Categories: Life Style

বাড়িতে চন্দন গাছ আছে? জেনে নিন হাজার উপকারীতা – Have Sandalwood Tree At Home? Know Thousands Of Benefits

Spread the love

বাড়িতে চন্দন গাছ আছে? জেনে নিন হাজার উপকারীতা – Have Sandalwood Tree At Home? Know Thousands Of Benefits


নানা পুজোর সময়ে চন্দন কাঠ দরকার লাগে। এখন আবার চন্দন গোলার পরিশ্রম কমাতে অনেকেই চন্দনের গুঁড়ো কিনে নেন। সেই গুঁড়ো খুব উপকারী না হলেও চন্দন কাঠ শরীরের জন্য ভাল।


চন্দন গাছের ফুল বা পাতায় তেমন সুগন্ধ হয় না। সবচেয়ে বেশি মাত্রায় গন্ধ থাকে তার কাঠে। এই কাঠের নানা রকম ভেষজ গুণ রয়েছে। 


চন্দনকাঠের উপকারিতা

চন্দনের তেল কোন কোন সমস্যা কমাতে পারে? রইল তালিকা – 

চন্দনের তেল বাড়িতে ব্যবহার করলে তার সুগন্ধে ঘর ভরে যায়। এই সুগন্ধ স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এবং মানসিক চাপ কমায়।


• চন্দন কাঠের তেল বা রস রক্তক্ষরণ আটকাতে পারে। তা ছাড়া বিভিন্ন ধরনের জীবাণুর সংক্রমণও এটি কমাতে পারে। 


• শীতকালে অনেকের শ্বাসকষ্ট বাড়ে। দূষণের মাত্রা বেড়ে যাওয়ার ফলে এই সমস্যা হয়। বাড়িতে চন্দনের তেল থাকলে, পর্দায় কয়েক ফোঁটা দিয়ে দিতে পারেন। তাতে শ্বাসকষ্টের সমস্যা কমবে।


 চন্দনের গন্ধ নিয়মিত নাকে এলে মূত্রনালীর নানা ধরনের সমস্যাও কমে। শরীর থেকে দূষিত পদার্থও সহজে বেরিয়ে যায়। 

চন্দন গাছ বাড়িতে থাকলে যা হয়

চন্দনের ধর্মীয় গুরুত্ব


হিন্দু ধর্মে  চন্দনকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। পুজোর প্রতিটি শুভ কাজে চন্দন কাঠ, চন্দনের পেস্ট এবং চন্দনের সুগন্ধি ব্যবহার করা হয়। শিবলিঙ্গে চন্দন দিয়ে অভিষেক করার প্রথাও রয়েছে। সাদা চন্দন পেস্ট শ্রী হরি এবং তার অবতারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। । বৌদ্ধ ধর্মে চন্দন ব্যবহার করে ধ্যান করার প্রথা বলা হয়েছে। জ্যোতিষশাস্ত্রে, গ্রহের সমস্যা সমাধানের জন্যও চন্দন ব্যবহার করা হয়।


চন্দনের আয়ুর্বেদিক ও বৈজ্ঞানিক ব্যবহার


আয়ুর্বেদে চন্দন থেকে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হয়। কিছু বিশেষ পদার্থে চন্দনের গুঁড়ো মিশিয়ে ওষুধ তৈরি করা হয়| চন্দন তেল হৃদরোগ, চর্মরোগ এবং মানসিক রোগে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অ্যারোমাথেরাপি এবং পঞ্চকর্মেও চন্দন ব্যবহার করা হয়।



তিলক বা টিকা লাগাতে চন্দন কীভাবে ব্যবহার করলে উপকার হয়?


পাথরে চন্দন ঘষুন। প্রথমে অনামিকা দিয়ে টিকা লাগান। তারপর মাথা, গলা ও নাভিতে তিলক লাগান। দেবীর পুজোয় লাল চন্দন এবং দেবতাদের পুজোয় সাদা চন্দন ব্যবহার করুন।


প্রতিদিন সকালে স্নানের পর দ’ হাতের কব্জিতে লাগান। হৃদয়ের মাঝখানেও লাগান। প্রতিদিন পুজোর সময় হালকা চন্দন-সুগন্ধি ধূপকাঠি দিন।


রাহু-কেতুর দোষে চন্দন ব্যবহারে কী উপকার হবে?


এক টুকরো চন্দন নিন। এটি একটি নীল কাপড়ে রাখুন এবং এটি একটি লকেটের মতো ঝুলিয়ে রাখুন। শনিবার সন্ধ্যায় একটি লাল সুতোয় এটি গলায় পরুন।

সাদা চন্দনের গাছ থেকে পাতন ব্যবস্থায় তেল নিস্কাশন করে প্রসাধনী,ঔষধ ও দামী আতর শিল্পে ব্যবহার করা হয়। শ্বেতচন্দন আমাদের কাছে সুগন্ধি কাঠ হিসেবে পরিচিত হলেও চন্দন কাঠের নির্যাস সাবান, পাউডার, আতর, ক্রিম, দাত মাজার পেষ্ট তৈরিতে ব্যবহার করা হয়। আধুনিক ভেষজ শাস্ত্রে শ্বেতচন্দন বহু রোগের জন্য ব্যবহার করা হয়। 


TAGS:

SANDALWOOD

SANDALWOOD BENEFITS

SANDALWOOD SPIRITUAL BENEFITS

SANDALWOOD IMPORTANCE

IMPORTANCE OF SANDALWOOD

চন্দনের গুরুত্ব

চন্দন

Bristy

Leave a Comment

Recent Posts

Dark Skin Facial: কালো ত্বক ফর্সা করার ফেসিয়াল

দেখতে দেখতে নভেম্বর এলো চলে…গরম পেরিয়ে এলো শীত… এখন শুরু হবে বিয়ের মরশুম… এখন আবহাওয়ার…

1 day ago

Wrinkle: সামনেই বিয়ে? মুখের বলিরেখা দূর করার ৫ ঘরোয়া উপায়

অনেকের আছে যাদের বয়স না হতেই বয়স্ক লাগে , এই কারণের জন্য তারা নিজেরা দায়ী।…

2 days ago

Exfoliation For Face: ত্বকের ময়লা দুর হবে প্রাকৃতিক স্ক্রাবের সাহায্যে

Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন দূর করলে ত্বকে একটা আলাদাই সৌন্দর্য ফিরে…

2 days ago

Skin Care Routine For Men:ছেলেদের ত্বকের যত্নে যা করবেন

পুরুষরা নিজেদের কখনও যত্ন নেয় না… তাদের কাছে ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া…

3 days ago

বিয়ের মরশুমে ত্বকের উজ্জ্বলতা বাড়ান ৫ উপায়ে

বিয়ের দিনটা সকলের কাছেই স্বপ্নের দিনের মতো… এই দিনটিতে সব কনেই চান সকলের মাঝে আকর্ষণীয়…

4 days ago

Dark Circles Home Remedy: চোখের নিচের কালো দাগ দূর করার ৫ উপায়

চোখের নীচের কালো দাগ মুখের সৌন্দর্য্য নষ্ট করে দেয়…. অনেক কিছু ব্যবহার করেও ফল মিলছে…

4 days ago