Categories: Blog

পুজোয় কোন শাড়ির সাথে কোন রঙের লিপস্টিক পড়বেন দেখুন – See What Color Lipstick To Go With Which Saree In Pooja

Spread the love

পুজোয় কোন শাড়ির সাথে কোন রঙের লিপস্টিক পড়বেন দেখুন – See What Color Lipstick To Go With Which Saree In Pooja

শাড়ির সাথে ম্যাচিং লিপস্টিক

অনেক মেয়েদেরই প্রশ্ন থাকে যে আমরা কোন শাড়ির সাথে বা কোন পোশাকের সাথে কি রঙের লিপস্টিক পড়লে আমাদের লুকটা একদম আকর্ষণীয় হয়ে উঠবে,,আসলে এত কালারের লিপস্টিকের মধ্যে আমরা বুঝতেই পারি না যে আমাদের কোন পোশাকের সাথে কোন রঙের লিপস্টিক টা ভালো লাগে।।  সেটা নিয়েই আজকে আমাদের এই পোস্টটি,, আশা করছি আপনাদের কাজে আসবে ভালো লাগবে,,

কোন রং এর সাথে কোন রং মানায়

শুধু ফর্সাদেরই গোলাপি লিপস্টিক মানায়, বা কালোদের লাল লিপস্টিক মানায় না, এই ভুল ধারণাগুলো ভুলে যান।। আবার কাউকে কোনও রঙের লিপস্টিক লাগাতে দেখে নিজেও সেটা পরে ফ্যাশন ব্লান্ডারও করে ফেলেন অনেকেই । জানেন কি –  কোন লিপস্টিক কাকে মানাবে তা নির্ভর করে আমাদের ত্বকের আন্ডারটোনের উপর ।

 লাল রঙটা আভিজাত্য এনে দেয় সাজে, কিন্তু আপনাকে কতোটা মানাচ্ছে, আদৌ মানাচ্ছে কিনা সেসব ভেবেই ব্যবহার করুন।  হালকা রঙের পোশাকের সাথে চমৎকার মানিয়ে যায় গাঢ় লাল লিপস্টিক। চাপা সাদা, ঘিয়া, বাসন্তী, বাদামি, সোনালি, হালকা সবুজ বা কালো রঙের পোশাক হলে আপনি নিশ্চিন্তে লাল লিপস্টিক বেছে নিতে পারেন সাজের জন্য।।। শাড়ি হোক বা চুড়িদার।।


শ্যামলা মেয়েদের জন্য লিপস্টিক

খুব বেশি নকশাদার শাড়ি বা সালোয়ার-কামিজ পরলে লিপস্টিকে লাল রঙের কোন হালকা শেড বেছে নিন, টকটকে লালটা এড়িয়ে যান। পোশাকের ঘন কাজের জন্য সাজের গাঢ় রঙ ভালো নাও দেখাতে পারে।

মিষ্টি গোলাপি-

গোলাপি রঙটা সবসময়ই মিষ্টি একটা রঙ। প্রায় সবার কাছেই এই রঙের একটা লিপস্টিকের খোঁজ মিলবে। তবুও কেমন রঙের পোশাকের সাথে রঙটা মানাবে আর কোন পোশাকে এটা একদম মানাবে না, তা নিয়ে চিন্তায় থাকেন অনেকেই।






হলুদ, নীল বা সবুজ রঙের পোশাকের সাথে সবচেয়ে মানানসই একটা রঙ হলো এই গোলাপি রঙ। সাদা পোশাকের সাথেও গোলাপি লিপস্টিক আদর্শ। হালকা রঙের পোশাকের সাথে যখন গোলাপি লিপস্টিক ব্যবহার করছেন, তখন কালোর পরশে স্মোকি আই লুকটা মানিয়ে যাবে আপনাকে।

স্নিগ্ধ বাদামি-

বেশি সুবিধাজনক রঙগুলোর মাঝে অন্যতম রঙ এই বাদামি। প্রায় সব রঙের পোশাকের সাথে মানিয়ে যাবে বাদামি শেডের লিপস্টিক, বা আইশ্যাডোও। বাদামির যেকোন শেডে লিপস্টিক বেছে নিলে কালো বা ছাই রঙের শ্যাডো ব্যবহার করতে পারেন চোখে। মানিয়ে যাবে ভালো।



ডীপ বেরি টাইপের কালার একটু চাপা গায়ের রঙে দারুণ মানিয়ে যায় কিন্তু ফেয়ার স্কিনে বেশী ড্রামাটিক লাগতে পারে। শ্যামলা ত্বকে যেই শেডটা ন্যাচারাল ন্যুড দেখায়, ফর্সা ত্বকে তা ব্রাউন কালার বলে মনে হয়। আমরা অনেকেই জানি একই লিপস্টিক আলাদা আলাদা স্কিন টোনে বিভিন্ন রকম দেখায়। তাই স্কিনটোন ও লিপস্টিক মিলিয়ে নেয়াটা খুবই গুরুত্বপূর্ণ।।

স্কিনটোন নির্ণয় করবেন কীভাবে?

প্রথমেই নিজের ত্বকের আন্ডারটোনটা চিনে নিন। প্রাকৃতিক আলোতে হাতটা ওপরে তুলে ধরুন  আপনার শিরার রঙ যদি নীল অথবা বেগুনি হয় তাহলে আপনার স্কিন টোন কুল টাইপ। যদি সবুজ হয়, তবে আপনার স্কিন টোন ওয়ার্ম টাইপ। প্রাকৃতিক আলোতেও স্কিন টোন ভালো বোঝা যায়।

আমাদের ত্বকের ভিতরের স্তরের রং । ত্বকের উপরিভাগে যে আভা থাকে তা আসলে আমাদের ত্বকের ভিতরের স্তরের রং । আমাদের আন্ডারটোন যেমন হবে সেই অনুযায়ী নির্ভর করবে কোন রঙের লিপস্টিক আমাদের মানাবে । 

কোন রঙের পোশাক আপনাকে মানায় সেটাও জানিয়ে দেয় আমাদের আন্ডারটোন । যদি নীল বা বেগুনি রঙের পোশাক আপনাকে মানায় তহলে আপনার আন্ডারটোন কুল । একইভাবে যাদের লাল, হলুদ বা কমলা শেডের পোশাক মানায় তাদের আন্ডারটোন ওয়ার্ম ।

লালের বিভিন্ন শেড

লাল লিপস্টিক মেয়েদের  থাকবেই। ট্র্যাডিশনাল লুকে অথবা ইভিনিং পার্টিতে সবখানেই লাল লিপস্টিক মানিয়ে যায়। একটা গর্জিয়াস লুক দেয়।।লাল এমনই একটা রং যা উজ্জ্বল বর্ণের মেয়েরা যেমন ক্যারি করতে পারেন, তেমনি শ্যামলারাও পড়তে পারেন নির্দ্বিধায়। লালের মধ্যেও কিন্তু শেড আছে! 




স্কিনটোন অনুযায়ী লিপস্টিক বাছাইয়ের সম্পর্ক কী?

ফেয়ার টু মিডিয়াম স্কিনে অরেঞ্জ কালার সুন্দর ফুটে উঠলেও ট্যান বা শ্যামলা স্কিন কমপ্লেকশনে সেটা বেশি কটকটে মনে হবে।

ব্রাউনের সম্ভার

গরজিয়াস মেকওভারে, রাতের কোনো পার্টিতে কিংবা রেগ্যুলার গো-টু শেড হিসেবে অনেকেই ব্রাউন কালারের লিপস্টিক পছন্দ করেন। ন্যুড ব্রাউন, লাইট ব্রাউন এগুলো ফেয়ার স্কিনের সাথে খুব ভালো যায়। আর মভ, কফি ব্রাউন, ওয়ার্ম ব্রাউন এই শেডগুলো ওয়ার্ম আন্ডারটোনের জন্য বেস্ট। যারা মনে করেন শ্যামবর্ণ হলে বোধহয় বাদামি লিপস্টিকে মানাবে না, তারা চকোলেট ব্রাউন, ডীপ মভ এগুলো একবার ট্রাই করেই দেখুন।


নুড কালার লিপস্টিক

৪) ন্যুড কালার

ইদানিং ডিউয়ি মেকআপ লুক ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে, আর পারফেক্ট শেডের ন্যুড লিপস্টিক এই সাজকে দারুণভাবে ফুটিয়ে তোলে। রেগ্যুলার ইউজের জন্যও এই রংটা অনেকেই পছন্দ করেন। স্মোকি আইলুকের সাথে রোজি-পিঙ্ক ন্যুড, ন্যাচারাল ন্যুড, বেইজ এগুলো খুব ভালো চয়েস। মিডিয়াম টোনের স্কিনের জন্য ন্যুড ব্রাউন, কোরাল ন্যুড, কেরামেল ন্যুড এগুলো রেগ্যুলার ব্যবহারযোগ্য শেড। আর ফর্সা হলে লাইট, ট্যান, পীচ-ন্যুডের এই শেডগুলো খুব সহজেই ক্যারি করতে পারেন। 




মনে রাখবেন- 

১) অনেকেই হাতে লিপস্টিক সোয়াচ করে লিপস্টিক কিনে ফেলেন। কিন্তু জানেন কি হাতে আর মুখে স্কিন কালারের ডিফারেন্স থাকে। ঠোঁটে লাগিয়ে দেখে নিবেন রংটা মানাবে কি না। প্রায় সব বড় কসমেটিকস শপে টেস্টার পাবেন। ঠোঁটে লাগানোর পূর্বে টিস্যু পেপার দিয়ে লিপস্টিকটা অবশ্যই মুছে নিবেন।

২) ঠোঁটের মরা চামড়ার কারণে লিপস্টিক ঠিকমত বসে না, তাই লিপ স্ক্রাব করে নিতে ভুলবেন না। আর ত্বকে যেমন বেইজ মেকআপ করে নেন, ঠিক সেভাবে লিপস্টিক দেয়ার আগে ঠোঁটেও লিপ প্রাইমার, ফাউন্ডেশন দিয়ে নিবেন, এতে করে কালারটা ভালোভাবে ফুটবে। 

৩) যাদের স্কিন অয়েলি তারা যদি গ্লসি টাইপের লিপস্টিক ব্যবহার করেন তবে পুরো মুখেই একটা অয়েলি ভাব এসে যায়, তাই ম্যাট বা সেমি ম্যাট লিপস্টিক আপনার জন্য বেস্ট অপশন হবে। 

৪) জায়গা, সময়, বয়স, ওকেশন, পোশাক সবকিছু মিলিয়ে লিপস্টিক নির্বাচন করবেন। সব জায়গায় একি কালার পরে যাবেন না,, আপনার স্কিন টোনে যেটা ফুটবে সেটাই বেছে নিন। কালারের সঠিক শেডটা খুঁজে নিয়ে ক্যারি করতে পারলেই হালকা থেকে ডিপ সব কালারেই আপনাকে সুন্দর লাগবে।

Tags – Durga puja, Fashion Tips, Saree


Bristy

Leave a Comment

Recent Posts

Homemade Hair Mask For Hair Growth: চুলের ঘনত্বের জন্য হেয়ার মাস্ক

আজকাল কতো কিছু প্রোডাক্ট ইউজ করেও চুল পড়া বন্ধ করা যাচ্ছে না....চুলের সঠিক যত্ন ও…

7 hours ago

Facial Care Routine At Home:ফেসিয়াল করার পর ত্বকের যত্ন

Healthy Skin Tips For Face: সারা বছর ফেসিয়াল না করলেও পুজোর আগে সকলে আমরা ফেসিয়াল…

8 hours ago

Beauty Parlour Banner Design: বিউটি পার্লার ব্যানার ডিজাইন

আজকাল মেকাপে মেতেছে সারা দুনিয়ার মানুষ,, বাচ্চা থেকে বয়স্ক সকলের মধ্যেই একটি ক্রেজ লক্ষ্য করা…

11 hours ago

Durga Puja Saree: দুর্গা পূজার ৫ ট্রেন্ডিং শাড়ি

Bengali Durga Puja saree look: দেখতে দেখতে বছর গড়িয়ে চলে এলো দুর্গাপুজো….. সেপ্টেম্বরের মাঝ থেকেই…

11 hours ago

Hair Washing: চুল ধোয়ার সঠিক উপায়

মেয়েদের কাছে চুল হলো অমুল্য রত্ন ,, কিনতু আজকাল দূষণের কারনে, শারীরিক প্রবলেমের জন্য সকলের…

1 day ago

Gram Flour Benefits For Skin: ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়াবে বেসনের ফেসপ্যাক

এই ভ্যাপসা গরমে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফিকে পড়ে যায়…. কিনতু সামনেই তো পুজো এখন থেকেই…

1 day ago