Categories: Blog

ভৃঙ্গরাজ তেল এর উপকারীতা – Benefits of Bhringraj Oil

Spread the love

ভৃঙ্গরাজ তেল এর উপকারীতা – Benefits of Bhringraj Oil


চুলের জন্য ভৃঙ্গরাজের উপকারিতা নিয়ে আপনাদের সবার জানা। সুন্দর চুল পেতে জাস্ট ব্যবহার করুন ভৃঙ্গরাজ তেল। ভৃঙ্গরাজ তেল স্ক্যাল্পের রক্তসঞ্চালন উন্নত করে। তার ফলে চুলের বৃদ্ধি তো ঘটেই। চুলের অকালপক্কতা নিয়ন্ত্রণ করে। এছাড়াও স্ক্যাল্পের অন্যান্য সমস্যা যেমন চুলকানি, খুশকি এসবও নিয়ন্ত্রণ করে। এক কোথায় হেলদি স্ক্যাল্প ও হেলদি চুল। 





ভৃঙ্গরাজ তেলের উপকারিতা


ভৃঙ্গরাজের পাতা থেকে তেল তৈরির জন্য যে কোন অপরিহার্য তেলের (নারকেল, জোজোবা, মিষ্টি বাদাম ইত্যাদি) মিশ্রিত করা হয়। এগুলি ক্যাপসুল বা পাউডার আকারেও পাওয়া যায়। ভৃঙ্গরাজ তেলের যে যে উপকারিতা রয়েছে তা দেখে নেওয়া যাক…


চুলের বৃদ্ধিতে- ভৃঙ্গরাজ তেলের নিয়মিত ব্যবহার চুলের ফলিকলের সংখ্যা বাড়াতে সাহায্য করে এবং চুল পড়া রোধ করতে সাহায্য করে। ভৃঙ্গরাজে প্রচুর পরিমাণে ভিটামিন ই মজুত থাকায় ফ্রি র‌্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে চুলের বৃদ্ধিতে দারুণ সাহায্য করে। চুলের বৃদ্ধিতে তেলের ব্যবহার ছাড়াও মাথার ত্বকের জ্বালাভাব দূর করতে সাহায্য করে। 


চুলের জন্য ভৃঙ্গরাজ তেলে রয়েছে হাজারো গুণ! কীভাবে তেল তৈরি করবেন, জেনে নিন

খুশকি কমায়- খুশকি থেকে মুক্তি পাওয়া সত্যিই ক্লান্তিকর। দীর্ঘ প্রক্রিয়ায় এই সমস্যা থেকে মুক্তি পাওয়া বেশ দুষ্কর। ভৃঙ্গরাজ তেল ব্যবহার করে এর অ্যান্টি-মাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্যের কারণে খুশকি প্রতিরোধ ও পরিত্রাণ পেতে সাহায্য করতে পারে। 

লিভারকে ডিটক্সিফাই করে- ভৃঙ্গরাজ পাতায় ডিটক্সিফিকেশন বৈশিষ্ট্য রয়েছে। এর পাতার রস আয়ুর্বেদিক ওষুধে লিভার টনিক হিসেবে ব্যবহৃত হয়। 


জ্বালাভাব কমায়- আগেই উল্লেখ করা হয়েছে, ভৃঙ্গরাজ-এর প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। যখন ত্বকে সাময়িকভাবে প্রয়োগ করা হয়, তখন এটি সোরিয়াসিস, ডার্মাটাইটিস এবং ব্রণের মতো ত্বকের প্রদাহের চিকিৎসায় সাহায্য করতে পারে।

দারুণ ঘুমের জন্য- ভৃঙ্গরাজ তেলের প্রশান্তিমূলক বৈশিষ্ট্য থাকায় অনিদ্রাজনিত রোগের জন্যে একেবারে মোক্ষম ওষুধ। 


ভৃঙ্গরাজ তেল কীভাবে ব্যবহার করবেন চুলের বৃদ্ধির জন্য

আলঝাইমার সম্পর্কিত স্মৃতিশক্তি হ্রাস করতে পারে- ভৃঙ্গরাজ কে অশ্বগন্ধার সঙ্গে মিশিয়ে ইঁদুরের মস্তিষ্কে অ্যালজাইমারে এর সঙ্গে মাইটোকন্ড্রিয়াল ক্রিয়াকলাপ বৃদ্ধি করে। 

ভৃঙ্গরাজ তেল গরম করে নিন। হালকা গরম তেল স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করুন। অন্তত আধঘণ্টা রেখে দিন। এর বেশী রাখতে পারলে আরও ভালো। তারপর মাইলড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ফেলুন। 


আমলকী ও ভৃঙ্গরাজ

চুল ভালো রাখতে স্পেশাল আমলা তেল এটা না করে, আমলকীকে ব্যবহার করুন ভৃঙ্গরাজের সাথে। 

উপকরণ


১চামচ আমলকী পাউডার ও ২চামচ ভৃঙ্গরাজ তেল।


পদ্ধতি


তেলের মধ্যে আমলকী পাউডার মেশান। এটা এবার কম আঁচে গরম করুন। ততক্ষণ গরম করুন, যতক্ষণ না পাউডারের রঙ পরিবর্তন হচ্ছে। পাউডার গাঢ় ব্রাউন রঙের হয়ে গেলে নামিয়ে নিন। তারপর তেল আলাদা জেয়গায় সংরক্ষণ করুন। এটা স্ক্যাল্পে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন। ১৫ মিনিট মত ম্যাসাজ করুন। তারপর একঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন। 


ক্যাস্টর অয়েল ও ভৃঙ্গরাজ

নতুন চুল গজাতে ক্যাস্টর অয়েলের থেকে ভালো উপাদান আর কিছু নেই। আর ভৃঙ্গরাজের সাথে ব্যবহার করলে তো কোন কথাই নেই।


উপকরণ


১চামচ ক্যাস্টর অয়েল ও ১চামচ ভৃঙ্গরাজ তেল।


পদ্ধতি


দুটি তেল একসাথে মিশিয়ে গরম করুন। তারপর হালকা গরম তেল স্ক্যাল্পে ম্যাসাজ করুন। ভালো করে ১৫ মিনিট ম্যাসাজ করুন। অন্তত একঘণ্টা রেখে দিন। তারপর মাইলড শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে ফেলুন। 

জবা ফুলের পাপড়ি নিন। তেলের মধ্যে পাপড়ি দিয়ে তেল গরম করুন। যতক্ষণ না পাপড়ি ও তেলের রঙ পরিবর্তন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত গরম করুন। রঙ পরিবর্তন হলে, মানে কালচে লাল হলে নামিয়ে নিন। একটু ঠাণ্ডা হলে পাপড়ি বাদ দিয়ে দিন। এবার এই তেলটা স্ক্যাল্পে ম্যাসাজ করুন। অন্তত একঘণ্টা রাখুন। 

নারকেল ও ভৃঙ্গরাজ তেল মিশিয়ে নিন। এটা গরম করুন। হালকা গরম এই তেল স্ক্যাল্পে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন। একঘণ্টা বা সারারাত রাখতে পারলে আরও ভালো। পরদিন সকালে মাইলড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে দুদিন মাখুন এই তেল।




Tags – Hair Tips Hair Care Benefits of Bhringraj Oil 

Bristy

Leave a Comment

Recent Posts

Winter Jackets For Women: শীতের মেয়েদের স্টাইলিস্ট জেকেট

আজকের দিনে মিনিটে মিনিটে ফ্যাশন পাল্টায়। আপনিও নিশ্চয়ই ভাবছেন এবার শীতের ট্রেন্ড কি জেকেট চলছে?…

19 hours ago

Best Body Lotion: ত্বকের কোমলতা বজায় রাখতে সেরা ৩ বডি লোশন

ধীরে ধীরে শীত পড়ছে…শীতের কনকনেভাব থেকে ত্বককে বাঁচাতে ত্বকের চাই আর্দ্রতা ও পুষ্টি…এর জন্য এই…

2 days ago

Dark Skin Facial: কালো ত্বক ফর্সা করার ফেসিয়াল

দেখতে দেখতে নভেম্বর এলো চলে…গরম পেরিয়ে এলো শীত… এখন শুরু হবে বিয়ের মরশুম… এখন আবহাওয়ার…

4 days ago

Wrinkle: সামনেই বিয়ে? মুখের বলিরেখা দূর করার ৫ ঘরোয়া উপায়

অনেকের আছে যাদের বয়স না হতেই বয়স্ক লাগে , এই কারণের জন্য তারা নিজেরা দায়ী।…

5 days ago

Exfoliation For Face: ত্বকের ময়লা দুর হবে প্রাকৃতিক স্ক্রাবের সাহায্যে

Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন দূর করলে ত্বকে একটা আলাদাই সৌন্দর্য ফিরে…

5 days ago

Skin Care Routine For Men:ছেলেদের ত্বকের যত্নে যা করবেন

পুরুষরা নিজেদের কখনও যত্ন নেয় না… তাদের কাছে ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া…

5 days ago