Categories: Blog

চুলের জেল্লা বাড়ান নারকেল তেলের সাহায্যে – Grow Hair With Coconut Oil

Spread the love

চুলের জেল্লা বাড়ান নারকেল তেলের সাহায্যে – Grow Hair With Coconut Oil


চুলের যত্ন নেওয়ার জন্য বাড়িতেই প্রপার দেখভাল করা ভালো, কারণ সেখানে কোনো ভেজাল থাকেনা।। তার জন্য চুলের পিছনে হাজার হাজার টাকা খরচ করারও দরকার পড়ে না সব সময়। তবে এর মানে এই নয় যে, চুলের জন্য কখনও কোনও প্রোডাক্ট কেনা উচিত নয়। প্রয়োজন পড়লে কিনুন।  কিন্তু চুলের যত্ন নেওয়ার জন্য বাড়িতেও এমন কিছু উপাদান আছে, যা বেশ কার্যকরী।


যেমন নারকেল তেল। চুল ভালো রাখার জন্য এবং ঘন ও মজবুত চুল পাওয়ার জন্য যে নারকেল তেলের ব্যবহার হয়ে আসছে কিন্তু শুধুমাত্র চুলের বৃদ্ধিতেই কাজে আসে না এই তেল। বরং নারকেল তেলের গুণ অনেক।


চুলে জেল্লা চাই? নারকেল তেল ব্যবহার করুন


চুলের জন্য নারকেল তেল কেন ভাল?


নারকেল তেলের সবচেয়ে বড় সুবিধা হল বৃষ্টি, সূর্য এবং দূষণের পাশাপাশি বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার কারণে চুলের যে ক্ষতির সম্ভাবনা থাকে, সেটি দূর করার ক্ষমতা রাখে নারকেল তেল।। এটি চুলকে ভেতর থেকে রক্ষা করতে থাকে। এছাড়াও বিভিন্ন কারণে তৈরি অভ্যন্তরীণ ক্ষতি রোধ করতে এবং চুলকে সুস্থ, উজ্জ্বল রাখতেও নারকেল তেল বেশ উপকারী।

চুলের জন্য সবচেয়ে ভালো উপাদান নারকেল তেল। তবে চুলের চাকচিক্য বাড়াতে শুধু নারকেল তেল মাখলেই হবে না। 

মধু ও নারকেল তেল


একটি পাত্রে নারকেল তেল ও মধু মিশিয়ে নিন। মিশ্রণটি হালকা গরম করে নিন। মিশ্রণটি এবার ঠাণ্ডা করে একটি স্প্রে বোতলে ভরে রাখুন। রাতে ঘুমানোর আগে চুলের গোঁড়ায় এই মিশ্রণ স্প্রে করুন। নিয়মিত ব্যবহারে সুফল মিলবে।


চুলের যত্নে নারকেল তেল



চুলের জেল্লা ফেরাতে নারকেল তেলের ব্যবহার


নারকেল তেল ও অ্যাপল সিডার ভিনেগার


১ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ১ টেবিল চামচ অ্যাপল সিডার ভিনেগার মিশাতে হবে। শ্যাম্পু করার আগে চুলে এই মিশ্রণ মাখাতে হবে। কিছুক্ষণ রেখে মাথা ধুয়ে নিন।

হট অয়েল মাসাজ

চুলে বা স্ক্যাল্পে হট অয়েল মাসাজ নিলে চুলের গোড়া শক্ত হয়,, একটি পাত্রে নারকেল তেল নিন। সেই নারকেল তেল সামান্য গরম করে নিন। সামান্য তুলো সেই গরম তেলে ভিজিয়ে স্ক্যাল্পে ও চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিন।


চুল সতেজ ও চকচকে রাখতে নারকেল তেলের গুরুত্ব কতটা, দেখুন

তারপর ধীরে ধীরে আঙুল চালিয়ে মাথায় ভালো করে মাসাজ করে নিন। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। প্রতিবার শ্যাম্পু করার আগে এটা মেনে চলুন।

নারকেল তেল ব্যবহারে চুল পুষ্টিও পায় প্রচুর। আর অন্য যে কোনও তেলের চেয়ে নারকেল তেল আপনার চুলে তাড়াতাড়ি শুষে নেয়। 

চুলে তেল দেওয়ার সময় তাই নারকেল তেলের সঙ্গে আমলকি, পেঁয়াজ, তিল, কালো জিরের মত উপাদান মিশিয়ে চুলে মালিশ করলে আরও দ্রুত ফল পাওয়া যায়। 


প্যারাসুট নারিকেল তেলের উপকারিতা

খুসকির সমস্যায় জেরবার : সারা বছর খুসকির সমস্যায় ভোগেন অনেকেই। তার মধ্যে শীত আসছে,, এটি দুর করতে ,,  নিয়মিত নারকেল তেল ব্যবহার করলে খুসকির মোকাবিলা করতে পারবেন। শুকিয়ে যাওয়া স্ক্যাল্প এবং সেখান থেকে ইনফেকশন প্রতিরোধ করতে ও চুলকে তরতাজা বানাতে নারকেলের তেল ব্যবহার করুন। 



চুলে তেল দাওয়ার নিয়ম



স্প্লিট এন্ডস্‌:  চুল নিচের অংশ থেকে ভেঙ্গে যায় বা একটি চুল বিভক্ত হয়ে গিয়েছে। যার জন্য মন না মানতে চাইলেও অনেকেই চুল কেটে ফেলেন। কিন্তু সমস্যা হল চুলের গোঁড়ায়। এটি ঠিক করতে নারকেল তেল মালিশ করুণ,,  এই ধরণের সমস্যা গুলি থেকে মুক্তি পাবেন।।

চুল ড্যামেজ: হেয়ার স্ট্রেটনার ব্যবহার করার দরুণ চুলের ক্ষতি হয়। অতি মাত্রায় তাপ দিলে চুল পুড়ে যাওয়ার পাশাপাশি চুল ড্যামেজ হয় ও রুক্ষ-শুষ্ক হয়ে ওঠে। নারকেল তেলের মধ্যে ফ্যাটি আসিড রয়েছে যা চুলকে অনেক বেশি মজবুত ও উজ্জ্বল করে তোলে। তাই ব্যস্ততার মধ্যেও সপ্তাহে তিনদিন চুলে নারকেল তেল দিন অথবা হট অয়েল মাসাজ করাতে পারেন। চুল আর সহজে ড্যামেজ হবেনা।।।

Tags – Hair Tips, Hair Care 

Bristy

Leave a Comment

Recent Posts

Facial Care Routine At Home:ফেসিয়াল করার পর ত্বকের যত্ন

Healthy Skin Tips For Face: সারা বছর ফেসিয়াল না করলেও পুজোর আগে সকলে আমরা ফেসিয়াল…

23 mins ago

Beauty Parlour Banner Design: বিউটি পার্লার ব্যানার ডিজাইন

আজকাল মেকাপে মেতেছে সারা দুনিয়ার মানুষ,, বাচ্চা থেকে বয়স্ক সকলের মধ্যেই একটি ক্রেজ লক্ষ্য করা…

3 hours ago

Durga Puja Saree: দুর্গা পূজার ৫ ট্রেন্ডিং শাড়ি

Bengali Durga Puja saree look: দেখতে দেখতে বছর গড়িয়ে চলে এলো দুর্গাপুজো….. সেপ্টেম্বরের মাঝ থেকেই…

4 hours ago

Hair Washing: চুল ধোয়ার সঠিক উপায়

মেয়েদের কাছে চুল হলো অমুল্য রত্ন ,, কিনতু আজকাল দূষণের কারনে, শারীরিক প্রবলেমের জন্য সকলের…

1 day ago

Gram Flour Benefits For Skin: ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়াবে বেসনের ফেসপ্যাক

এই ভ্যাপসা গরমে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফিকে পড়ে যায়…. কিনতু সামনেই তো পুজো এখন থেকেই…

1 day ago

Vitamin E Benefits Skin: পুজোর আগে ত্বক ও চুলের যত্ন নিন ভিটামিন ই সাহায্যে

ভিটামিন ই ত্বক ও চুলের যত্নে দারুণ কাজে আসে। শরীরের নানা উপকার করে। হাড়ের যত্ন…

1 day ago