Categories: Skin Care

বাজারের সেরা ৫ টি ময়শ্চারাইজার – 5 Best Moisturizers On The Market

Spread the love

বাজারের সেরা ৫ টি ময়শ্চারাইজার – 5 Best Moisturizers On The Market

কোন ধরনের ত্বকের জন্য কোনটি সেরা ময়শ্চারাইজারের

ত্বককে ভালো রাখতে হলে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে হবে।। এতে করে আপনার ত্বকের সমস্যাও দূর হবে।। কিন্তু বাজারের অসংখ্য ময়শ্চারাইজার এর মধ্যে আপনাকে সেরা মশ্চারাইজার ত্বকের জন্য বেছে নিতে হবে – এখন হয়তো আপনি ভাবছেন কি করে বুঝবেন বাজারের সেরা মশ্চারাইজার কোনটি তাহলে জেনে নিন আজকে আর্টিকেলটি আপনার জন্য,, কারণ আজকের আর্টিকেল থেকে আপনি জানতে পারবেন যে বাজারের সেরা ময়শ্চারাইজার কোনটি – 


১/ নিউট্রোজেনা হাইড্রো বুস্ট ময়শ্চারাইজার- 

এই আশ্চর্যজনক ময়েশ্চারাইজারটি আমাদের অতিরিক্ত শুষ্ক ত্বকের সমাধানগুলি সরাতে সহায়তা করে। এটি আমাদের ত্বককে দিনের পর দিন মসৃণ, কোমল এবং হাইড্রেটেড করে তোলে। এই ময়শ্চারাইজার আমাদের ত্বকের সাথে দ্রুত শোষিত হতে সহায়তা করে। এটি তৈরী হয়েছে জল, ডাইমেথিকোন, গ্লিসারিন, ডাইমেথিকোন/ভিনাইল ডাইমেথিকোন ক্রসস্পোলাইমার, পলিঅ্যাক্রিলামাইড, ফেনোক্সিয়েথানল, সিটেরিল অলিভেট, সরবিটান অলিভেট, সি১৩-১৪ আইসোপ্যারাফিন, ডাইমেথিকোন ক্রসস্পোলিমার, ক্লিয়ার, ক্যারিল, ক্লোম 7, C12-14 Pareth-12, Sodium Hydroxide, C1 42090 ইত্যাদী নিয়ে।

আরও পড়ুন,

তৈলাক্ত ত্বকে ময়শ্চারাইজার লাগানো উচিত কি জেনে নিন

যখন আপনার ত্বকের আর্দ্রতা দুর্বল হয়ে যায়, যখন আপনার ত্বকের জলের পরিমাণ কমে যায়, ত্বক শুষ্ক ও ক্লান্ত দেখায়। তখন এই ময়শ্চারাইজারটি আপনার ত্বকের জন্য সেরা কাজ করবে।। এটি আপনার ত্বকের হাইড্রেশন বাড়াবে, এবং আপনার ত্বকের আর্দ্রতা বাধার স্থিতিস্থাপকতাকে শক্তিশালী করতে সাহায্য করে। টাটকা জলের মতো টেক্সচার ত্বককে সমানভাবে হাইড্রেটেড রাখে একটি কোমল, শিশিরযুক্ত আভা যা সারাদিন ধরে থাকে।।

বাজারের সেরা ময়েশ্চারাইজার ক্রীম

নরমাল এবং শুষ্ক ত্বকের জন্য সেরা কিছু ময়েশ্চারাইজার

২/ Pond’s Super Light Gel Moisturiser – তেলতেলে ত্বকের মালকিনেরা ময়শ্চারাইজার মাখা বন্ধ করে দেন তারা ভাবে তাঁদের ত্বক আরও তেলতেলে করে দেবে। কিন্তু এর চেয়ে বড় ভুল আর কিছুই নেই! কারণ আর্দ্রতাত অভাবে ত্বক আরও ডেমেজ হয়ে যায়। তাই বেছে নিন পন্ড’স সুপার লাইট জেল ময়শ্চারাইজার/ Pond’s Super Light Gel Moisturiser -এর মতো হালকা তেলহীন ফরমুলা, যা ত্বকে সহজেই শুষে যায়। হ্যালুরনিক অ্যাসিড আর ভিটামিন সি সমৃদ্ধ এই জেল আপনার ত্বকে একটা নরম দীপ্ত এনে দেয় এবং 24 ঘণ্টা পর্যন্ত ত্বক আর্দ্র রাখে। সত্যিই বলতে আমি নিজেই এই ময়শ্চারাইজার টি ব্যাবহার করি।।

আরও পড়ুন,

ময়েশ্চারাইজার ক্রিম কোনটা সবচেয়ে ভালো

৩/ Lakmé Peach Milk Ultra Light Moisturiser – যাদের মিশ্র অর্থাৎ কম্বিনেশন ত্বক তারা ভাবে কি ময়শ্চারাইজার তাদের জন্য ভালো।। এই ব্যাপারে আমি বলবো সবটা ব্যালান্স করে ত্বককে আর্দ্র রাখতে বেছে নিন ল্যাকমে পিচ মিল্ক আলট্রা লাইট জেল/ Lakmé Peach Milk Ultra Light Gel. । হালকা এই জেল ত্বকে নিমেষে মিশে যায়, ত্বক সতেজ আর আর্দ্র থাকে দিনভর। এই ময়শ্চারাইজার একেবারেই চটচটে বা তেলতেলে নয়, বরং এতে রয়েছে দুধ, পিচ আর ভিটামিন বি3-এর পুষ্টি যা আপনার মুখে এনে দেয় তাজা ফলের সতেজতা।

ময়েশ্চারাইজার ব্যাবহারের নিয়ম

৪/ Simple Kind to Skin Replenishing Rich Moisturizer – যাদের ড্রাই অথবা সেনসিটিভ স্কিন, তাদের জন্য দরকার এমন একটি ময়েশ্চারাইজার যাতে আছে নারিশিং ইনগ্রেডিয়েন্টস। আপনার স্কিন যদি ড্রাই তাহলে আপনার জন্য পারফেক্ট ময়েশ্চারাইজারট হলো Simple Kind to Skin Replenishing Rich Moisturizer।

ভিটামিন বি-৫ সহ বিভিন্ন উপকারী উপাদান সমৃদ্ধ এই ময়েশ্চারাইজারটি স্কিনকে ভেতর থেকে কোমল রাখে 

এর ন্যাচারাল সেইফ ফর্মুলা সেনসিটিভ স্কিনেও স্যুট করে, যাদের স্কিন অতিরিক্ত ড্রাই হওয়ার কারণে খুব সহজেই রাফ হয়ে যায়, তাদের ক্ষেত্রে স্কিন রিপেয়ারের জন্য খুব ভালো একটি অপশন এটি।

 এটি হাইপোঅ্যালার্জেনিক, তাই সাধারণত স্কিনে ইরিটেশন বা অ্যালার্জিক রিয়েকশনের সম্ভাবনা থাকে না। এতেপারফিউম বা কোনো হার্শ ক্যামিকেল নেই।

মুখের ভালো ময়েশ্চারাইজার ক্রিমের নাম

৫/ Lilac Brightening Moisturiser – রিজনেবল প্রাইসে একটি ভালো মানের ময়েশ্চারাইজার যারা খুঁজছেন, তাদের জন্য Lilac Brightening Moisturiser একটি পারফেক্ট অপশন। এই ক্রিমের জেল টাইপ লাইট টেক্সচারটা আমার ত্বকে খুব হালকা মনে হয়েছে। এর সবচেয়ে ভালো দিক হচ্ছে হালকা টেক্সচারের হওয়া সত্ত্বেও খুব ভালোভাবেই স্কিনের ময়েশ্চারাইজেশন আর হাইড্রেশন ধরে রাখতে সাহায্য করেছে। প্রাকৃতিকভাবেই ত্বকে উজ্জ্বলতা এনে দেয় আর ত্বক সতেজ রাখে। এতে থাকা আলফা আরবুটিন একটি সেইফ ব্রাইটেনিং ইনগ্রেডিয়েন্ট হিসেবে স্কিনে কাজ করে।

বেস্ট ময়েশ্চারাইজার

 শুধুমাত্র ড্রাই স্কিন নয়, হালকা টেক্সচারের হওয়ায় অয়েলি টু কম্বিনেশন স্কিন, এমনকি সেনসিটিভ স্কিনের জন্যেও উপযোগী।যাদের স্কিনে পিগমেন্টেশন, সানবার্ন, মেছতা বা অন্য দাগ আছে; সেগুলো দূর করতে সাহায্য করে।



Tags – Skin Care, Skin Tips 


Bristy

Leave a Comment

Recent Posts

Homemade Hair Mask For Hair Growth: চুলের ঘনত্বের জন্য হেয়ার মাস্ক

আজকাল কতো কিছু প্রোডাক্ট ইউজ করেও চুল পড়া বন্ধ করা যাচ্ছে না....চুলের সঠিক যত্ন ও…

11 hours ago

Facial Care Routine At Home:ফেসিয়াল করার পর ত্বকের যত্ন

Healthy Skin Tips For Face: সারা বছর ফেসিয়াল না করলেও পুজোর আগে সকলে আমরা ফেসিয়াল…

12 hours ago

Beauty Parlour Banner Design: বিউটি পার্লার ব্যানার ডিজাইন

আজকাল মেকাপে মেতেছে সারা দুনিয়ার মানুষ,, বাচ্চা থেকে বয়স্ক সকলের মধ্যেই একটি ক্রেজ লক্ষ্য করা…

15 hours ago

Durga Puja Saree: দুর্গা পূজার ৫ ট্রেন্ডিং শাড়ি

Bengali Durga Puja saree look: দেখতে দেখতে বছর গড়িয়ে চলে এলো দুর্গাপুজো….. সেপ্টেম্বরের মাঝ থেকেই…

15 hours ago

Hair Washing: চুল ধোয়ার সঠিক উপায়

মেয়েদের কাছে চুল হলো অমুল্য রত্ন ,, কিনতু আজকাল দূষণের কারনে, শারীরিক প্রবলেমের জন্য সকলের…

1 day ago

Gram Flour Benefits For Skin: ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়াবে বেসনের ফেসপ্যাক

এই ভ্যাপসা গরমে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফিকে পড়ে যায়…. কিনতু সামনেই তো পুজো এখন থেকেই…

2 days ago