মুখের ত্বক, বিশেষ করে চোখের(Under Eye Gel) চারপাশ বেশ স্পর্শকাতর। ল্যাপটপের স্ক্রিন বা স্মার্টফোনের দিকে তাকিয়ে কাটানোর প্রভাব তাই সবচেয়ে বেশি পড়েছে চোখের নিচে (Eye Care Tips)। বর্ধিত স্ক্রিন টাইম ছাড়াও, অন্যান্য কারণ যেমন ধূমপান, ডিহাইড্রেশন, ঘুমের অভাব থেকে ক্লান্তি এবং সূর্যের এক্সপোজারও চোখের নিচের অংশকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে চোখের নিচে কালো দাগ দেখা যায়।
নামীদামি ব্র্যান্ডের প্রচুর আন্ডার আই ক্রিম চোখের কোলে কালি কমানোর দাবি করলেও সবসময় যে তাতে কাজ হয় এমন মোটেও না! তার উপর দোকানের ক্রিম মানেই একগাদা রাসায়নিক! চোখের নিচের অত্যন্ত কমনীয় ত্বকে রাসায়নিক ভরপুর ক্রিম লাগাতে অনেকেই অস্বস্তিবোধ করেন। তাই ঘরের তৈরী আই জেল দিয়ে চোখের নীচে কালো দাগ সরিয়ে ফেলুন।
আই জেল কী ভাবে কাজ করে
আন্ডারআই জেলে (Under Eye Gel) ভিটামিন A এবং C, পেপটাইডস এবং সিরামাইডের মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা ত্বকের পুনরুজ্জীবনে সাহায্য করে এবং চোখের (Eye Care Tips) চারপাশের অংশে আর্দ্রতা প্রদান করে। এই জেলগুলিতে উপস্থিত অ্যান্টিঅক্সিড্যান্টগুলি সংবেদনশীল ত্বকের ক্ষতি হওয়া থেকে রক্ষা করতে সহায়তা করে।
কীভাবে বানাবেন আপনার ঘরোয়া আন্ডার আই জেল?
আপনার দরকার: অ্যালো ভেরা জেল আর আমন্ড অয়েল। এ ছাড়া হাতের কাছে রাখুন একটা ছোট কৌটো আর চামচ।
বানানোর পদ্ধতি
1. কৌটোয় চামচে করে এক চাচামচ অ্যালো ভেরা জেল মেপে নিন। ভালো ব্র্যান্ডের অ্যালো ভেরা জেল দোকান থেকে কিনতেও পারেন আবার অ্যালো ভেরা পাতা কেটে ভিতর থেকে জেল বের করেও নিতে পারেন।
2. এক চাচামচ আমন্ড অয়েল দিন। আপনার ত্বক যদি শুষ্ক হয় অথবা চোখের নিচের ত্বকে কোঁচকানোভাব বা বলিরেখা থাকে, তা হলে তেলের পরিমাণ বাড়াতেও পারেন।
3. অ্যালো ভেরা জেল আর তেল নিজে থেকে মিশবে না। চামচ দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিন। একটা হালকা সবুজ রঙের মিশ্রণ তৈরি হবে।
4. কৌটোর মুখ বন্ধ করে ফ্রিজ়ে রেখে দিন। একবারে অনেকটা মিশ্রণ না বানিয়ে অল্প অল্প করে বানানোই ভালো।
জেল লাগানোর নিয়ম
প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে এই মিশ্রণটি চোখের কোলে লাগিয়ে নিন। তার আগে অবশ্যই মুখ ভালো করে ধুয়ে নেবেন। যদি বাইরে না বেরোন, তা হলে দিনের বেলাতেও লাগাতে পারেন।
উপকারিতা
1. অ্যালো ভেরা আর আমন্ড অয়েল একসঙ্গে মিশে ত্বক তরতাজা আর উজ্জ্বল করে তোলে। ডার্ক সার্কল সহজেই উধাও হয়ে যায়।
2. চোখের নিচের বলিরেখা, শুষ্ক ত্বক সামাল দিতে আমন্ড অয়েল সিদ্ধহস্ত! বাজারচলতি অনেক আন্ডার আই ক্রিমেও উপাদান হিসেবে আমন্ড অয়েল ব্যবহার করা হয়।
3.চোখের ক্লান্তি কাটিয়ে ত্বকের সতেজভাব ফেরাতে পারে অ্যালো ভেরা জেল।
কী ভাবে ব্যবহার করতে হবে
মুখ ভালো করে ধুয়ে এবং চোখের চারপাশে ছোট ছোট বিন্দুর মতো জেলটি লাগাতে হবে (Under Eye Gel)। খেয়াল রাখতে হবে যে এই জেল যেন চোখে ঢুকে না যায়, কারণ এতে চোখে জ্বালা হতে পারে। এবার বৃত্তাকার গতিতে আলতোভাবে মাসাজ করতে হবে।
এটি সারারাত চোখের নিচে (Under Eye Gel) কাজ করবে। সকালে হালকা গরম জল দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিতে হবে।
আই ক্রিম ব্যবহারের উপকারিতা
(১) ফাইনলাইন এবং রিঙ্কেল দূর হয়।
(২)আমাদের চোখের ত্বক অনেক বেশি কোমল ও নমনীয় হয়ে থাকে। তাই আমাদের মুখের অন্যান্য জায়গার ত্বকের চেয়ে চোখের চারপাশের ত্বক অনেক বেশি তাড়াতাড়ি শুষ্ক হয়ে যায়। এক্ষেত্রে একটি ভালো মানের আই ক্রিম ব্যবহারে এ সকল সমস্যা থেকে অনেকটাই রেহাই পাওয়া সম্ভব।
(৩) ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে
আই ক্রিম মূলত চোখের চারপাশের ত্বকের কমনীয়তার কথা মাথায় রেখেই বিশেষ উপযোগী করে তৈরি করা হয়েছে।
(৪) ত্বকের কোলাজেন-এর মাত্রা বাড়ায়
সূর্যের ক্ষতিকর অতি বেগুনী রশ্মির সংস্পর্শে আমাদের ত্বকে কোলাজেন (collagen)-এর মাত্রা কমে যায়। কোলাজেন মূলত আমাদের ত্বককে মসৃণ রাখতে সাহায্য করে।
(৫) ডার্ক সার্কেল দূর করে
যারা বেশি রাত পর্যন্ত জাগেন তাদের জন্য ডার্ক সার্কেল এক বিভীষিকার নাম। এছাড়া জীনগত কারণে, বেশি রোদে ঘোরাঘুরি করলে বা একটি নির্দিষ্ট বয়সের পরও ডার্ক সার্কেল দেখা দিতে পারে। ভিটামিন বি-৩ ডার্ক সার্কেল কমাতে দারুণ কার্যকরী ভূমিকা পালন করে। তাই যারা ডার্ক সার্কেল-এর সমস্যায় ভুগছেন তারা ভিটামিন বি-৩ সমৃদ্ধ আই ক্রিম নিয়মিত ব্যবহার করলে ভাল ফল পাবেন।
Tags – চোখের নীচে ডার্ক সার্কল দুর করার উপায়
দেখতে দেখতে নভেম্বর এলো চলে…গরম পেরিয়ে এলো শীত… এখন শুরু হবে বিয়ের মরশুম… এখন আবহাওয়ার…
অনেকের আছে যাদের বয়স না হতেই বয়স্ক লাগে , এই কারণের জন্য তারা নিজেরা দায়ী।…
Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন দূর করলে ত্বকে একটা আলাদাই সৌন্দর্য ফিরে…
পুরুষরা নিজেদের কখনও যত্ন নেয় না… তাদের কাছে ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া…
বিয়ের দিনটা সকলের কাছেই স্বপ্নের দিনের মতো… এই দিনটিতে সব কনেই চান সকলের মাঝে আকর্ষণীয়…
চোখের নীচের কালো দাগ মুখের সৌন্দর্য্য নষ্ট করে দেয়…. অনেক কিছু ব্যবহার করেও ফল মিলছে…
Leave a Comment