পুজোর মেকাপ লং লাস্টিং রাখার উপায় – Ways To Keep Puja Makeup Long Lasting

Spread the love

পুজোর মেকাপ লং লাস্টিং রাখার উপায় – Ways To Keep Puja Makeup Long Lasting

রোদে ঘামে চোখের কাজল লেবড়ে, মেকাপ নষ্ট হয়ে যাওয়া,,, দুপুর গড়াতে না গড়াতেই ফাউন্ডেশনের ছিটেফোঁটাও আর বোঝা যাচ্ছে না, সব মিলিয়ে সে এক যাচ্ছেতাই ব্যাপার! এগুলো ভাবলেই বাপরে গায়ে কাটা দেয়,,কিন্তু পুজোতে থাকতে হবে টিপটপ। কোনো কথাই নেই,, সাজগোজ করতে সাধারণত মেয়েরা বেশ পছন্দও করেন। কিন্তু মেকআপ বেশি সময় ধরে রাখার জন্য কী কী করা উচিত, কী কী ব্যবহার করলে ১২ ঘণ্টা পরও মেকআপ থাকবে একদম পারফেক্ট, তার জন্য কিছু ট্রিকস রয়েছে,, সেটাই আজকে বলবো……

প্রিপারেশন 

প্রথমত আপনার ফেস মেকআপের জন্য তৈরি করে নিতে হবে। 


মেকআপ করার আগে অবশ্যই অবশ্যই আপনার চেহারা ভালোভাবে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে।


নরম তোয়ালে দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। 

আপনার ত্বক যদি তৈলাক্ত হয় সেক্ষেত্রে মেকআপের আগে ত্বকে আইস রাব করবেন।


আইস আপনার ত্বকে ডিরেক্ট এপ্লাই না করে একটি পাতলা কাপড়ে নিয়ে সেটা আলতো করে আপনার ত্বকে রাব করুন। 


তৈলাক্ত ত্বকে অতিরিক্ত তেল নিঃসরণ হয়ে সেবাম তৈরি হয় আর ত্বককে অক্সিডাইজ করে নষ্ট অওরে ফেলে।


যার ফলে মেকআপ ও খুব বাজে লাগে দেখতে। আইস রাব করলে পোরস মিনিমাইজ করে যা মেকআপ করলে তা খুব ফ্ললেস দেখায়। 

ফাউন্ডেশন ব্যবহার না করেও মেকআপ বেইজ

ন্যাচারাল বা লাইট ওয়েট মেকআপ বেইজের প্রথম শর্ত হল স্কিনটোনের সাথে ম্যাচ করে লাইট ওয়েট ফাউন্ডেশন ব্যবহার করা। কিন্তু গরমে অফিস, ভার্সিটি অথবা আউটিংয়ে যাওয়ার সময় ফাউন্ডেশন ব্যবহারের পরিবর্তে যদি ফেইস পাউডার অথবা প্রেসড পাউডার ব্যবহার করা যায়।



পুজোর মেক আপ নিয়ে চিন্তায়! জেনে নিন পুজোয় মেক আপ দীর্ঘস্থায়ী করার উপায়


বেইজ মেকআপের আগে স্কিন প্রিপেয়ারিং


ফেইস ওয়াশ বা ক্লেনজার দিয়ে ভালোভাবে মুখ ওয়াশ করে নিয়ে আইস কিউব (বরফ) দিয়ে পুরো ফেইসে একটু রাব করে নিতে হবে। সবচেয়ে ভালো হয় পাতলা কাপড়ে আইস কিউব নিয়ে তারপর ফেইসে রাব করলে, এতে করে ফেইসে হার্শনেস ফিল হবে না।


এখন বলি আইস কিউব কেন রাব করে নিব ফেইসে। গরমে অনেকেরই দেখা যায় স্কিন লাল হয়ে যায় বা সেনসিটিভিটির কারণে ইরিটেশন বা অন্যান্য প্রবলেম দেখা দেয়। ফেইসে আইস কিউব রাব করে নিলে রেডনেসের প্রবলেমটা হয় না। 


টোনার ও ময়েশ্চারাইজার ব্যবহার করুন- প্রথমে ত্বক পরিস্কার করে এক্সফোলিয়েট করুন। তারপর টোনার ব্যবহার করুন। তাতে ত্বক উজ্জ্বল মসৃণ দেখায়। এরপর ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না যেন। 


পুজোতে আপনার মেকাপ দীর্ঘ সময় ধরে যেভাবে ভালো রাখবেন


আবার,,,

প্রাইমার ব্যবহার করুন – ত্বকে ময়েশ্চারাইজ়ার লাগানোর পর সরাসরি ফাউন্ডেশন না লাগিয়ে প্রথমে প্রাইমার লাগান। একটি ভাল মানের প্রাইমার ত্বকের টোনকে সমান করে এবং যেকোনো অপূর্ণতা দূর করে। একটি দীর্ঘস্থায়ী মেকআপ লুক পেতে প্রাইমার প্রয়োগ করা হল মূল উপকরণ । 


গরমে লং লাস্টিং মেকআপের জন্য দারুণ কিছু হ্যাকস ও টিপস

ভাল ফাউন্ডেশন বেছে নিন- বাছাই করার কথা আসছে কারণ ফাউন্ডেশন লাগানোর আগে তার ধরনটা আপনাকে জেনে নিতে হবে। ফাউন্ডেশনের ধরন প্রাইমারের ধরনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়াটা জরুরি। প্রিমিয়াম এবং হালকা ওজনের তেল-মুক্ত ফাউন্ডেশন ব্যবহার করাই শ্রেয়উলটোটা হলে তেলে জলে যেমন মিশ খায় না, আপনার প্রাইমার আর ফাউন্ডেশনও মিশ খাবে না! হালকা প্রলেপে ফাউন্ডেশন লাগান।

ওয়াটারপ্রুফ আইলাইনার ও মাসকারা ব্যবহার করুন- ভালমানের ওয়াটারপ্রুফ আইলাইনার ও মাস্কারা ব্যবহার করলে চোখের মেকআপ দীর্ঘক্ষণ বজায় থাকে। 


ভাল কমপ্যাক্ট বা পাউডার ব্যবহার করুন- ফাউন্ডেশনকে দীর্ঘস্থায়ী করার জন্য এই কমপ্য়াক্ট বা পাউডার অত্যন্ত আবশ্যিক। এতে ত্বককে আরও সুন্দর দেখায়ষ পাশাপাশি ত্বকের টেক্সচার ও ধরন দখে কলসিলার শেড বেছে নিন। 


সেটিং স্প্রে দিয়ে সেট করুন- মেক-আপ প্রয়োগ করার পরে, এটি একটি মেকআপ সেটিং স্প্রে দিয়ে সেট করতে ভুলবেন না। সেটিং স্প্রে চূড়ান্ত টাচ-আপ হিসাবে কাজ করে এবং আপনার মেকআপকে যথাস্থানে রাখতে সাহায্য করে। 


মেকআপ ঠিক রাখুন এই সহজ উপায়ে সারাদিন




মেকাপ দীর্ঘস্থায়ী রাখতে যা করবেন


 আর দিনের বেলায় তো সানস্ক্রিন ইউজ করা মাস্ট। বেসিক স্কিন কেয়ার শেষে ত্বকের সুরক্ষার জন্য আপনার স্কিনের ধরন অনুযায়ী সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিন। লাইট ওয়েট, ম্যাট ফিনিশিং দেয় আর ত্বকের সাথে সুন্দরভাবে মিশে যায়, এমন সানস্ক্রিন গরমে ইউজের জন্য বেস্ট।

গরমে চোখের সাজ 

আই মেকআপ আপনার বিউটিকে অনেকটাই রিপ্রেজেন্ট করে। চোখের সাজের উপর অনেকক্ষেত্রেই পুরো মেকআপের আকর্ষণীয়তা নির্ভর করে। তবে গরমে চোখের সাজ যত সিম্পল রাখা যায় ততই ভালো। 





আইব্রো আর্ট করতে ব্রো পমেড বা আইব্রো জেল ইউজ করলে তা ছড়ায় না সহজে। তাই গরমে ঘামলেও সমস্যা হবে না।


চোখে কাজল দিলে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওয়াটারপ্রুফ ও সোয়েটপ্রুফ কাজল বেছে নিতে পারেন, কাজল দিয়ে জাস্ট চোখের নিচে একটু পাউডার ডাস্টিং করে নিলে দীর্ঘ সময় পর্যন্ত সেটা সেট থাকবে, ছড়িয়ে যাবে না।

লিপস্টিক ছড়িয়ে যাওয়া প্রতিরোধে করণীয় 

গরমে অনেকেরই দেখা যায় লিপস্টিক ছড়ায়ে যায়, ঠোঁটের চারপাশ ঘেমে লিপস্টিক আস্তে আস্তে উঠে আসে। তাহলে কীভাবে লিপস্টিক  লং টাইম পর্যন্ত ঠিক রাখা যায়? এটাই তো ভাবছেন, তাই না? কিছু হ্যাকস মেনে চললে কিন্তু গরমেও লিপস্টিক ঠিকঠাক ক্যারি করা যাবে।


১। সপ্তাহে ১-২ দিন মধু, চিনি আর লেমন জুস মিক্স করে নিয়ে লিপ স্ক্রাব করে নিতে হবে। এতে করে লিপ স্মুথ এবং সফট হবে। ফলে লিপস্টিক ঠোঁটে ঠিকমতো বসবে এবং ক্র্যাক হবে না।


লিপস্টিক দেয়ার পর ঠোঁটের উপর টিস্যু পেপার দিয়ে এর উপর পাউডার ব্রাশ দিয়ে হালকা করে একটু পাউডার পাফ করে নিলে লিপস্টিকের স্টিকি ভাবটা থাকে না, ম্যাট লুক দেয় এবং গরমে ঘেমে ছড়িয়ে যায় না।


সবশেষে মেকআপ ফিক্স করার জন্য সেটিং স্প্রে

যখন আমরা মেকআপ করে বাহিরে যাই, তখন ফেইস ঘেমে যা যা ফেইসে অ্যাপ্লাই করি সবকিছু কেমন যেন এদিক সেদিক হয়ে যায়! আর দেখতে আনইভেন লাগে। এজন্য সেটিং স্প্রে অথবা মেকআপ ফিক্সার পুরো ফেইসে স্প্রে করে নিলে ৫-৬ ঘণ্টা পর্যন্ত মেকআপ ফিক্স থাকে। 


Tags – মেকাপ টিপস্ ফ্যাশন টিপস্,, পুজোর মেকাপ,, সাজগোজ
Bristy

Leave a Comment
Share
Published by
Bristy

Recent Posts

Ice Cube: গরমে ত্বকের যত্নে আইস কিউব কতোটা উপকারী

অনেকেই হয়তো জানেন না গরমে ত্বকের উজ্জ্বলতা ফিকে পড়ে যায়,, এই উজ্বলতা ফিরিয়ে আনতে আইস…

18 mins ago

Durga Puja Makeup: দূর্গা পূজার মেকাপ লুক

Durga Puja Makeup Tips: হাতে গোনা পুজো আর ১৭ দিন,,শহরে আনাচে কানাচে উৎসবের আমেজ তৈরি…

6 hours ago

Durga Puja Dates 2024: দূর্গা পূজা ২০২৪ বাংলা কত তারিখ? জানুন সন্ধিপূজার সময়সূচি

Durga Puja 2024 Date Time: হিন্দু ক্যালেন্ডার অনুসারে দুর্গাপূজা আশ্বিন মাসে পালন করা হয়। কখনও…

7 hours ago

Homemade Hair Mask For Hair Growth: চুলের ঘনত্বের জন্য হেয়ার মাস্ক

আজকাল কতো কিছু প্রোডাক্ট ইউজ করেও চুল পড়া বন্ধ করা যাচ্ছে না....চুলের সঠিক যত্ন ও…

19 hours ago

Facial Care Routine At Home:ফেসিয়াল করার পর ত্বকের যত্ন

Healthy Skin Tips For Face: সারা বছর ফেসিয়াল না করলেও পুজোর আগে সকলে আমরা ফেসিয়াল…

20 hours ago

Beauty Parlour Banner Design: বিউটি পার্লার ব্যানার ডিজাইন

আজকাল মেকাপে মেতেছে সারা দুনিয়ার মানুষ,, বাচ্চা থেকে বয়স্ক সকলের মধ্যেই একটি ক্রেজ লক্ষ্য করা…

23 hours ago