Categories: Skin Care

ঘামাচি পাউডার কোনটা ভালো – Which Powder Is Best For Body In Summer

Spread the love

ঘামাচি পাউডার কোনটা ভালো – Which Powder Is Best For Body In Summer


গরমে খুবই পরিচিত একটি সমস্যার নাম হলো ঘামাচি। এটি যেমন অস্বস্তিকর, তেমনি যন্ত্রণাদায়ক। আর মন মত ড্রেস ও পড়া যায়না,, কারণ ঘামাচি গুলি বেড়িয়ে থাকে দেখতে এতো খারাপ লাগে তখন।। 


ঘামাচির জন্য কি পাউডার ভালো

ঘামাচি কেন হয়

  গরম আবহাওয়ায় শরীরের ঘামগ্রন্থির নালি বন্ধ হয়ে ঘামের বিভিন্ন উপাদান চামড়ার বিভিন্ন স্তরে জমা হয়ে ঘামাচি তৈরি করে। 

  আঁটসাঁট পোশাকের জন্যও ঘামাচি বাড়ে।


কোনও কারণে ঘামে মিশে থাকা এই লবণ ত্বকের সারফেসে মিশে রোমকূপের মুখগুলো বন্ধ করে দেয়। এর ফলে সেখান থেকে আর ঘাম বেরোতে পারে না এবং রোমকূপের অংশ ফুলে ওঠে। তার ওপর ত্বকের সারফেসে জীবাণুর প্রকোপ ঘটে। এর ফলে ওই অংশে ব্যাকটেরিয়াও জমা হয়। গরমে ঘামাচির হাত থেকে রেহাই পেতে অনেকেই ট্যালকম পাউডার ব্যবহার করেন। কিন্ত এই সব প্রসাধনী পণ্য ব্যবহার না করেও আপনি গরমে ঘামাচির হাত থেকে রক্ষা পেতে পারেন। বাচ্চাদের পাউডার জন্সেন্স বেবী পাউডার টা খুব ভালো।


বাচ্চাদের ঘামাচি পাউডার কোনটা ভালো


ঘামাচির ধরন

শিশুদের মাথা, ঘাড়, বগল, শরীরের ওপরের অংশে, ঘামাচি দেখা যায়। বড়দের সাধারণত বুকে-পিঠে-পেটে ঘামাচি হয়। কয়েক ধরনের ঘামাচি আছে। আবার কোনো কোনো ক্ষেত্রে ঘামাচিতে পুঁজ জমতে দেখা যায়। 


ঘামাচির ক্ষতিকর দিক

অতিরিক্ত ঘামাচির কারণে অস্বস্তি, জ্বালাপোড়া, শারীরিক দুর্বলতা, ঘামে অসহনশীলতা, হতে পারে। পরবর্তী সময়ে ঘাম নিঃসরণ প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়ে ঘামের পরিমাণ কমে যেতে পারে। 


মুক্তির উপায়

নিয়মিত স্নান করতে হবে। আক্রান্ত স্থানে ঠান্ডা জল ও বরফ লাগাবেন। ঢিলেঢালা সুতি পোশাক পরুন। অতিরিক্ত গরম পরিবেশ এড়িয়ে চলুন। গরমে অতিরিক্ত শারীরিক পরিশ্রম থেকে বিরত থাকুন। 


 গরমে অনেকেই খোঁজেন বেস্ট মুখে মাখার পাউডার, সেটি আজ আপনাদেরকে বলবো কোনটি বেস্ট…

১. NIVEA Pure Talc

এই ব্র্যান্ডের পাউডার আপনার মৃদু স্বভাবের সাথে নিজেকে মানিয়ে নেয় তার মন মাতানো মৃদু সুগন্ধ দিয়ে।আপনার শরীরের সকল রকম আদ্রতা তা ঘামের জন্য হোক বা জলবায়ুর জন্যই হোক তা শুষে নেয় এই ব্র্যান্ডের পাউডার। শরীরের দুর্গন্ধ ঢাকার সাথে সাথে পাবেন শীতলতার স্পর্শ। 

২. Candid Prickly Heat Powder 

বিশেষভাবে কিউরেট করা অ্যান্টি-ব্যাকটেরিয়াল ফর্মুলা যা আপনাকে এবং আপনার পরিবারকে ঘাম এবং জীবাণু থেকে উদ্ভূত ত্বকের সমস্যা থেকে রক্ষা করে,, এটি কাঁটা তাপের কারণে ব্যাকটেরিয়া বৃদ্ধি এবং সংক্রমণ নিয়ন্ত্রণ করে চুলকানি এবং জ্বলন্ত সংবেদন থেকে প্রশান্তিদায়ক এবং শীতল উপশম দেয়।।

ঘাম শোষণ করে ।।


Which powder is best in summer and for itching


৩. Nycil Germ Expert Cool Classic Prickly Heat and Cooling Powder 


 Nycil জীবাণু বিশেষজ্ঞ কাঁটাযুক্ত হিট পাউডার গরম ত্বকের সমস্যাগুলির বিরুদ্ধে লড়াই করে এবং গ্রীষ্মের ত্বকের সমস্যা থেকে দৃশ্যমান ফলাফল দেয়।

প্রশান্তিদায়ক ত্রাণ এবং তাজা সুগন্ধি: রিফ্রেশিং এবং প্রশান্তিদায়ক সুগন্ধি শরীরের দুর্গন্ধ দূরে রাখে।

অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা: নিম তেলের উচ্চ ঘনত্ব এটিকে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সরবরাহ করে, এটি কাঁটাযুক্ত তাপ এবং গ্রীষ্মের ত্বকের সমস্যাগুলির বিরুদ্ধে লড়াইয়ে উচ্চতর কার্যকারিতা দেয়।


Which powder is best for sweating

৪. SAI ENTERPRISES Himalaya Prickly Heat Powder


 তাপের জন্য ভেষজ এবং জিঙ্ক অক্সাইডের শক্তি সহ পাউডার: ইনফেকশন থেকে ত্বককে রক্ষা করে ,ত্বককে ঠাণ্ডা ও সতেজ রাখে প্যারাবেনস, ফ্যাথালেটস এবং কৃত্রিম রং থেকে মুক্ত, যা ফুসকুড়ি এবং অ্যালার্জির সাধারণ কারণ। নরম এবং মোটা ট্যালক, যা অন্যান্য ট্যাল্কের মতো ত্বকের ছিদ্রগুলিকে ব্লক করে না;শরীরের গন্ধ কমায়।।


আরোও পড়ুন,

ঘামাচি কমানোর উপায় – Home Remedies For Itchy Skin



Tags – Skin Tips, Powder Is Best For Body

Bristy

Leave a Comment

Recent Posts

Hair Washing: চুল ধোয়ার সঠিক উপায়

মেয়েদের কাছে চুল হলো অমুল্য রত্ন ,, কিনতু আজকাল দূষণের কারনে, শারীরিক প্রবলেমের জন্য সকলের…

12 hours ago

Gram Flour Benefits For Skin: ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়াবে বেসনের ফেসপ্যাক

এই ভ্যাপসা গরমে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফিকে পড়ে যায়…. কিনতু সামনেই তো পুজো এখন থেকেই…

14 hours ago

Vitamin E Benefits Skin: পুজোর আগে ত্বক ও চুলের যত্ন নিন ভিটামিন ই সাহায্যে

ভিটামিন ই ত্বক ও চুলের যত্নে দারুণ কাজে আসে। শরীরের নানা উপকার করে। হাড়ের যত্ন…

14 hours ago

How To Keep Stomach Healthy: গরমে পেট সুস্থ্য ও পরিষ্কার উপায়

Stomach Care : শরীর সুস্থ্য রাখতে চাইলে পেট অবশ্যই পরিষ্কার রাখা খুব প্রয়োজন…. এটি শরীর…

22 hours ago

Skin Rashes Treatment: গরমে ফুসকুড়ি দূর করার উপায়

আজকাল বাচ্চা থেকে বয়স্ক সকলেরই ফুসকুড়ির সমস্যা হয়ে থাকে…. গরম থেকে হওয়া ফুসকুড়ি- ব্যথা ও…

1 day ago

Summer Skin Care: রোদে বেরোলেই ত্বক তেলতেলে করছে? রইল সমাধান

এই গরমে রোদে কাজের জন্যে বেরোতেই হয়…. আর এর জন্য মুখ তৈলাক্ত হয়ে যায় ভীষণ…

2 days ago