তৈলাক্ত ত্বকে মেকাপ লং লাস্টিং করার উপায় – How To Make Makeup Long Lasting On Oily Skin

Spread the love

তৈলাক্ত ত্বকে মেকাপ লং লাস্টিং করার উপায় – How To Make Makeup Long Lasting On Oily Skin

মেয়েদের সবচেয়ে বড় সমস্যা  ত্বক নিয়ে। ত্বকের হাজার টা সমস্যা হয়েই থাকে প্রায়,,যেহতু গরমকাল চলছে এখন মেয়েদের সবচেয়ে বড় চিন্তা হচ্ছে মেকআপ নষ্ট হয়ে যাওয়া বা গলে যাওয়া। এই পুজোয় সুন্দর করে সেজে বেরোনোর পর যদি মেকাপ গলে যায় কেমন বিচ্ছিরি ব্যাপার হবে বলুন তো,, যাদের স্কিনটাইপ ন্যাচারালি অয়েলি তাদের দুশ্চিন্তার কথা আর নাইবা বললাম। যত গরমই হোক আর স্কিন যতোই তৈলাক্ত হোক কে না চায় নিজেকে সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন করতে?

আজকে গরমে মেকআপ লং লাস্টং করার পদ্ধতি নিয়ে কথা বলব ,, যেনো আপনারা পুজোর সময় নিশ্চিন্তে মেকাপ করে ঘুরতে পারেন।


 

মেকাপ ব্যবহার করার আগে বরফ কুচি দিয়ে চেহারা ধুয়ে নেওয়া এবং রকমারি প্রাইমার ব্যবহার করা সবচেয়ে বেশি পপুলার। বরফকুচি যা করে সেটা হচ্ছে ত্বকের যেসব পোর উন্মুক্ত বা খোলা থাকে সেগুলো বন্ধ করে এবং ত্বকে ব্যাক্টেরিয়ার সংক্রমণে ব্রণ, র‍্যাশ ইত্যাদি হওয়া থেকে রক্ষা করে।


 প্রাইমার ব্যবহার করলে ফাউন্ডেশনটা সুন্দরভাবে স্কিনে বসে যায় এবং পোরস ও অন্যান্য অসামঞ্জস্যতা কিছুটা ঢেকে দেয়। এক্ষেত্রে আমি মনে করি খুব ভালো প্রাইমার না থাকলে যেকোন ভালো ময়েশ্চরাইজার ব্যবহার করে নেওয়া। এটা প্রাইমারের মতোই কাজ করবে।

তাছাড়া গরম আবাহাওয়ায় উপযোগী এমন ফাউন্ডেশন সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ। ম্যাট ফাউন্ডেশনের ফর্মুলায় তেল জাতীয় উপাদান খুব কম থাকে তাই ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করলে ১০-১২ ঘণ্টা স্থায়ী হতে পারে।


ত্বক তৈলাক্ত হলে এই টিপস্ ফলো করুন, মেকআপ দীর্ঘস্থায়ী হবে




 তৈলাক্ত ত্বকের জন্য বেস্ট পছন্দের পাঁচটি ফাউন্ডেশন হলো – 

১। Rimmel London Stay Matte Liquid Mousse Foundation

এই ফাউন্ডেশন্টা ওজনে খুবই হালকা হলেও এর কভারেজ অসাধারণ। ফাউন্ডেশনটা এতোই কভারেজ দেয় যে অতিরিক্ত কন্সিলার ব্যবহার করার প্রয়োজন পড়ে না। এর লাস্টিং টাইম ন্যুনতম ১০-১২ ঘণ্টা।


অয়েলি স্কিনের মেকাপ


২। L’oreal Paris Magic Nude Liquid Powder Bare Skin Perfecting Makeup Foundation

ফাউন্ডেশনটা লিকুউড কিন্তু এটি একবার অ্যাপলাই করার পরে পাউডার ফিনিশিং পাওয়া যায়। ফাউন্ডেশন্টা ফুল কভারেজ হওয়া সত্বেও খুবই পাতলা। এর ফিনিশিং একেবারেই ন্যাচারাল। 

৩। Revlon Colorstay 24hours Foundation

ড্রাগস্টোর ফাউন্ডেশন গুলোর মধ্যে টপ লিস্টে সবসময় পাওয়া যায় এই ফাউন্ডেশনের নাম। এর সবচেয়ে বড় গুণ হচ্ছে এটি ফুল কভারেজ হলেও ব্যবহারের পর কখনো কেকি লাগেনা, জায়গা থেকে কখনো সরে যায়না বা মুছেও যায়না। স্পেশালি তৈলাক্ত ত্বকের জন্য তৈরি এই ফাউন্ডেশন। 


তৈলাক্ত ত্বকের মেকাপ

৪। Kat Von D Lock It Tattoo Foundation

হাই এন্ড বিউটি ওয়ার্ল্ডের পরিচিত নাম কেট ভন ডি। এই ফাউন্ডেশনটি হাইলি পিগমেন্টেড এবং এটা দিয়ে ট্যাটু পর্যন্ত ঢেকে ফেলা যায়। এই ফাউন্ডেশন্টা অনেকটা রিমেল stay matte এর মতোই। অতিরিক্ত কনসিলার বা পাউডারের প্রয়োজন পড়েনা। 


অয়েলি স্কিনের বেস্ট ৫ টি ফাউন্ডেশন

৫। Estee Lauder Double Wear Stay-In-Place Foundation

এই ফাউন্ডেশনটা বিউটি ওয়ার্ল্ডে বেশ আলোচিত ফাউন্ডেশনের একটি। Olive Oil ছাড়া এই ফাউন্ডেশন তোলা অসম্ভব। স্কিনের সাথে গ্লু এর মতো এটে যায়। গরমকালের জন্য ভাল। একবার এটা ব্যবহার করলে অন্য কোন ফাউন্ডেশন ব্যবহার করতে ইচ্ছেই করবেনা। 



তৈলাক্ত ত্বকে মেকাপ দীর্ঘস্থায়ী করুন, সহজ কিছু উপায়ে


কিভাবে ব্যাবহার করবেন


১) একটা ক্লেনজিং ব্রাশ দিয়ে ভাল করে মুখ পরিষ্কার করে নিন। 


২) এর পর ক্লেনজার দিয়ে মুখ ধুয়ে নিন। এক্সফোলিয়েটিং ক্লেনজার হলে খুব ভাল হয়। কারণ, এটি ক্লেনজিং ও স্ক্রাবিং দুটো কাজই একসঙ্গে করবে। 


তৈলাক্ত ত্বকের মেকআপ ঠিক রাখতে বাজারের সেরা ৫ টি ফাউন্ডেশন


৩) এবার আপনাকে ময়শ্চারাইজার লাগাতে হবে। বেছে নিন ওয়াটার বেসড ময়শ্চারাইজার। এটি লাগালে ত্বক বেশি তেলতেলে হবে না। ময়শ্চারাইজারে যদি এসপিএফ ১৫ সান প্রোটেকশন থাকলে ভাল হয়। 

৪) এবার অতিরিক্ত তেল ব্লটিং পেপার দিয়ে শুষে নিন। আপনি নিজেই জানেন, আপনার মুখের কোণ কোন জায়গায় বেশি তেল বেরোয়। সেই জায়গায় এই ব্লটিং পেপার চেপে ধরুন। 


মেকাপ লং লাস্টিং রাখার সহজ উপায়


৫) এবার আঙুলের ডগায় ফাউন্ডেশন নিয়ে ভাল করে মুখে মিশিয়ে দিন। 


৬) সব শেষে আপনাকে ব্যবহার করতে হবে ট্রান্সলুসেন্ট পাউডার। যাতে ফাউন্ডেশন আপনার মুখে দীর্ঘস্থায়ী হয়। সঙ্গে ব্লটিং বা টিস্যু পেপার ক্যারি করবেন ও বাড়তি তেল বেরলেই এগুলো দিয়ে শুষে নেবেন।  


Tags – Skin Care Beauty Tips Meckup Tips
Bristy

Leave a Comment
Share
Published by
Bristy

Recent Posts

Durga Puja Makeup: দূর্গা পূজার মেকাপ লুক

Durga Puja Makeup Tips: হাতে গোনা পুজো আর ১৭ দিন,,শহরে আনাচে কানাচে উৎসবের আমেজ তৈরি…

4 hours ago

Durga Puja Dates 2024: দূর্গা পূজা ২০২৪ বাংলা কত তারিখ? জানুন সন্ধিপূজার সময়সূচি

Durga Puja 2024 Date Time: হিন্দু ক্যালেন্ডার অনুসারে দুর্গাপূজা আশ্বিন মাসে পালন করা হয়। কখনও…

5 hours ago

Homemade Hair Mask For Hair Growth: চুলের ঘনত্বের জন্য হেয়ার মাস্ক

আজকাল কতো কিছু প্রোডাক্ট ইউজ করেও চুল পড়া বন্ধ করা যাচ্ছে না....চুলের সঠিক যত্ন ও…

17 hours ago

Facial Care Routine At Home:ফেসিয়াল করার পর ত্বকের যত্ন

Healthy Skin Tips For Face: সারা বছর ফেসিয়াল না করলেও পুজোর আগে সকলে আমরা ফেসিয়াল…

18 hours ago

Beauty Parlour Banner Design: বিউটি পার্লার ব্যানার ডিজাইন

আজকাল মেকাপে মেতেছে সারা দুনিয়ার মানুষ,, বাচ্চা থেকে বয়স্ক সকলের মধ্যেই একটি ক্রেজ লক্ষ্য করা…

21 hours ago

Durga Puja Saree: দুর্গা পূজার ৫ ট্রেন্ডিং শাড়ি

Bengali Durga Puja saree look: দেখতে দেখতে বছর গড়িয়ে চলে এলো দুর্গাপুজো….. সেপ্টেম্বরের মাঝ থেকেই…

21 hours ago