Categories: Vastu Shastra

বাড়িতে কোন গাছের সঙ্গে কোন কোন গাছ লাগানো একদম উচিত নয় জানেন কি – Do You Know That You Should Not Plant Any Trees With Any Trees At Home

Spread the love

বাড়িতে কোন গাছের সঙ্গে কোন কোন গাছ লাগানো একদম উচিত নয় জানেন কি – Do You Know That You Should Not Plant Any Trees With Any Trees At Home


বাড়িতে ফুলের বাগান বা যে কোনও গাছ লাগানোর ইচ্ছা প্রায় সকলের মধ্যেই দেখা যায়। কিন্তু এমন কিছু গাছ আছে, যা বাড়িতে থাকলে তাঁর সঙ্গে বিশেষ কিছু গাছ লাগানো যায় না। এ বিষয়টি অনেকেরই অজানা। 



বাড়িতে কোন গাছের সঙ্গে কোন গাছ লাগানো উচিত নয় জানেন?



১) ক্যাকটাস গাছ দেখতে খুব সুন্দর হয়। তাঁর ফলে অনেকেই বাড়িতে এই গাছ লাগান, তবে এটা জেনে রাখা প্রয়োজন যে, বাড়িতে যদি তুলসী গাছ থাকে, তা হলে ক্যাকটাস গাছ লাগানো যাবে না। 

২) বাড়িতে যদি তাল গাছ থাকে, তা হলে একই সঙ্গে শাল গাছ লাগানো যাবে না। এর ফলে বাড়ির পরিবেশে সব সময় খারাপ থাকবে।


৩) বাড়িতে তেঁতুল ও তুলো গাছ লাগানো বাস্তুশাস্ত্র মতে একদমই ঠিক নয়। এই গাছ থাকলে বাড়িতে উন্নতি বাধা প্রাপ্ত হয়। অসাফল্য ধীরে ধীরে গ্রাস করতে থাকে।

৪) বাড়িতে বিশালাকৃতির কোনও গাছ রাখতে নেই এবং বাবলা গাছ বাড়িতে থাকলে খুব অশুভ বার্তা বয়ে আনে।

৫) বাড়িতে অনেকেই মানি প্ল্যান্ট রাখেন। তবে এই মানি প্ল্যান্ট যদি বাড়ির সঠিক কোণে না রাখা হয়, তা হলে অর্থ আগমনের বদলে তা অপচয় বেশি হয়। 


কি গাছের সঙ্গে কি গাছ লাগানো উচিৎ না

বসতবাড়িতে বৃক্ষরোপণ বা বাগান করার বিষয়ে বাস্তুশাস্ত্রের বিধান ঠিক কি রকম হওয়া উচিত তারই হদিস দিচ্ছেন বাস্তুজ্যোতিষ বিশেষজ্ঞ কুমারী রুবাই।


পরিশুদ্ধ বায়ু আমাদের প্রাণ।

এই বায়ু পাওয়া যায় গাছপালা থেকে। পরিবেশ দূষণের প্রকোপ থেকে জীবজগতকে রক্ষা করার জন্যও নানাবিধ কারণে সর্বস্তরে বৃক্ষরোপণের উপযোগিতার কথা আরও ব্যাপকভাবে প্রচার হওয়া প্রয়োজন বলে আমার ব্যক্তিগত ভাবে মনে হয়।


আবার বাস্তুশাস্ত্র অনুসারেও বসতবাড়িতে গাছ লাগানো, ফুল-ফলের বাগান করা অত্যন্ত শুভ। তাই আমরা আলোচনা করব বসতবাড়িতে বৃক্ষরোপণ বা বাগান করার বিষয়ে বাস্তুশাস্ত্রের বিধান ঠিক কেমন হওয়া উচিত, সে সম্পর্কে কিছু টিপস নিয়ে।

বাস্তুশাস্ত্র মতে বাড়ির উঠোনে তুলসী গাছ থাকা অত্যন্ত কার্যকরী। তুলসির গন্ধবাহী বাতাস চারদিকের পরিবেশ দূষণমুক্ত রাখতে সাহায্য করে।

তুলসি গাছের গন্ধযুক্ত বাতাস সবার পক্ষেই অত্যন্ত উপকারী। 

বাড়ির অভ্যন্তরে বা বাগানে শ্রীবৃদ্ধিকারক গাছগুলি হলো-বেল, সুপারি, নারকেল, জাম, কাঁঠাল, আম, ডালিম, কমলালেবু, লেবু, আমলকি, দেবদারু, বকুল, চাঁপা, সজনে প্রভৃতি।


বাড়ির পূর্বদিকে অশ্বত্থ গাছ থাকা, পশ্চিমে বটগাছ, উত্তরে ডুমুর গাছ থাকা বাস্তুশাস্ত্র অনুযায়ী অশুভ।


এছাড়া আরও কিছু নিয়ম-নীতি আছে যেগুলি ব্যবহার করলে শুধু আপনি একটি সুন্দর বাগানই পাবেন না, সঙ্গে পাবেন বাড়ির ও পরিবারের সুন্দর জীবন।

বাড়ির বাইরে যে সব গাছ অশুভ ফল দেয় তা হলো-

পূর্ব দিকে অশুভ গাছ-আম, অশ্বত্থ, জাম, কলা।


পশ্চিম দিকে অশুভ গাছ-আম, কলা, বট।


উত্তর দিকে অশুভ গাছ-ডুমুর, কলা।


দক্ষিণ দিকে অশুভ গাছ-আম।


দক্ষিণ-পূর্বদিকে অশুভ গাছ-বট, শিমুল, অশ্বত্থ, পাকুড়।


দক্ষিণ-পশ্চিমদিকে অশুভ গাছ-কদম।


উত্তর-পূর্বদিকে অশুভ গাছ-কলা।




Tags – Life Style Vastu Shastra


Bristy

Leave a Comment
Share
Published by
Bristy

Recent Posts

Hair Washing: চুল ধোয়ার সঠিক উপায়

মেয়েদের কাছে চুল হলো অমুল্য রত্ন ,, কিনতু আজকাল দূষণের কারনে, শারীরিক প্রবলেমের জন্য সকলের…

12 hours ago

Gram Flour Benefits For Skin: ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়াবে বেসনের ফেসপ্যাক

এই ভ্যাপসা গরমে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফিকে পড়ে যায়…. কিনতু সামনেই তো পুজো এখন থেকেই…

14 hours ago

Vitamin E Benefits Skin: পুজোর আগে ত্বক ও চুলের যত্ন নিন ভিটামিন ই সাহায্যে

ভিটামিন ই ত্বক ও চুলের যত্নে দারুণ কাজে আসে। শরীরের নানা উপকার করে। হাড়ের যত্ন…

14 hours ago

How To Keep Stomach Healthy: গরমে পেট সুস্থ্য ও পরিষ্কার উপায়

Stomach Care : শরীর সুস্থ্য রাখতে চাইলে পেট অবশ্যই পরিষ্কার রাখা খুব প্রয়োজন…. এটি শরীর…

22 hours ago

Skin Rashes Treatment: গরমে ফুসকুড়ি দূর করার উপায়

আজকাল বাচ্চা থেকে বয়স্ক সকলেরই ফুসকুড়ির সমস্যা হয়ে থাকে…. গরম থেকে হওয়া ফুসকুড়ি- ব্যথা ও…

1 day ago

Summer Skin Care: রোদে বেরোলেই ত্বক তেলতেলে করছে? রইল সমাধান

এই গরমে রোদে কাজের জন্যে বেরোতেই হয়…. আর এর জন্য মুখ তৈলাক্ত হয়ে যায় ভীষণ…

2 days ago