বাড়িতে ফুলের বাগান বা যে কোনও গাছ লাগানোর ইচ্ছা প্রায় সকলের মধ্যেই দেখা যায়। কিন্তু এমন কিছু গাছ আছে, যা বাড়িতে থাকলে তাঁর সঙ্গে বিশেষ কিছু গাছ লাগানো যায় না। এ বিষয়টি অনেকেরই অজানা।
১) ক্যাকটাস গাছ দেখতে খুব সুন্দর হয়। তাঁর ফলে অনেকেই বাড়িতে এই গাছ লাগান, তবে এটা জেনে রাখা প্রয়োজন যে, বাড়িতে যদি তুলসী গাছ থাকে, তা হলে ক্যাকটাস গাছ লাগানো যাবে না।
২) বাড়িতে যদি তাল গাছ থাকে, তা হলে একই সঙ্গে শাল গাছ লাগানো যাবে না। এর ফলে বাড়ির পরিবেশে সব সময় খারাপ থাকবে।
৩) বাড়িতে তেঁতুল ও তুলো গাছ লাগানো বাস্তুশাস্ত্র মতে একদমই ঠিক নয়। এই গাছ থাকলে বাড়িতে উন্নতি বাধা প্রাপ্ত হয়। অসাফল্য ধীরে ধীরে গ্রাস করতে থাকে।
৪) বাড়িতে বিশালাকৃতির কোনও গাছ রাখতে নেই এবং বাবলা গাছ বাড়িতে থাকলে খুব অশুভ বার্তা বয়ে আনে।
৫) বাড়িতে অনেকেই মানি প্ল্যান্ট রাখেন। তবে এই মানি প্ল্যান্ট যদি বাড়ির সঠিক কোণে না রাখা হয়, তা হলে অর্থ আগমনের বদলে তা অপচয় বেশি হয়।
বসতবাড়িতে বৃক্ষরোপণ বা বাগান করার বিষয়ে বাস্তুশাস্ত্রের বিধান ঠিক কি রকম হওয়া উচিত তারই হদিস দিচ্ছেন বাস্তুজ্যোতিষ বিশেষজ্ঞ কুমারী রুবাই।
পরিশুদ্ধ বায়ু আমাদের প্রাণ।
এই বায়ু পাওয়া যায় গাছপালা থেকে। পরিবেশ দূষণের প্রকোপ থেকে জীবজগতকে রক্ষা করার জন্যও নানাবিধ কারণে সর্বস্তরে বৃক্ষরোপণের উপযোগিতার কথা আরও ব্যাপকভাবে প্রচার হওয়া প্রয়োজন বলে আমার ব্যক্তিগত ভাবে মনে হয়।
আবার বাস্তুশাস্ত্র অনুসারেও বসতবাড়িতে গাছ লাগানো, ফুল-ফলের বাগান করা অত্যন্ত শুভ। তাই আমরা আলোচনা করব বসতবাড়িতে বৃক্ষরোপণ বা বাগান করার বিষয়ে বাস্তুশাস্ত্রের বিধান ঠিক কেমন হওয়া উচিত, সে সম্পর্কে কিছু টিপস নিয়ে।
বাস্তুশাস্ত্র মতে বাড়ির উঠোনে তুলসী গাছ থাকা অত্যন্ত কার্যকরী। তুলসির গন্ধবাহী বাতাস চারদিকের পরিবেশ দূষণমুক্ত রাখতে সাহায্য করে।
তুলসি গাছের গন্ধযুক্ত বাতাস সবার পক্ষেই অত্যন্ত উপকারী।
বাড়ির অভ্যন্তরে বা বাগানে শ্রীবৃদ্ধিকারক গাছগুলি হলো-বেল, সুপারি, নারকেল, জাম, কাঁঠাল, আম, ডালিম, কমলালেবু, লেবু, আমলকি, দেবদারু, বকুল, চাঁপা, সজনে প্রভৃতি।
বাড়ির পূর্বদিকে অশ্বত্থ গাছ থাকা, পশ্চিমে বটগাছ, উত্তরে ডুমুর গাছ থাকা বাস্তুশাস্ত্র অনুযায়ী অশুভ।
এছাড়া আরও কিছু নিয়ম-নীতি আছে যেগুলি ব্যবহার করলে শুধু আপনি একটি সুন্দর বাগানই পাবেন না, সঙ্গে পাবেন বাড়ির ও পরিবারের সুন্দর জীবন।
বাড়ির বাইরে যে সব গাছ অশুভ ফল দেয় তা হলো-
পূর্ব দিকে অশুভ গাছ-আম, অশ্বত্থ, জাম, কলা।
পশ্চিম দিকে অশুভ গাছ-আম, কলা, বট।
উত্তর দিকে অশুভ গাছ-ডুমুর, কলা।
দক্ষিণ দিকে অশুভ গাছ-আম।
দক্ষিণ-পূর্বদিকে অশুভ গাছ-বট, শিমুল, অশ্বত্থ, পাকুড়।
দক্ষিণ-পশ্চিমদিকে অশুভ গাছ-কদম।
উত্তর-পূর্বদিকে অশুভ গাছ-কলা।
Tags – Life Style Vastu Shastra
আজকের দিনে মিনিটে মিনিটে ফ্যাশন পাল্টায়। আপনিও নিশ্চয়ই ভাবছেন এবার শীতের ট্রেন্ড কি জেকেট চলছে?…
ধীরে ধীরে শীত পড়ছে…শীতের কনকনেভাব থেকে ত্বককে বাঁচাতে ত্বকের চাই আর্দ্রতা ও পুষ্টি…এর জন্য এই…
দেখতে দেখতে নভেম্বর এলো চলে…গরম পেরিয়ে এলো শীত… এখন শুরু হবে বিয়ের মরশুম… এখন আবহাওয়ার…
অনেকের আছে যাদের বয়স না হতেই বয়স্ক লাগে , এই কারণের জন্য তারা নিজেরা দায়ী।…
Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন দূর করলে ত্বকে একটা আলাদাই সৌন্দর্য ফিরে…
পুরুষরা নিজেদের কখনও যত্ন নেয় না… তাদের কাছে ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া…
Leave a Comment