Categories: Blog

ত্বকে যে লক্ষণগুলি দেখলে বুঝবেন পাকস্থলীতে ক্যানসার হয়েছে – If You See The Symptoms On The skin, You Will Understand That There Is Cancer In The Stomach

Spread the love

ত্বকে যে লক্ষণগুলি দেখলে বুঝবেন পাকস্থলীতে ক্যানসার হয়েছে – If You See The Symptoms On The skin, You Will Understand That There Is Cancer In The Stomach

জেনেটিক কারণ আর তার পাশাপাশি অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে এই মারণ রোগ দেখা দেয়। 


পাকস্থলীতে ক্যানসারের (Stomach Cancer) সম্পর্কে বহু মানুষেরই বিশদে জানা থাকে না। তাই এর নানা লক্ষণ দেখা দিলেও সাধারণ অসুস্থতা মনে করে এড়িয়ে যান। 


ব্যাক্টেরিয়ামের কোনো কোনো বিশেষ টাইপের ক্ষেত্রে এই ঝুঁকি আরও অনেক বেশি। অন্যান্য কারণের মধ্যে ধূমপান, জেনেটিক কারণ অনেক গুরুত্বপূর্ণ। ১০% ক্ষেত্রে পরিবারে ক্যান্সার হওয়ার ইতিহাস থাকে। পাকস্থলী ক্যান্সারের অধিকাংশই গ্যাস্ট্রিক ক্যান্সার। এটাকে আবার কয়েক উপশ্রেণীতে ভাগ করা যায়। 


যেসব লক্ষণে বুঝবেন পাকস্থলীর ক্যান্সার, কী করবেন?



ধূমপান পরিহার ও ভূমধ্যসাগরীয় খাবার ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে। হেলিকোব্যাক্টার পাইলোরি এর চিকিৎসা করালে ভবিষ্যতে ক্যান্সারের ঝুঁকি কমে।

পাকস্থলীর ক্যান্সার কেন হয়, লক্ষণ

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পাকস্থলীতে ক্যানসার হয়েছে কিনা, তা বোঝার বেশ কিছু লক্ষণ রয়েছে। তবে, যদি এই রোগ দেখা দেয়, তাহলে আমাদের ত্বকে বেশ কিছু উপসর্গ দেখা দেয় (Skin Disease)। তাই ত্বকে কোনও সমস্যা দেখা দিলে, তা সাধারণ সমস্যা বলে এড়িয়ে গেলে চলবে না। নজর রাখতে হবে।

বিশেষজ্ঞদের মতে, পাকস্থলীতে ক্যানসার হলে ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে। চুলকানি হতে পারে। ত্বকে সারাক্ষণ জ্বালা করতে পারে।


ত্বক ফুলে যেতে পারে আচমকা।


ত্বকের রঙ আচমকা ফ্যাকাসে হয়ে যেতে পারে। 


ঘন ঘন জ্বর: এটা যে কোনও রোগের উপসর্গ। ক্যান্সার শরীরে জেঁকে বসলে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। এতে দেখা দেয় ঘন ঘন জ্বর ।  ঘন ঘন জ্বর ব্ল্যাড ক্যান্সার-এর লক্ষণ বুঝতে হবে।


দীর্ঘস্থায়ী কাশি: যদি দেখেন ওষুধ খাবার পরও কাশি সারছে না বা কাশির কারণে আপনার বুক, পিঠ বা কাঁধে ব্যথা করে, তবে চিকিৎসকের পরামর্শ নিন। সামান্য কাশি ভেবে একেবারেই ফেলে রাখবেন না।


 মল-মূত্রত্যাগের অভ্যাসে পরিবর্তন: যদি ঘন ঘন মল-মূত্রের বেগ অনুভব করেন, তবে এখানে ক্যান্সার নিয়ে ভাবনার যথেষ্ট কারণ রয়েছে। ঘন ঘন ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যও মলাশয়ের ক্যান্সারের লক্ষণ। 


 অকারণে রক্তক্ষরণ: যদি কাশির সময় রক্তক্ষরণ হয়, তবে এটা ক্যান্সারের একটা বড় লক্ষণ। এছাড়া জনিপথ বা মলদ্বার থেকে রক্তক্ষরণ-সহ এ ধরনের অন্যান্য অস্বাভাবিকতাও ক্যান্সারের উপসর্গ।

অল্প খেলে তৃপ্তি চলে আসে 

* রক্তস্বল্পতা দেখা দেয় 

* শরীরের ওজন কমে যায় 

* বমির সঙ্গে রক্ত কিংবা কালো পায়খানা হতে পারে

এ সমস্যাগুলো হলে অপারেশন করালেও রোগীর আয়ুকাল খুব বেশি বাড়ানো যায় না। 


সাধারণত চল্লিশোর্ধ্ব বয়সে এ ক্যান্সার বেশি হয়ে থাকে। নারীদের চেয়ে পুরুষরা বেশি আক্রান্ত হন। 

কেন পাকস্থলীতে ক্যান্সার হয়।

যে কারণে পাকস্থলীতে ক্যান্সার হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-

* প্রচুর মাদক গ্রহণ

* হেলিকোব্যাকটর পাইলোরি নামক এক প্রকার জীবাণুর আক্রমণ

* অত্যধিক লবণ আছে এমন খাবার গ্রহণ করা।

* সংরক্ষিত টিনজাত খাবার।


পাকস্থলীর ক্যানসারের অন্যান্য লক্ষণ-

১. পাকস্থলীতে ক্যানসারের ক্ষেত্রে ত্বকের সমস্যা ছাড়াও মাথা ঘোরা, বমিভাব দেখা দিতে পারে। বমির সঙ্গে রক্ত দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন।





২. বুকে জ্বালাভাব দেখা দিতে পারে।

৩. হজমের সমস্যা দেখা দিতে পারে। সবক্ষেত্রে হজমের সমস্যাকে সাধারণ বলে এড়িয়ে গেলে চলবে না। 

৪. রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে পারে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পাকস্থলীতে ক্যানসার দ্রুত দেখা দেয় না। এই রোগ একটু একটু করে শরীরে বাসা বাঁধে। পাকস্থলী ক্যানসার সম্পূর্ণভাবে দেখা দেওয়ার আগের একটা পর্যায় রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই উপসর্গগুলি অবহেলা করার ফলেই তা দ্রুত বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। উপসর্গগুলি যদি ২ থেকে ৩ সপ্তাহ টানা দেখা দিতে থাকে, তাহলে তা চিন্তার কারণ বৈকি।

খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি কমানোর উপায়

স্থূলতা বা ওজন বেশি হলে সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করুন। নিয়মিত ব্যায়াম করুন।

গরম পানীয় পান করার আগে একটু ঠাণ্ডা হতে দিন, যাতে সেটি খাদ্যনালীর ক্ষতি না করে।

মদপান, সিগারেট, বিড়ি, জর্দা, পান, গুল ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য এড়িয়ে চলুন।

বাইরের ফাস্টফুড বা অস্বাস্থ্যকর ভেজাল খাবার এড়িয়ে বাড়িতে বানানো স্বাস্থ্যকর খাবার বিশেষত শাক সবজি খাওয়ার চেষ্টা করুন।




Tags – Health Tips Health Care See The Symptoms On The skin, You Will Understand That There Is Cancer In The Stomach

Bristy

Leave a Comment

Recent Posts

Homemade Hair Mask For Hair Growth: চুলের ঘনত্বের জন্য হেয়ার মাস্ক

আজকাল কতো কিছু প্রোডাক্ট ইউজ করেও চুল পড়া বন্ধ করা যাচ্ছে না....চুলের সঠিক যত্ন ও…

8 hours ago

Facial Care Routine At Home:ফেসিয়াল করার পর ত্বকের যত্ন

Healthy Skin Tips For Face: সারা বছর ফেসিয়াল না করলেও পুজোর আগে সকলে আমরা ফেসিয়াল…

8 hours ago

Beauty Parlour Banner Design: বিউটি পার্লার ব্যানার ডিজাইন

আজকাল মেকাপে মেতেছে সারা দুনিয়ার মানুষ,, বাচ্চা থেকে বয়স্ক সকলের মধ্যেই একটি ক্রেজ লক্ষ্য করা…

11 hours ago

Durga Puja Saree: দুর্গা পূজার ৫ ট্রেন্ডিং শাড়ি

Bengali Durga Puja saree look: দেখতে দেখতে বছর গড়িয়ে চলে এলো দুর্গাপুজো….. সেপ্টেম্বরের মাঝ থেকেই…

12 hours ago

Hair Washing: চুল ধোয়ার সঠিক উপায়

মেয়েদের কাছে চুল হলো অমুল্য রত্ন ,, কিনতু আজকাল দূষণের কারনে, শারীরিক প্রবলেমের জন্য সকলের…

1 day ago

Gram Flour Benefits For Skin: ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়াবে বেসনের ফেসপ্যাক

এই ভ্যাপসা গরমে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফিকে পড়ে যায়…. কিনতু সামনেই তো পুজো এখন থেকেই…

1 day ago