চৈত্র সংক্রান্তিতে ‘ভাই ছাতু’ : চৈত্র সংক্রান্তির বিশেষ এক পার্বণ হলো‘ ভাই ছাতু’ উৎসব,, সব জায়গায় এই উৎসব না হলেও ওপার বাংলার মানুষদের কাছে এই উৎসব বিশেষ তাৎপর্যপূর্ণ। এই পার্বণকে ‘ভাই ছাতু’ উৎসবও বলা হয়ে থাকে। এই বিশেষ দিনে অনেক পরিবারে ভাইয়ের দাদাদের মঙ্গল কামনায় ঠিক ভাইফোঁটার মতই পালন করা হয় ‘ভাই ছাতু’ উৎসব।
যেমন কাল আমি আমার দাদাকে ভাই ছাতু দেবো, তাই আমার কাছে এই উৎসব টি খুব গুরুত্বপূর্ণ।।
ভাই ছাতুতে প্রধানত যবের, গমের ছাতুই ব্যবহৃত হয়। এইদিন সকালে স্নান সেরে প্রথমে ভাইয়ের কপালে চন্দনের তিলক কেটে দেন দিদি-বোনেরা। তারপর ৭ বার হাতে ছাতু দিতে হয়,, ছাতুর ধুলো উড়িয়ে একসঙ্গে বলে ওঠেন,
শত্রুর মুখে দিয়া ছাই,
ছাতু উড়াইয়া ঘরে যাই।
ভাইফোঁটার মতই এই উৎসবে ভাই-বোন একে অপরের হাতে উপহার তুলে দেন। এরপর সারাদিন চলে হৈ-হুল্লোড়। এদিন কিন্তু ভাইফোঁটার দিনের মত আমিষ খাবার খাওয়া একেবারে মানা। সবটাই হতে হবে নিরামিষ। দুপুর বা রাতে নিরামিষ পাতে বিশেষ করে জায়গা পায় কাঁচা আমের নানা পদ ও তেঁতোর পদ। ভাজা হয় ৪/৫ রকমের।।
এভাবেই চৈত্রের শেষ দিন থেকেই নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু হয়ে যায়। আজকাল খুব কম সংখ্যক পরিবারে এই ভাই ছাতুর উৎসব পালিত হয়ে থাকে। এই আকালের দিন কেটে গিয়ে বৈশাখের রোগমুক্ত বাতাসে ভালো থাকুক সব দাদা ভাইরা,,……… আমাদের ওয়েবসাইট এর পক্ষ থেকে সকলকে জানাই ভাই ছাতুর শুভেছা…..
ভাই ছাতুর শুভেছা ছবি………….
অনেকের আছে যাদের বয়স না হতেই বয়স্ক লাগে , এই কারণের জন্য তারা নিজেরা দায়ী।…
Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন দূর করলে ত্বকে একটা আলাদাই সৌন্দর্য ফিরে…
পুরুষরা নিজেদের কখনও যত্ন নেয় না… তাদের কাছে ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া…
বিয়ের দিনটা সকলের কাছেই স্বপ্নের দিনের মতো… এই দিনটিতে সব কনেই চান সকলের মাঝে আকর্ষণীয়…
চোখের নীচের কালো দাগ মুখের সৌন্দর্য্য নষ্ট করে দেয়…. অনেক কিছু ব্যবহার করেও ফল মিলছে…
काली पूजा के बीतने का मतलब है कि छठ पूजा आ रही है...चार दिवसीय छठ…
Leave a Comment