Categories: Skin Care

বেস্ট বডিলোশন ফর গ্লোয়িং স্কীন – Winter Best Body Lotion For Glowing Skin

Spread the love

বেস্ট বডিলোশন ফর গ্লোয়িং স্কীন – Winter Best Body Lotion For Glowing Skin


ফর্সা ত্বকের জন্য সেরা বডি লোশন

শীতকালে আমাদের জীবনে বডিলোশন কতোটা গুরুত্বপুর্ণ সেটা তো আমরা সবাই জানি।।বডিলোশন না ব্যবহার করলে ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যায় ,, আপনি সব দামেই ভাল বডি লোশন পাবেন। আপনার বাজেট অনুযায়ী বডি লোশন পছন্দ করুন। বেশি দামের লোশন ভাল হবে। কম দামের লোশন ভাল হবে না, এমনটা ভাবার কোনও কারণ নেই।

শীতের বডিলোশন

শীতকাল মানেই ত্বকের শুকিয়ে যাওয়া। খুব সাধারণ কারণ হল, এই সময়ে বাতাসে আর্দ্রতা এতটাই কমে যায় যে ত্বক থেকেও আর্দ্রতা কমতে থাকে। ত্বক রুক্ষ হয়ে যায় ও আরও অনেক সমস্যা দেখা যায়।

Best Body Lotion For Glowing Skin In Winter

শীতকালে ত্বকের বাড়তি যত্ন নেওয়া জরুরি কেন
শীতকালে (Winters) তাপমাত্রার পারদ নামার সঙ্গে-সঙ্গে কমতে থাকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও। আর সেই সঙ্গে শুষ্ক হতে শুরু করে প্রকৃতি, যার প্রভাব পড়ে ত্বকেও। ত্বকের সবচেয়ে বড় কাজ হল আমাদের শরীরের জলের পরিমাণ ঠিক রাখা। শীতকালে ত্বকে এই লিপিড কম তৈরি হয়। তাই ত্বক আরও শুষ্ক হয়ে যায়। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে যায় বলেই শীতকালে ত্বকের বাড়তি যত্নের প্রয়োজন। আর ঠিক এখানেই আমাদের সাহায্য করতে পারে বডি লোশন (Best Winter Body Lotions)। কারণ, এটি ত্বকের হারানো আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে।

আরও পড়ুন,

বডি লোশন ব্যবহারে নিয়ম

ফর্সা হওয়ার বডি লোশন

ময়শ্চারাইজার ব্যবহারের আগে কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন-


১) আপনার ত্বকের ধরন বুঝে নিন। শুষ্ক ত্বকের জন্য চাই এক্সট্রা ময়শ্চারাইজিং বডি লোশন আবার তৈলাক্ত ত্বকের প্রয়োজন হালকা বডি লোশন।


২) কেনার আগে প্রোডাক্টের উপাদানগুলি পড়ুন। প্যারাবেন এবং অ্যামোনিয়া ডেরিভেটিভ থাকলে সেই লোশন এড়িয়ে চলা উচিত। কারণ, এই উপাদানগুলি ত্বকের স্বাভাবিক আর্দ্রতায় আরও টান ফেলে।

Winter Skin Care For Glowing Skin

৩) কেনার আগে একটু বডি লোশন নিজের হাতের উপরে লাগিয়ে দেখুন। সেটি চট করে ত্বকে মিশে গেলে ভাল।


৪) আপনি সব দামেই ভাল বডি লোশন পাবেন। আপনার বাজেট অনুযায়ী বডি লোশন পছন্দ করুন।


স্নানের পরে এবং রাতে শুতে যাওয়ার আগে দু’বার অন্তত সারা শরীরে বডি লোশন লাগিয়ে মালিশ করুন। তাতে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা অনেকটাই ফিরে আসবে। এখানে রইল শুষ্ক ত্বকের অধিকারীদের (Winter Body Lotions For Dry Skin) জন্য সেরা বডি লোশন।।

আরও পড়ুন,


১| নিভিয়া নারিশিং লোশন বডি মিল্ক উইথ ডিপ ময়শ্চারাইজার সিরাম অ্যান্ড আমন্ড অয়েল (Nivea Nourishing Lotion Body Milk with Deep Moisture Serum and Almond Oil)
যাঁদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তাঁদের জন্য বাজেটের মধ্যে এই বডি লোশনটি খুব ভালো। একবার লাগালে ৪৮ ঘণ্টা প্রোটেকশন দেবে এটি,এতে আছে আমন্ড অয়েল এবং ডিপ ময়শ্চারাইজিং সিরামের সুরক্ষা, যা ত্বকের হারানো আর্দ্রতা ফিরিয়ে আনতে অনেকটাই সাহায্য করবে।



2। ভেসলিন ইনটেনসিভ কেয়ার ডিপ রেস্টোর বডি লোশন (Vaseline Intensive Care Deep Restore Body Lotion)

এটি শুষ্ক, রুক্ষ ত্বকে ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই লোশনটি শুষ্ক ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ফিরিয়ে আনতে সক্ষম। পিওর ওটস এক্সট্র্যাক্টসযুক্ত এই বডি লোশটি ত্বকে চট করে মিশে যায় এবং একটুও চ্যাটচ্যাট করে না।

what is the best body lotion for glowing skin

3| মামাআর্থ হিলিং ন্যাচারাল বডি লোশন উইথ আরগান অয়েল অ্যান্ড ম্যাকাডেমিয়া নাট (Mamaearth Healing Natural Body Lotion with Argan Oil & Macadamia Nut)


এই বডি লোশনটি ডার্মাটোলজিক্যালি টেস্টেড। এতে কোনও ক্ষতিকর কেমিক্যাল নেই। ২৪ ঘণ্টা আপনাকে সুরক্ষা জোগাতে সক্ষম এই বডি লোশনটির নন-গ্রিজি ফরমুলা ত্বকের গভীরে ঢুকে ময়শ্চার লক করে দেয়। ফলে ত্বক থাকে নরম, কোমল এবং ঝলমলে।

4। বায়োটিক বায়ো ক্রিমি কোকোনাট আলট্রা রিচ বডি লোশন (Biotique Bio Creamy Coconut Ultra Rich Body Lotion)


এই বডি লোশনটিতে আছে তুলসি পাতার নির্যাস, মুসুর ডালের গুণ, নারকেল তেল, মোরগা সিডস ও আরও নানা প্রাকৃতিক তেলের নির্যাস। যে-কোনও প্রাকৃতিক উপাদান দিয়ে আপনি যদি ত্বকের যত্ন নেন, তা হলে লাভ অনেক। ত্বক থাকবে উজ্জ্বল।

5। পন্ডস ট্রিপল ভিটামিন ময়শ্চারাইজিং বডি লোশন (Pond’s Triple Vitamin Moisturising Body Lotion)


যাঁদের ত্বক একটু বেশি মাত্রায় শুষ্ক, তাঁদের জন্য এই বডি লোশনটি আদর্শ, কারণ এটি ত্বকে তিনগুণ বেশি আর্দ্রতা জোগায়। ফলে ত্বক শুষ্ক হওয়ার সুযোগই পায় না। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধীরে-ধীরে ফিরে আসার সুযোগ পায়।।


Bristy

Leave a Comment

Recent Posts

Homemade Hair Mask For Hair Growth: চুলের ঘনত্বের জন্য হেয়ার মাস্ক

আজকাল কতো কিছু প্রোডাক্ট ইউজ করেও চুল পড়া বন্ধ করা যাচ্ছে না....চুলের সঠিক যত্ন ও…

8 hours ago

Facial Care Routine At Home:ফেসিয়াল করার পর ত্বকের যত্ন

Healthy Skin Tips For Face: সারা বছর ফেসিয়াল না করলেও পুজোর আগে সকলে আমরা ফেসিয়াল…

8 hours ago

Beauty Parlour Banner Design: বিউটি পার্লার ব্যানার ডিজাইন

আজকাল মেকাপে মেতেছে সারা দুনিয়ার মানুষ,, বাচ্চা থেকে বয়স্ক সকলের মধ্যেই একটি ক্রেজ লক্ষ্য করা…

11 hours ago

Durga Puja Saree: দুর্গা পূজার ৫ ট্রেন্ডিং শাড়ি

Bengali Durga Puja saree look: দেখতে দেখতে বছর গড়িয়ে চলে এলো দুর্গাপুজো….. সেপ্টেম্বরের মাঝ থেকেই…

12 hours ago

Hair Washing: চুল ধোয়ার সঠিক উপায়

মেয়েদের কাছে চুল হলো অমুল্য রত্ন ,, কিনতু আজকাল দূষণের কারনে, শারীরিক প্রবলেমের জন্য সকলের…

1 day ago

Gram Flour Benefits For Skin: ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়াবে বেসনের ফেসপ্যাক

এই ভ্যাপসা গরমে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফিকে পড়ে যায়…. কিনতু সামনেই তো পুজো এখন থেকেই…

1 day ago