বিয়ের দিনটা সকলের কাছেই স্বপ্নের দিনের মতো… এই দিনটিতে সব কনেই চান সকলের মাঝে আকর্ষণীয় হয়ে উঠতে। তার জন্য বিয়ের ২ মাস আগে থেকেই ত্বক ও শরীরের যত্ন নিতে হবে… অতিরিক্ত খরচ না করেও ঘরোয়া পদ্ধতিতেও ত্বকের জেল্লা বাড়ানো যায়। কি বিশ্বাস হচ্ছে না তো?? নিজেই দেখে নিন কিভাবে পদ্ধতি অবলম্বন করবেন —
✓✓ দিনে একটি সহজ স্কিনকেয়ার রুটিন মেনে চলুন। এর জন্য খুব বেশি স্কিন প্রোডাক্ট ব্যবহার করার প্রয়োজন নেই। ক্লিনজার, টোনার এবং ময়শ্চারাইজার ব্যবহার করুন দিনে অন্তত ৩ বার।
✓✓ সকালে ঘুম থেকে উঠে এবং রাতে শুতে যাওয়ার আগে এই ত্বকের আর্দ্রতা বজায় রাখুন। এর জন্য প্রথমেই আপনাকে ক্লিনজারের সাহায্যে মুখ ধুয়ে নিতে হবে। তারপর ময়শ্চারাইজার লাগিয়ে নিন।
✓✓ বিয়ের দিন এগিয়ে আসলে পার্লারে গিয়ে কিংবা বাড়িতেই ফ্রুট ফেসিয়াল করতে পারেন। এতে ত্বকের মৃত কোষ দূর হয়ে যাবে তার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা দেখা দিবে। ঘরে মুলতানি মাটি থাকলে তা ব্যবহার করে দেখতে পারেন। মুলতানি মাটির সঙ্গে কিছুটা দুধ আর মধু মিশিয়ে ফেশিয়াল করতে হবে।
✓✓ মরসুম বদলের সময়ে ত্বক শুষ্ক হয়ে যায়। ত্বকের উপর জমতে থাকে মৃত কোষ। এই সময়ে মুখের উপর সেই জমা কোষ পরিষ্কার করা জরুরি। সপ্তাহে অন্তত দু’বার মধু আর টক দই মিশিয়ে মাখুন। তার পর কিছু ক্ষণ মুখটা মালিশ করতে থাকুন।
✓✓ ঘরোয়া ফেসপ্যাকস্কিনকেয়ার রুটিন মেনে চলার পাশাপাশি আপনাকে প্রতি সপ্তাহে একবার হলেও ফেসপ্যাক ব্যবহার করতে হবে। এর জন্য আপনার প্রয়োজন ঘরোয়া ফেসপ্যাক।বেসন, দুধের রস ও হলুদ মিশিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করুন। ৮-১০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। উপকার পাবেন।
✓✓ রূপচর্চার ফল ভাল পাওয়ার জন্য খাওয়াদাওয়ার দিকেও বিশেষ নজর দিতে হবে। ভিটামিন ডি ও ভিটামিন সি-তে ভরপুর খাবার এই সময়ে খেতে হবে। টক দই, সব্জি, ফল মিলিয়ে মিশিয়ে রাখুন রোজের খাদ্যতালিকায়।
✓✓ শরীরের ভাল রাখতেই নয়, ত্বকের জেল্লা বাড়াতেও বেশি করে জল খেতে হবে। বিয়ের আগে মনে নানা ধরনের চিন্তা থাকে। অনেক দায়িত্বও থাকে। এর জন্য ঠিক ঠাক ঘুম হয় না,, এর ফলে ত্বকের ওপর বয়সের ছাপ পড়ে যায়,, এবং ডার্ক সার্কেল এর মতো সমস্যা দেখা দেয়,,। তাই ৭/৮ ঘন্টা রাতে ঘুমোতে হবে।
আরোও পড়ুন,
Dark Circles Home Remedy: চোখের নিচের কালো দাগ দূর করার ৫ উপায়
অনেকের আছে যাদের বয়স না হতেই বয়স্ক লাগে , এই কারণের জন্য তারা নিজেরা দায়ী।…
Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন দূর করলে ত্বকে একটা আলাদাই সৌন্দর্য ফিরে…
পুরুষরা নিজেদের কখনও যত্ন নেয় না… তাদের কাছে ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া…
চোখের নীচের কালো দাগ মুখের সৌন্দর্য্য নষ্ট করে দেয়…. অনেক কিছু ব্যবহার করেও ফল মিলছে…
काली पूजा के बीतने का मतलब है कि छठ पूजा आ रही है...चार दिवसीय छठ…
Skin Care: পুজোর দিন গুলোতে ত্বক ও শরীরের ওপর আমরা কম অত্যাচার করি না। নানা…
Leave a Comment