ঘামাচি কেনো হয়: গরম বাড়তেই ত্বকের নানা সমস্যা শুরু হয়ে গেছে,, মুখে, হাতে, পায়ে চুলকানি শুরু হয়ে গেছে,, আরও একটি সমস্যা কমবেশি সবার মধ্যেই দেখা যায়। গরম বাড়তেই গায়ে, হাত-পায়ে ঘামাচি দেখা দেয়। পিঠেও ভরে যায় ঘামাচি। ছোট থেকে বড়, সবাই এই সমস্যার শিকার হতে পারেন। ঘামাচি দেখা দিলে কী করতে হবে, কী ভাবে সেটা আজ দেখুন –
গরম পড়তেই ঘামাচি কেন হয়?
ত্বকরন্ধ্রে ঘাম জমে থাকার কারণেই ঘামাচি বের হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যা দেখা দেয় গরমেই। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকলে কিংবা অতিরিক্ত পরিমাণে ঘাম হলেই ঘামাচি হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
অনেকেই ঘামাচি হলে ত্বকের সেই স্থানে সঙ্গে সঙ্গে বাজারচলতি অ্য়ান্টিসেপটিক লোশন, ক্রিম বা সলিউশন লাগিয়ে নেন। এমনটা করাও উচিত নয়। এতে ত্বকের সেই স্থানে জ্বালা করে।
ঘামাচি হলে সেই স্থানে এই ধরনের অ্যান্টিসেপটিক লোশন না লাগানোই উচিত।
নিম পাতা ফুটানো জলও সংক্রমিত স্থানে দিন তাহলে কমে যাবে।।
অ্যালোভেরার রস প্রাকৃতিক অ্যান্টিসেপটিকের কাজ করে। ত্বকে ব্যাকটেরিয়া-ঘটিত র্যাশ, চুলকানিতে অ্যালোভেরার রস অত্যন্ত কার্যকরী। ঘামাচির সমস্যায় অ্যালোভেরা ছোট ছোট টুকরো করে কেটে তার রস ত্বকের ঘামাচি আক্রান্ত অংশে লাগিয়ে দিন।
ঘামাচি প্রতিরোধে বরফ ভালো কাজ করে। বরফ একটি কাপড়ে পেঁচিয়ে ঘামাচির স্থানে ৫ থেকে ১০ মিনিট সেঁক দিন। এটি ঘামাচি মেরে ফেলে লাল হওয়া কমিয়ে দিয়ে থাকে।
আরোও পড়ুন,
ঘামাচি মারার সাবান – Summer Anti-Itching Soap
Tags – Itchy Skin , Skin Care
দেখতে দেখতে নভেম্বর এলো চলে…গরম পেরিয়ে এলো শীত… এখন শুরু হবে বিয়ের মরশুম… এখন আবহাওয়ার…
অনেকের আছে যাদের বয়স না হতেই বয়স্ক লাগে , এই কারণের জন্য তারা নিজেরা দায়ী।…
Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন দূর করলে ত্বকে একটা আলাদাই সৌন্দর্য ফিরে…
পুরুষরা নিজেদের কখনও যত্ন নেয় না… তাদের কাছে ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া…
বিয়ের দিনটা সকলের কাছেই স্বপ্নের দিনের মতো… এই দিনটিতে সব কনেই চান সকলের মাঝে আকর্ষণীয়…
চোখের নীচের কালো দাগ মুখের সৌন্দর্য্য নষ্ট করে দেয়…. অনেক কিছু ব্যবহার করেও ফল মিলছে…
Leave a Comment