প্রথমত একটা ছোটো সাইজের পাকা টমেটো মিক্সিতে পেস্ট করে নিন। এর সঙ্গে ১ টেবিল চামচ দই মুখে মিশিয়ে লাগান। দশ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
দুই টেবিল চামচ টমেটোর রসের সঙ্গে গোলাপ জল ভালো করে মেশান। মুখ ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে এই ফেসপ্যাক লাগিয়ে নিন। শুকিয়ে গেলে হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন।
ত্বকের জেল্লা হারিয়েছে? দেখুন কি করবেন
আমন্ড ও মুলতানি মাটি মিশিয়ে তৈরি করুন আমন্ডের ফেস প্যাক। এই ফেস প্যাক আপনার ত্বকের কোমলতাকে বজায় রাখবে। দাগছোপ ও দূর করবে।।
ত্বকের শীতলতা বজায় রাখতে ব্যবহার করতে পারেন মুলতানি মাটি ও পুদিনার ফেস প্যাক। এর জন্য পুদিনা পাতা বেটে নিয়ে মুলতানি মাটির সঙ্গে মিশিয়ে ত্বকের ওপর প্রয়োগ করুন। এর সঙ্গে এলোভেরা জেল মিক্সেড করুণ।।
আরোও পড়ুন,
পূজোর সময় অনেকের ত্বকে নানা সমস্যা দেখা দেয়, এটি দূর করতে মুলতানি মাটি মুখে ব্যবহার করুন!!
আজকের দিনে মিনিটে মিনিটে ফ্যাশন পাল্টায়। আপনিও নিশ্চয়ই ভাবছেন এবার শীতের ট্রেন্ড কি জেকেট চলছে?…
ধীরে ধীরে শীত পড়ছে…শীতের কনকনেভাব থেকে ত্বককে বাঁচাতে ত্বকের চাই আর্দ্রতা ও পুষ্টি…এর জন্য এই…
দেখতে দেখতে নভেম্বর এলো চলে…গরম পেরিয়ে এলো শীত… এখন শুরু হবে বিয়ের মরশুম… এখন আবহাওয়ার…
অনেকের আছে যাদের বয়স না হতেই বয়স্ক লাগে , এই কারণের জন্য তারা নিজেরা দায়ী।…
Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন দূর করলে ত্বকে একটা আলাদাই সৌন্দর্য ফিরে…
পুরুষরা নিজেদের কখনও যত্ন নেয় না… তাদের কাছে ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া…
Leave a Comment