পুজোর মধ্যে গরমের পারফেক্ট মেকআপ কেমন হবে জানতে চান – Want To Know What The Perfect Summer Makeup Looks Like During Puja

Spread the love

পুজোর মধ্যে গরমের পারফেক্ট মেকআপ কেমন হবে জানতে চান – Want To Know What The Perfect Summer Makeup Looks Like During Puja

পুজো তো এবার এক মাস আগেই পড়েছে,,, তাই এবার পুজোয় গরম গরম ই থাকবে,,, তাই মেয়েরা একটু চিন্তায় আছে যে এই শাড়ি লং ড্রেস পড়ে কি করে নিজেদের মেকআপ কে পারফেক্ট রাখবে, কারণ এই গরমের মধ্যে মেকআপ যদি একটু নড়চড় হয়ে যায় তাহলে কি দেখতে বিচ্ছিরি লাগবে বলুন তো,,


এই গরমে আপনার মেকআপও হওয়া চাই স্নিগ্ধ অথচ নজরকাড়া। প্রকৃতিতে যখন এত রং আছে, তখন দিনের বেলা গাঢ় রঙের বদলে হালকা রঙের পোশাক আর সেই সঙ্গে মানানসই মেকআপ, যা চড়া হবে না মোটেও, অথচ আপনার মুখ কে সুন্দর ভাবে ফুটিয়ে তুলবে , হালকা মেকআপেও কেমন করে অনন্যা হয়ে ওঠা যায়, 




গরমেও মেকআপ থাকবে পারফেক্ট ! রইল কিছু টিপস


দেখে নিন টিপস্ গুলি,,,,,

মুখের মেকআপ

যেহেতু গরম প্রতিদিনই একটু একটু গরম থাকবেই,, বিশেষ করে দিনের বেলা,, তাই মুখের মেকআপ করার সময় সচেতন থাকুন। কোনও ভারী ক্রিম বেসড ফাউন্ডেশন বাছবেন না, একটু গরমেই গলে  যাবে। বদলে বেছে নিন হালকা ওয়াটার-বেসড ফাউন্ডেশন। এটি অনেক হালকা, ত্বকের সঙ্গে ব্লেন্ডও হয়ে যায় চট করে। মুখ পরিষ্কার করে ময়েশ্চারাইজার লাগান,, সারা মুখে, গলায় আর কানে লাগিয়ে আঙুল দিয়ে আস্তে আস্তে ড্যাব করে করে মিশিয়ে দিন। মেকআপ স্পঞ্জ দিয়েও ব্লেন্ড করতে পারেন। সব চেয়ে ভালো হয় আপনি বেছে নিন আপনার ত্বকের রঙের সবচেয়ে কাছাকাছি ফাউন্ডশনের শেড। এরপর ট্রান্সলুসেন্ট পাউডার বা কমপ্যাক্ট দিয়ে সেট করে দিন। 



গরমের আদর্শ মেকআপ কেমন হবে জেনে নিন


গোলাপি ব্লাশঅনের ছোঁয়া আপনার ন্যাচারাল লুকে আনবে নতুন ডাইমেনশন। আর রাতের অনুষ্ঠানে গোলাপির বদলে ছুঁইয়ে নিন মেটালিক শেডের ব্লাশার। আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উটতে মুখের এটুকু মেকআপই যথেষ্ট!




পুজোর মধ্যে এভাবে হাল্কা মেকাপে সেজে উঠুন


নাকের উপর রুপোলি হাইলাইটারের ব্যবহারে মুখের ফিচারগুলোও ধারালো হয়ে উঠেছে। এ ক্ষেত্রেও আপনার ত্বকের রঙের উপর ভিত্তি করে বেছে নিন ব্লাশঅন। ব্রাউন, গোলাপির নানা শেডের ব্লাশঅন বাঙালি মেয়েদের ত্বকের জন্য আদর্শ।




গরমে হোক হাল্কা মেকাপ


চোখের মেকআপ

গরমে  নিজের চোখের মেকআপ হালকার উপরেই রাখুন,,  কপার শেডের আইশ্যাডোর সঙ্গে ব্রাউন আইশ্যাডো মিশিয়ে দারুণ সুন্দর একটা স্মোকি লুক তৈরি করুণ,,এই লুকটি পেতে হলে চোখের পাতায় মণির ঠিক উপরে কপার শেডের শ্যাডো আর চোখের ভিতরদিক থেকে বাইরের দিক বরাবর চোখের পাতার নরম অংশে গাঢ় বাদামি আইশ্যাডো লাগিয়ে আগে ভালো করে ব্লেন্ড করে দিতে হবে।



পুজোর মেকাপ


পুজোর সাজ


  কাজল লাগিয়ে অল্প স্মাজ করে নিন৷ নিচের পাতার ল্যাশলাইনেও ছোঁয়া থাক ব্রাউন শ্যাডোর৷ ভুরু ভালো করে ব্রাশ করে নেবেন।আপনার সামগ্রিক লুক তৈরিতে চোখের মেকআপ সবচেয়ে গুরুত্বপূর্ণ। নানারকম শ্যাডো, লাইনার আর কাজল দিয়ে চোখের মেকআপে এক্সপেরিমেন্ট করার সুযোগও অনেক বেশি। এর সঙ্গে হালকা গ্লিটারের ছোঁয়া চোখের ভাষায় এনে দেবে বাড়তি আবেদন। রাতের অনুষ্ঠানে চোখের মেকআপ নিয়ে আর একটু সাহসী হওয়ার ইচ্ছে হলে নিচের পাতায় বুলিয়ে নিন সাদা আইলাইনার৷ আর ট্রাডিশনাল থাকতে চাইলে তো স্মোকি আইজ়ের চিরন্তন আবেদন রয়েছেই! স্মোকি আইজ় সবরকম অনুষ্ঠানে, সবরকম মুখের সঙ্গে মানানসই। 


পুজোর পারফেক্ট মেকাপ


ঠোঁটের মেকআপ

পিঙ্ক ম্যাট লিপস্টিকে  অসামান্য হয়ে উঠতে পারেন। আপনিও গোলাপির বিভিন্ন শেড, কোরাল রেড, ব্রাউন, সবক’টি রংই নিশ্চিন্তে পরতে পারেন এই গরমে। মেকআপ যদি হয় ন্যাচারাল, তা হলে তার সঙ্গে সমান তালে সঙ্গত করতে অবশ্যই দরকার বোল্ড লিপকালার। যে রংগুলো কোনওদিনই আউট অফ ট্রেন্ড হয় না, লাল তার অন্যতম। শাড়ি হোক লং ড্রেস সব কিছুর সাথে হট রেড সেট লিপস্টিক মানিয়ে যায়।।


 

চুলের সাজ

বাদামি ঘেঁষা চুলে হালকা সোনালি হাইলাইট এবারের ট্রেন্ড।।। চুলের রঙের এই দুটি শেডই গরমের পক্ষে উপযোগী। আপনিও ভালো হেয়ার ড্রেসারের পরামর্শ নিয়ে মানানসই রঙে রাঙিয়ে নিন আপনার চুল।চুল তার…

ঘাড় বা কাঁধ পর্যন্ত ছাঁটা ছোট চুল আর বলিউড স্টারদের অনুকরণে পিঠ ছাপানো লম্বা লেয়ার্স, এই দুটি ট্রেন্ডই সমান জনপ্রিয় হবে এ বছর। 



পুজোর লুক




বাকি রইল শুধু পোশাক। সকলেই জানেন, হালকা রঙের পোশাক গরমে আরামদায়ক।



পুজোর হাল্কা সাজ


হালকা রঙের শাড়ি বা অন্য কোনো সুন্দর ড্রেস পড়তে পারেন,,,। পুজোয় রাতে যখন বেরোবেন তখন নাহয় একটু জমকালো সাজ দিতে পারেন।।।




Tags – পুজোর সাজ,, পুজোর টিপস্

Bristy

Leave a Comment
Share
Published by
Bristy

Recent Posts

Homemade Hair Mask For Hair Growth: চুলের ঘনত্বের জন্য হেয়ার মাস্ক

আজকাল কতো কিছু প্রোডাক্ট ইউজ করেও চুল পড়া বন্ধ করা যাচ্ছে না....চুলের সঠিক যত্ন ও…

11 hours ago

Facial Care Routine At Home:ফেসিয়াল করার পর ত্বকের যত্ন

Healthy Skin Tips For Face: সারা বছর ফেসিয়াল না করলেও পুজোর আগে সকলে আমরা ফেসিয়াল…

12 hours ago

Beauty Parlour Banner Design: বিউটি পার্লার ব্যানার ডিজাইন

আজকাল মেকাপে মেতেছে সারা দুনিয়ার মানুষ,, বাচ্চা থেকে বয়স্ক সকলের মধ্যেই একটি ক্রেজ লক্ষ্য করা…

15 hours ago

Durga Puja Saree: দুর্গা পূজার ৫ ট্রেন্ডিং শাড়ি

Bengali Durga Puja saree look: দেখতে দেখতে বছর গড়িয়ে চলে এলো দুর্গাপুজো….. সেপ্টেম্বরের মাঝ থেকেই…

15 hours ago

Hair Washing: চুল ধোয়ার সঠিক উপায়

মেয়েদের কাছে চুল হলো অমুল্য রত্ন ,, কিনতু আজকাল দূষণের কারনে, শারীরিক প্রবলেমের জন্য সকলের…

1 day ago

Gram Flour Benefits For Skin: ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়াবে বেসনের ফেসপ্যাক

এই ভ্যাপসা গরমে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফিকে পড়ে যায়…. কিনতু সামনেই তো পুজো এখন থেকেই…

2 days ago