Categories: Blog

পুজোতে ঘরে বসেই চুলকে স্ট্রেট-স্মুথ করুণ বিনা খরচে, রইল পদ্ধতি – Straight-Smooth Your Hair At Home In Pooja At No Cost, Here’s The Method

Spread the love

পুজোতে ঘরে বসেই চুলকে স্ট্রেট-স্মুথ করুণ বিনা খরচে, রইল পদ্ধতি – Straight-Smooth Your Hair At Home In Pooja At No Cost, Here’s The Method

কার্লি ফ্যাশানের যুগ চললেও এখনও অনেকেই স্ট্রেইট চুল এর ভক্ত আছেন ,, পুজোর আগে এখন রিবনডিং করার জন্য পার্লারে ছুটে যাচ্ছেন বা স্ট্রেইটনার দিয়ে চুল সোজা করছেন। এক ঘেয়েমি কোঁকড়া চুলের বাবরি দোলানো স্টাইল আপনার লুকটাকে বোরিং করে তুলছে। তাই যদি এমনটি হয় কোন রকম কেমিকেল বা হিট ছাড়াই আপনি পেয়ে যাচ্ছেন আপনার মনের মত হেয়ার স্টাইল তাহলে কেমন হয় বলুনতো? আজ দেখাবো পুজোর আগে বাড়িতে কিভাবে আপনি প্রাকৃতিকভাবে সোজা চুল পেতে পারেন


পার্লারের খরচ নেই, ঘরোয়া উপায়েই চুল স্ট্রেট-স্মুথ করা যায়, রইল পদ্ধতি


সাধারণত, মহিলারা তাদের চুল স্ট্রেট করার জন্য বিউটি পার্লারে যান। খরচও হয় প্রচুর! তার উপর রয়েছে রাসায়নিক পণ্যের প্রয়োগে চুলের ক্ষতির আশঙ্কা। চুল স্ট্রেট করা আমাদের মধ্যে ফ্যাশনের একটা অনন্য ধাপ। অনেকেই বহু টাকা খরচ করে থাকেন চুল স্ট্রেট করার জন্য। স্ট্রেট চুল সাম্প্রতিককালে নয়, শুরু থেকেই ফ্যাশনের ট্রেন্ডিং-এ রয়েছে। তাই এই আকর্ষনীয় লুক পেতে সকলেই চুলে কেমিক্যাল ব্যবহার না করাই ভাল। কেমিক্যাল কিছুক্ষণের জন্য খুব চমক দিলেও কয়েকদিন বাদেই চুলের খারাপ অবস্থা হয়ে যায়। চুল পড়া থেকে শুরু করে অন্যান্য নানা ধরনের উপসর্গ দেখা যায়। 

স্ট্রেট চুল সব ধরনের পোশাকের সঙ্গে মানায়। এটি একটি ট্র্যাডিশনাল লুকের সঙ্গে যতটা মানানসই, এটি ওয়েস্টার্ন পোশাকের সঙ্গেও যায়। সাধারণত, মহিলারা তাদের চুল স্ট্রেট করার জন্য বিউটি পার্লারে যান। কিন্তু রাসায়নিক পণ্যের পরিবর্তে, আপনি ভেষজ উপায়েও বাড়িতে স্ট্রেট চুল পেতে পারেন। এটি আপনার চুলে অতিরিক্ত রাসায়নিক এবং তাপ ব্যবহার রোধ করবে।


পুজোয় সুন্দর স্ট্রেট চুল চান? কেমিক্যাল নয়, বেছে নিন প্রাকৃতিক পদ্ধতি


চুলের কোঁকড়ানো ভাব কমানোর পদ্ধতি:

চুলের কোঁকড়ানো ভাব কমায়, প্রতিদিন কয়েকদিন চুলে গরম তেল লাগালে চুল স্ট্রেট হতে শুরু করে। গরম তেল চুলের খিঁচুনি নিয়ন্ত্রণ করতে এবং কার্ল স্ট্রেট করতে কাজ করে। নারকেল তেল, অলিভ অয়েল বা বাদাম তেলের যেকোনো একটি ব্যবহার করলে বেশি উপকার পাবেন। তিলের তেলও এতে আপনাকে অনেক সাহায্য করবে। এর জন্য তেল নিন এবং হালকা গরম করুন। এবার চুলে ১৫ থেকে ২০ মিনিট হালকা হাতে স্ক্যাল্প ম্যাসাজ করুন। প্রায় আধা ঘন্টা পর, একটি হালকা শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করুন এবং এটি শুধুমাত্র ভেজা চুলে আঁচড়ান।


মুলতানি মাটির পেস্ট:

মুলতানি মাটির পেস্ট লাগান। ডিমের সাদা অংশের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে নিন। এতে এক চামচ চালের আটা দিন। এতে সামান্য জল দিন এবং একটি ঘন পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি চুলে উপর থেকে নিচ পর্যন্ত লাগান। এর পরে এটি একটি মোটা দাঁতযুক্ত চিরুনি দিয়ে আঁচড়ান। এভাবে এক ঘণ্টা রেখে তারপর ধুয়ে ফেলুন। এরপর চুলে দুধ স্প্রে করুন। ১৫ মিনিটের জন্য রেখে দিন এবং তারপর ধুয়ে ফেলুন। 


নারকেলের দুধ এবং লেবুর রস:

একটি পাত্রে নারকেলের দুধ এবং লেবুর রস ভালো করে মিশিয়ে কয়েক ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। এবার মাস্ক হিসেবে চুলে লাগান। এটি প্রায় ১৫ থেকে ২০ মিনিটের জন্য ছেড়ে দিন। তারপর চুলে ভাপ দিন। এবার একটি ভালো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন ।


বেসন, মুলতানি মাটি এবং ভিনেগারের মিশ্রণ:

বেসন, মুলতানি মাটি এবং ভিনেগার নিন। এর জন্য, প্রায় ৪ টেবিল চামচ বেসন এবং সমান পরিমাণে মুলতানি মাটি নিন। এবার এতে আধা কাপ ভিনেগার দিন। এই তৈরি পেস্টটি চুলে ১০ থেকে ১৫ মিনিটের জন্য লাগিয়ে রাখুন এবং শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।


ক্যাস্টর অয়েল

ক্যাস্টর অয়েল এ আছে চুলের গ্রোথ আর চুল সোজা করার গুনাগুণ। এই তেল চুলের স্কাল্পে ভালো ভাবে ম্যাসাজ করুন, তারপর চিরুনি দিয়ে চুল বরাবর আঁচড়াতে থাকুন। যখন চুল আঁচড়াবেন তখন ব্লো ড্রাই করুন হাই হিটে। ব্লো ড্রাই করার পর চুলে যেন তেলতেলে ভাব না থাকে, চুল হতে হবে শুষ্ক। তারপর একটি ভেজা তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন আধা ঘণ্টা ধরে। 

অলিভ অয়েল আর ডিম

আমন্ড অয়েলের মতো ডিমেও প্রচুর জরুরি ভিটামিন, ফ্যাটি অ্যাসিড আর পুষ্টিকর উপাদান রয়েছে যা চুলে ভিতর থেকে পুষ্টি জোগায়। অন্যদিকে অলিভ অয়েলের রাসায়নিক গঠন অনেকটা আমাদের শরীরে তৈরি স্বাভাবিক তেলের মতোই।




তাই অলিভ অয়েল চুলের স্বাভাবিক আর্দ্রতা রক্ষা করে এবং শুষ্কভাব প্রতিহত করে। অলিভ অয়েলের সঙ্গে দুটো ডিম ভেঙে মিশিয়ে চুলে মেখে নিন। 20 মিনিট রেখে ধুয়ে ফেলুন।

TAGS:

HAIR CARE TIPS

HAIR CARE

BEAUTY TIPS

HOME REMEDIES

HAIR STRAIGHTENING

HAIR SMOOTHING

LIFESTYLE


Bristy

Leave a Comment

Recent Posts

Summer Dress For Women: গরমে মেয়েদের আউটিং এর ট্রেন্ডিং কিছু পোষাক

গরম পড়লেও মেয়েদের ঘুরতে যাওয়া থেকে কেউ আটকাতে পারে না,, বন্ধু কিংবা প্রিয় মানুষ এর…

5 hours ago

Ice Cube: গরমে ত্বকের যত্নে আইস কিউব কতোটা উপকারী

অনেকেই হয়তো জানেন না গরমে ত্বকের উজ্জ্বলতা ফিকে পড়ে যায়,, এই উজ্বলতা ফিরিয়ে আনতে আইস…

6 hours ago

Durga Puja Makeup: দূর্গা পূজার মেকাপ লুক

Durga Puja Makeup Tips: হাতে গোনা পুজো আর ১৭ দিন,,শহরে আনাচে কানাচে উৎসবের আমেজ তৈরি…

11 hours ago

Durga Puja Dates 2024: দূর্গা পূজা ২০২৪ বাংলা কত তারিখ? জানুন সন্ধিপূজার সময়সূচি

Durga Puja 2024 Date Time: হিন্দু ক্যালেন্ডার অনুসারে দুর্গাপূজা আশ্বিন মাসে পালন করা হয়। কখনও…

13 hours ago

Homemade Hair Mask For Hair Growth: চুলের ঘনত্বের জন্য হেয়ার মাস্ক

আজকাল কতো কিছু প্রোডাক্ট ইউজ করেও চুল পড়া বন্ধ করা যাচ্ছে না....চুলের সঠিক যত্ন ও…

1 day ago

Facial Care Routine At Home:ফেসিয়াল করার পর ত্বকের যত্ন

Healthy Skin Tips For Face: সারা বছর ফেসিয়াল না করলেও পুজোর আগে সকলে আমরা ফেসিয়াল…

1 day ago