চিনি স্বাদে যতই মিষ্টি হোক, স্বাস্থ্য সচেতন মানুষেরা এটি এড়িয়ে চলার চেষ্টা করেন। ডায়াবেটিস কিংবা স্থুলতার ভয়ে চিনি থেকে দূরে থাকেন অনেকেই। কিন্তু এই চিনি আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। রূপচর্চার ক্ষেত্রে চিনি বেশ সহায়ক।
ত্বকের কালো দাগ-ছোপ নিয়ে চিন্তিত থাকেন অনেকেই। সেসব দাগ দূর করার জন্য নানারকম প্রচেষ্টা থাকে আমাদের। এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে চিনি। চিনি হচ্ছে প্রাকৃতিক হিউমেকট্যান্ট। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
চিনি কেবলমাত্র একটি দারুণ স্ক্রাবিং উপাদানই নয়, এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও দুর্দান্ত কাজ করে। চিনি দিয়ে স্ক্রাব করার ফলে ত্বকের ময়লা, ডেড স্কিন দূর হয় এবং ত্বকের জেল্লা অনেক বাড়িয়ে তোলে।
ত্বকের যত্ন নিতে আমরা সব সময়ই প্রস্তুত। মনের মতো ত্বক পেতে প্রায় প্রত্যেক মহিলাই ফেসিয়াল, ফেস প্যাক, ফেস মাস্কের ব্যবহার করে থাকেন। ঘণ্টার পড় ঘণ্টা তাঁরা পার্লারে সময় কাটান। তবে সুন্দর ত্বক পেতে গেলে এগুলোর পাশাপাশি এক্সফোলিয়েশন বা স্ক্রাব করাও খুব গুরুত্বপূর্ণ। স্ক্রাব করলে ত্বকে লেগে থাকা ধুলো-ময়লা, ডেড স্কিন দূর হয় এবং ত্বক উজ্জ্বল হয়। তবে মার্কেটের কেমিক্যাল যুক্ত প্রোডাক্টের থেকে প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকের যত্ন নেওয়া তুলনামূলক বেশি স্বাস্থ্যকর।
এক্সফোলিয়েশন
ত্বকের স্ক্রাবার হিসেবে দারুন কাজ করে চিনি। বিভিন্ন কোম্পানির বডি স্ক্রাবে অন্যতম উপাদান হিসেবে চিনি ব্যবহার করা হয়। ত্বকের মৃত কোষ তুলে ত্বককে ঝকঝকে ও মোলায়েম করে তোলে চিনি। অলিভ অয়েল ও কয়েক ফোঁটা নারকেল তেলের সঙ্গে এক চামচ চিনি মিশিয়ে স্ক্রাব করুন অর্থাৎ মুখে ও সারা শরীরে আলতো হাতে ঘষুন। মৃত কোষ উঠে ঝলমলে হবে ত্বক।
চিনি দিয়ে খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন ফেস স্ক্রাব। এই স্ক্রাব ত্বকের উপরের মরা কোষকে দূর করে দেয়। সেই সঙ্গে ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে ত্বককে নরম করে তোলে।
*লেবু আর চিনির মিশ্রণ- ২ চামচ চিনি আর ১ চামচ লেবুর রস একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এবার তাতে দু ফোঁটা মধু মিশিয়ে দিন। এই মিশ্রণ মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিটের জন্য। শুকিয়ে গেলে তা ধুয়ে ফেলুন।
*হলুদ বাটা, চিনি, গোলাপ জল একসঙ্গে মিশিয়ে নিন। খুব পাতলা পেস্ট বানাবেন না। এই পেস্ট মুখে লাগিয়ে ১৫ মিনিট অন্তত রাখুন। তারপর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।
*টমেটোর রস বের করে নিন বা টমেটো গ্রেট করে নিন। এর মধ্যে লেবুর রস, চিনি, ২ চামচ টকদই মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ দিয়ে ভাল করে স্ক্রাব করে নিন। শুকিয়ে গেলে ইষদুষ্ণ জলে ভাল করে মুখ ধুয়ে নিন।
*চিনি আর বাদাম তেল একসঙ্গে মিশিয়ে নিন। এবার তা মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। শুকিয়ে গেলে ইষদুষ্ণ জল দিয়ে ধুয়ে নিন। রোজ এই ভাবে স্ক্রাব করতে পারলে লাগবে না ফেশিয়াল
ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে চিনি বেশ উপকারী। কয়েক ফোঁটা অলিভ অয়েল ও এক চামচ লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে লাগিয়ে রাখুন মুখে। মিনিট ১৫ পর ধুয়ে নিন মুখ। ধোয়ার সময় স্ক্রাব করেও নিতে পারেন।
স্ট্রেচ মার্ক
হঠাৎ করে অনেকটা ওজন কমলে বা বাড়লে ত্বকে স্ট্রেচ মার্ক পড়ে। প্রেগন্যান্সির পরেও পেটে এবং থাইয়ে এমন ফাটা ফাটা দাগ দেখা যায়। তেমন সমস্যা হলে কফি, চিনি, আমন্ড তেল ও মধু মিশিয়ে নিয়মিত মালিশ করুন। ধীরে ধীরে হালকা হবে স্ট্রেচ মার্ক।
Tags – Skin Care Skin Tips Beauty Tips
আজকের দিনে মিনিটে মিনিটে ফ্যাশন পাল্টায়। আপনিও নিশ্চয়ই ভাবছেন এবার শীতের ট্রেন্ড কি জেকেট চলছে?…
ধীরে ধীরে শীত পড়ছে…শীতের কনকনেভাব থেকে ত্বককে বাঁচাতে ত্বকের চাই আর্দ্রতা ও পুষ্টি…এর জন্য এই…
দেখতে দেখতে নভেম্বর এলো চলে…গরম পেরিয়ে এলো শীত… এখন শুরু হবে বিয়ের মরশুম… এখন আবহাওয়ার…
অনেকের আছে যাদের বয়স না হতেই বয়স্ক লাগে , এই কারণের জন্য তারা নিজেরা দায়ী।…
Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন দূর করলে ত্বকে একটা আলাদাই সৌন্দর্য ফিরে…
পুরুষরা নিজেদের কখনও যত্ন নেয় না… তাদের কাছে ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া…
Leave a Comment