত তেলতেলেভাব আসে সুগার বেশি থাকলে। আর এই অবস্থা তৈরি করতে পারে খুসকি। তাই এর থেকে দূরে থাকুন। খেতে পারেন সুগার ফ্রি।


৭/ বহু মানুষ শীতের দিনে জলপান কমিয়ে দেন। ফলে মাথার ত্বক হয়ে যায় শুষ্ক। এই সমস্যা থেকেও বাড়তে পারে খুসকি। তাই চেষ্টা করুন পর্যাপ্ত জলপান করার।



৮/ বায়োটিন হল চুলের ক্ষেত্রে ভীষণ জরুরি একটি ভিটামিন। শরীরে বায়োটিনের অভাব হলে দেখা দিলে চুলে বাড়তে পারে খুসকি। একই কথা বলা যেতে পারে জিঙ্কের ক্ষেত্রেও। এই উপাদানটিও চুলের জন্য ভীষণই প্রয়োজনীয়।



৯/ চুল ব্রাশ করলে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ে। চুল ভালো থাকে। এমনকী ঝরে যায় খুসকি। তাই সারাদিনে ৩-৪ বার চুল ব্রাশ করুন।


১০/ চুলের যত্ন রাখতে চাইলে খেতে হবে ভালো খাবার। এক্ষেত্রে ভিটামিন বি, জিঙ্ক, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খেতে হবে। খান ফল, শাক, সবজি। পাশাপাশি মাছ, ডিমও খেতে হবে।




মনে রাখবেন,,

যে কোনও টাওয়েল চুলে ব্যবহার করলে সমস্যা বাড়তে পারে। সেক্ষেত্রে মাথায় ব্যবহার করুন সুতির টাওয়েল। এই টাওয়েল মাথার ত্বকের জন্য ভালো।


খুশকির সমস্যা থেকে বাচঁতে টকদই অত্যন্ত কার্যকরী একটি উপাদান। খুশকি দূর করতে মাথার ত্বকে টকদই দিয়ে ভালভাবে মালিশ করুন। এর পর মিনিট দশেক রেখে ভাল করে ধুয়ে ফেলুন।


২-৩ চামচ মেথি সারারাত জলে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে নিয়ে ভাল করে বেটে নিন। ছেঁকে নেওয়া জল ফেলে দেবেন না। এ বার মেথি বাটা চুলের গোঁড়ায় মাথার ত্বকে ভাল করে লাগিয়ে নিয়ে ঘণ্টা খানেক রেখে দিন। এর পর শুকিয়ে গেলে চুল ভাল করে ধুয়ে ফেলুন।


২ চামচ পাতি লেবুর রস সামান্য জলের সঙ্গে মিশিয়ে মাথার ত্বকে ভালভাবে মালিশ করুন। মিনিট পাঁচেক চুলের গোড়ায় ভালভাবে মালিশ করার পর চুল ধুয়ে নিন। খুশকির সমস্যা পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সপ্তাহে অন্তত ২ বার এই ভাবে পাতি লেবু ব্যবহার করে দেখুন। ফল পাবেন হাতেনাতে।


চুলের সৌন্দর্য বাড়াতে রিঠা অত্যন্ত কার্যকরী একটি উপাদান। খুশকির সমস্যা দূর করতেও এটি অত্যন্ত কার্যকর! রিঠা পাউডার বা রিঠা সিদ্ধ জল দিয়ে চুল ভিজিয়ে ঘণ্টা খানেক রেখে দিন। চুলের গোড়ায় গোড়ায় রিঠার জল ভালমতো লাগলে তবেই ফল পাওয়া যাবে।


Tags – Hair Tips Hair Care Hair Problems Salutations
Bristy

Leave a Comment

Recent Posts

Homemade Hair Mask For Hair Growth: চুলের ঘনত্বের জন্য হেয়ার মাস্ক

আজকাল কতো কিছু প্রোডাক্ট ইউজ করেও চুল পড়া বন্ধ করা যাচ্ছে না....চুলের সঠিক যত্ন ও…

1 hour ago

Facial Care Routine At Home:ফেসিয়াল করার পর ত্বকের যত্ন

Healthy Skin Tips For Face: সারা বছর ফেসিয়াল না করলেও পুজোর আগে সকলে আমরা ফেসিয়াল…

2 hours ago

Beauty Parlour Banner Design: বিউটি পার্লার ব্যানার ডিজাইন

আজকাল মেকাপে মেতেছে সারা দুনিয়ার মানুষ,, বাচ্চা থেকে বয়স্ক সকলের মধ্যেই একটি ক্রেজ লক্ষ্য করা…

5 hours ago

Durga Puja Saree: দুর্গা পূজার ৫ ট্রেন্ডিং শাড়ি

Bengali Durga Puja saree look: দেখতে দেখতে বছর গড়িয়ে চলে এলো দুর্গাপুজো….. সেপ্টেম্বরের মাঝ থেকেই…

5 hours ago

Hair Washing: চুল ধোয়ার সঠিক উপায়

মেয়েদের কাছে চুল হলো অমুল্য রত্ন ,, কিনতু আজকাল দূষণের কারনে, শারীরিক প্রবলেমের জন্য সকলের…

1 day ago

Gram Flour Benefits For Skin: ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়াবে বেসনের ফেসপ্যাক

এই ভ্যাপসা গরমে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফিকে পড়ে যায়…. কিনতু সামনেই তো পুজো এখন থেকেই…

1 day ago