ঠোঁটকে সুন্দর রাখতে কি করবেন – What To Do To Keep The Lips Beautiful

Spread the love

ঠোঁটকে সুন্দর রাখতে কি করবেন – What To Do To Keep The Lips Beautiful


আমরা মেয়েরা মেকাপ এর চেয়ে গুরুত্ব বেশি লিপস্টিক কে দেই,, মেকাপ করি বা না করি লিপস্টিক মেয়ে দের ব্যাগ এ থাকবেই।।  লিপস্টিকের ছোঁয়ায় নিমেষে বদলে যেতে পারে আপনার লুক এবং অবশ্যই আপনার অ্যাটিটিউড কারণ লিপস্টিক আপনার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে তুলতে পারে। এমন অনেকেই আছেন, যাঁদের লিপস্টিক কেনাটা একটা নেশার মতো। 


ঠোঁটকে গোলাপি ও সুন্দর রাখার টিপস্


টুকটুকে লাল ঠোঁটের আকর্ষণ এড়ানো সত্যিই কঠিন। গাঢ় বাদামি, উজ্জ্বল কোরাল বা পিচরঙা ঠোঁটের আবেদনও কি কম? কিন্তু রং যতই আকর্ষণীয় হোক, ঠোঁট যদি পেলব, কোমল না হয়, তা হলে রঙের আবেদন মোটেও খুলবে না! শুকনো ফাটা ঠোঁটে লিপস্টিকের রং ঠিকভাবে বসে না, ঠোঁট দেখতেও ভালো লাগে না। শুধু ময়েশ্চারাইজ় করলেই কিন্তু ঠোঁটের যত্ন সম্পূর্ণ হল না, তার সঙ্গে দরকার যথাযথ এক্সফোলিয়েশন।  

বাজারে নানাধরনের লিপস্ক্রাব কিনতে পাওয়া যায় ঠিকই, কিন্তু প্রাকৃতিক জিনিসের কোনও বিকল্প নেই বিশেষ করে তা যদি বাড়িতে নিজের হাতে বানানো হয়। তাতে কেমিক্যালের ক্ষতিকর প্রভাব যেমন এড়ানো সম্ভব, তেমনি খরচের দিকটাও নিয়ন্ত্রণে রাখা যায়। 

অলিভ অয়েল ও কফি

সমপরিমাণ অলিভ অয়েল আর কফি মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নিন। ঠোঁটে লাগিয়ে খানিকক্ষণ আলতো মাসাজ করুন, তারপর তিন থেকে চার মিনিট রেখে দিন। তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।


মধু আর চিনি

এই স্ক্রাবটির সঙ্গে অনেকেই পরিচিত। দু’চামচ চিনির সঙ্গে এক চামচ মধু মিশিয়ে ঠোঁটে মাসাজ করুন। তিন মিনিট রেখে হালকা গরম জলে ভেজানো নরম কাপড় দিয়ে মুছে নিন।


বেকিং সোডা

বেকিং সোডা জলে গুলে পেস্ট তৈরি করে নিন। ঠোঁটে দু’মিনিট লাগিয়ে রাখুন, তারপর গরমজলে ধুয়ে ফেলুন।


ঠোঁটকে সুন্দর রাখতে যা করবেন

মনে রাখবেন,,


1. ঠোঁটে ময়েশ্চারাইজ়ার লাগানো খুব দরকার।  লিপবাম, পেট্রোলিয়াম জেলি বা অলিভ অয়েল অবশ্যই ঠোঁটে লাগাবেন।


2. ঠোঁট এক্সফোলিয়েট করার পর তুলো দিয়ে মুছবেন না। তুলোর আঁশ ঠোঁটে জড়িয়ে যেতে পারে এবং তা বের করতে গিয়ে অনেক ক্ষেত্রেই ঠোঁটে টান লেগে ব্যথা লাগতে পারে। সুতির কাপড় ব্যাবহার করুণ ওই সময়।





ঠোঁটের যত্ন,,


নারকেল তেল, শিয়া বা কোকো বাটার আর প্রাকৃতিক মোম একসঙ্গে গরম করে গলিয়ে নিন। পুরোপুরি গলে তরল হয়ে গেলে আঁচ থেকে নামিয়ে তাতে রং আর এসেনশিয়াল অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ড্রপার দিয়ে সাবধানে একটা কাচের কৌটোয় ঢেলে নিন। তারপর ঠোঁটে লাগান ঠোঁট ফাটবে না।



প্রাকৃতিক লিপ বাম নিজেই বাড়ীতে তৈরি করে নিন –


পাত্রে মোম আর তেল নিয়ে কম আঁচে বসিয়ে গরম করে গলিয়ে নিন। মিশ্রণটা ধীরে ধীরে নাড়তে হবে। সম্পূর্ণ গলে গেলে আঁচ থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। এবার এসেনশিয়াল অয়েল যোগ করে ভালো করে মিশিয়ে নিন। পরিষ্কার পাত্রে মিশ্রণটা ঢেলে সম্পূর্ণ ঠান্ডা করে নিলেই আপনার লিপ বাম রেডি!


আপনি ১ টেবিল চামচ পরিমাণে কাঁচা দুধ নিন তারপর সামান্য পরিমাণ পরিষ্কার তুলা অথবা পুরনো কাপড় মুড়িয়ে নিন। অতঃপর ওই তুলা বা কাপড় দুধে এ ডুবান এবং আপনার ঠোঁটে সুন্দর ভাবে আলতো করে প্রলেপ দিতে থাকুন এভাবে প্রত্যেক দিন সকাল বিকাল করুন ১০ দিন পর দেখতে পারবেন আপনার ঠোট কালো থেকে গোলাপি রং ধারণ করছে।


Tags – Lip Care Tips Beauty Tips
Bristy

Leave a Comment

Recent Posts

Winter Jackets For Women: শীতের মেয়েদের স্টাইলিস্ট জেকেট

আজকের দিনে মিনিটে মিনিটে ফ্যাশন পাল্টায়। আপনিও নিশ্চয়ই ভাবছেন এবার শীতের ট্রেন্ড কি জেকেট চলছে?…

19 hours ago

Best Body Lotion: ত্বকের কোমলতা বজায় রাখতে সেরা ৩ বডি লোশন

ধীরে ধীরে শীত পড়ছে…শীতের কনকনেভাব থেকে ত্বককে বাঁচাতে ত্বকের চাই আর্দ্রতা ও পুষ্টি…এর জন্য এই…

2 days ago

Dark Skin Facial: কালো ত্বক ফর্সা করার ফেসিয়াল

দেখতে দেখতে নভেম্বর এলো চলে…গরম পেরিয়ে এলো শীত… এখন শুরু হবে বিয়ের মরশুম… এখন আবহাওয়ার…

4 days ago

Wrinkle: সামনেই বিয়ে? মুখের বলিরেখা দূর করার ৫ ঘরোয়া উপায়

অনেকের আছে যাদের বয়স না হতেই বয়স্ক লাগে , এই কারণের জন্য তারা নিজেরা দায়ী।…

5 days ago

Exfoliation For Face: ত্বকের ময়লা দুর হবে প্রাকৃতিক স্ক্রাবের সাহায্যে

Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন দূর করলে ত্বকে একটা আলাদাই সৌন্দর্য ফিরে…

5 days ago

Skin Care Routine For Men:ছেলেদের ত্বকের যত্নে যা করবেন

পুরুষরা নিজেদের কখনও যত্ন নেয় না… তাদের কাছে ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া…

5 days ago