রোজই একটু একটু করে বাড়ছে তাপমাত্রা। আর এই গরমে মাথা ধরা, অ্যাসিডির মতো সমস্যা শারীরিক অসুস্থতার প্রধান উপসর্গ। গরমে শরীরকে ঠাণ্ডা রাখা কিনতু খুব প্রয়োজন। গরমে ঘামের সঙ্গে প্রচুর জল শরীর থেকে বের হয়ে যায়। এতে শরীরে জল শূন্যতা দেখা দিতে পারে। তাই নিয়মিত খাদ্যতালিকায় এমন সব খাবার রাখা দরকার, যা পূরণ করবে জলের অভাব।গরমে ত্বকে ব্রণ, দানা দানা ওঠা, বমি বমি ভাব, পেটের সমস্যা থেকে শুরু করে আরো বড় ধরনের সমস্যা দেখা দেয়। তাই শরীরকে সুস্থ-সবল রাখতে প্রচুর পরিমাণে জল খাওয়া প্রয়োজন। এছাড়াও পেট কে ঠান্ডা রাখতে খেতে পারেন –
শসা
শসা শরীরকে ভেতর থেকে ঠান্ডা করে। সালাদ হোক বা এমনি প্রতিদিন শসা খান। এটি শরীরের তাপ কমাতে সহায়ক।
দুধ
প্রতিদিন সকালে এক গ্লাস দুধে কয়েকটি কিসমিস মিশিয়ে খান। সারাদিন শরীর ঠান্ডা ও ক্লান্তিহীন থাকবে।
ডাবের জল
শরীর ঠিক রাখতে ডাব বা নারকেলের জলের তুলনা নেই। কোল্ড ড্রিংক্স পান না করে ডাব খান, দেখবেন শরীর ঠান্ডা হয়ে গেছে।
ডালিম
নিয়মিত ডালিমের রস খেলে শরীরে জলের ঘাটতি হবে না এবং শরীরে ঠান্ডা থাকবে।
গরমে বেশি তেল ও মশলাযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন। শরীরে জলের ভারসাম্য বজায় রাখার জন্য লবণ-চিনি দেয়া লেবুর শরবত, ডাবের জল, দইয়ের ঘোল খেতে পারেন।
তরমুজ
তরমুজের ৯১ দশমিক ৫ শতাংশই জল, যা শরীর ঠান্ডা করতে সাহায্য করবে। আরও আছে ভিটামিন ও খনিজ লবণ, যা এই গরমে আপনাকে স্বস্তি দেবে। তাই নিয়মিত খাদ্যতালিকায় এই সময়ে তরমুজ রাখতে পারেন।
দিনের মধ্যে এক বার অন্তত দই-ভাত খান। বিকেল ৪টে থেকে ৬টার মধ্যে খেলেই সবচেয়ে ভাল। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে দই-ভাত।
পুদিনা–
পেপারমিন্টে উচ্চ পরিমাণে মেন্থল থাকে, যার কারণে এর শীতল বৈশিষ্ট্য রয়েছে। পেটের তাপ শান্ত করতে আপনি গরম বা ঠান্ডা পুদিনা চা পান করতে পারেন। এতে পেটের তাপ থেকে দ্রুত মুক্তি মিলবে।
আজকের দিনে মিনিটে মিনিটে ফ্যাশন পাল্টায়। আপনিও নিশ্চয়ই ভাবছেন এবার শীতের ট্রেন্ড কি জেকেট চলছে?…
ধীরে ধীরে শীত পড়ছে…শীতের কনকনেভাব থেকে ত্বককে বাঁচাতে ত্বকের চাই আর্দ্রতা ও পুষ্টি…এর জন্য এই…
দেখতে দেখতে নভেম্বর এলো চলে…গরম পেরিয়ে এলো শীত… এখন শুরু হবে বিয়ের মরশুম… এখন আবহাওয়ার…
অনেকের আছে যাদের বয়স না হতেই বয়স্ক লাগে , এই কারণের জন্য তারা নিজেরা দায়ী।…
Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন দূর করলে ত্বকে একটা আলাদাই সৌন্দর্য ফিরে…
পুরুষরা নিজেদের কখনও যত্ন নেয় না… তাদের কাছে ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া…
Leave a Comment