আয়ুর্বেদিক ওষুধ হিসেবে তুলসির গুণ সম্পর্কে অনেকেই জানা।। সর্দিকাশি কমাতে তুলসিপাতা গুণ বহু পুরোনো। কিন্তু জানেন কি, শুধু সর্দিকাশিতেই নয়, বরং রূপচর্চাতেও কাজে লাগে এই তুলসির।একমুঠো তুলসিপাতা দিয়ে ত্বকের নানা সমস্যা সহজেই সারিয়ে ফেলতে পারেন।ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য তুলসী পাতা ভালো করে ধুয়ে বেটে নিয়ে ফেস প্যাকের মত মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে ধুয়ে নিন। তুলসি পাতায় প্রচুর অ্যান্টি-অক্সিডান্ট যা ত্বক সতেজ রাখতে সাহায্য করে। পাশাপাশি ত্বক রিফ্রেসও রাখে।
**আপনার যদি ব্ল্যাকহেডস আর হোয়াইটহেডস-এর সমস্যা থাকে তবে তুলসী পাতা দিয়ে বানিয়ে নিন একটি ফেস প্যাক। এরজন্য প্রয়োজন হবে মুলতানি মাটি, মধু, পাতিলেবুর রস ও তুলসী পাতা বাটা। একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন।
**মুখে ছোপ ছোপ দাগ পরে গেছে? তুলসী পাতা বাটার সাথে একটা ডিমের সাদা অংশ ভালো ভাবে মিশিয়ে পুরো মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট। দেখবেন দাগ দূর হবে।
** আপার লিপ বা থ্রেডিং এর পরে অনেকের স্কিন জ্বালা করে, তুলসী বাটা মুখে লাগিয়ে নিলে জ্বালাপোড়া কমাবে, এবং লালচে ভাব থাকলে সেটাও কমে যাবে।
**শীতে শুষ্ক ত্বক নিয়ে যারা সমস্যায় ভোগেন তারা এই প্যাকটি ব্যবহার করে দেখতে পারেন। ৫ দিন তুলসী পাতা বেটে নিয়ে এর সাথে মেশান পরিমান মত টক দই। এরপরে মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট। এরপরে নরমাল জল দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের শুষ্ক ভাব অনেকটাই কেটে যাবে।
** ব্রণর সমস্যা ? একমুঠো তুলসিপাতা পরিষ্কার জলে ধুয়ে বেটে নিন। তার সঙ্গে মেশান খানিকটা চন্দনবাটা, এক চাচামচ লেবুর রস আর দু’ থেকে তিন টেবিলচামচ গোলাপজল। পেস্টের মতো একটা মিশ্রণ তৈরি হবে। যাঁদের মুখে খুব ব্রণ ওঠে, তাঁরা এই প্যাকটি নিয়মিত ব্যবহার করুন।
**গায়ের রং উজ্জ্বল করতে তুলসিপাতা বেটে রসটা বের করে নিন। তার সঙ্গে মেশান খানিক অলিভ অয়েল আর লেবুর রস। এই মিশ্রণটা কিছুদিন মাখলেই ধীরে ধীরে উজ্জ্বল হতে শুরু করবে রং।
** তুলসিপাতা ভালো করে ধুয়ে বেটে নিয়ে তা সারা মুখে মেখে দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন। তুলসি পাতায় প্রচুর অ্যান্টি-অক্সিডান্ট আছে যা ত্বক টানটান, সতেজ আর ঝলমলে রাখে।
আজকের দিনে মিনিটে মিনিটে ফ্যাশন পাল্টায়। আপনিও নিশ্চয়ই ভাবছেন এবার শীতের ট্রেন্ড কি জেকেট চলছে?…
ধীরে ধীরে শীত পড়ছে…শীতের কনকনেভাব থেকে ত্বককে বাঁচাতে ত্বকের চাই আর্দ্রতা ও পুষ্টি…এর জন্য এই…
দেখতে দেখতে নভেম্বর এলো চলে…গরম পেরিয়ে এলো শীত… এখন শুরু হবে বিয়ের মরশুম… এখন আবহাওয়ার…
অনেকের আছে যাদের বয়স না হতেই বয়স্ক লাগে , এই কারণের জন্য তারা নিজেরা দায়ী।…
Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন দূর করলে ত্বকে একটা আলাদাই সৌন্দর্য ফিরে…
পুরুষরা নিজেদের কখনও যত্ন নেয় না… তাদের কাছে ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া…
Leave a Comment