Spread the love


মর্নিং ওয়ার্ক করার সেরা ৯ টি উপকারিতা – Benefits Of Morning Walk In
Bengali

AVvXsEh7oVlJvxjbqcwpw1V0gA5-zTyEe-sfA-rzzno3AbCkhqggAsnL_752Zx6zmM4hen5HPD3AjbVzBgodVd_3y_5_1as42JGKa-xtvYYcsZb5_lS_9ny7Q6o5V_dLQxp4h2Ny48lxOqQLeEv_1TZZdD6MI5gLKjs-PfrPg515zSU2IYXz-onQI9ETPicK=w400-h280 মর্নিং ওয়ার্ক করার সেরা ৯ টি উপকারিতা - Benefits Of Morning Walk In Bengali

মর্নিং ওয়ার্ক করার সেরা ৯ টি উপকারিতা

মর্নিং ওয়ার্ক করবেন ভাবছেন?কিন্তু শরীরের আলসের কারণে করতে পারছেন না? তবে
জেনে নিন কি করা উচিত।
১/মর্নিং ওয়াক করলে শরীর ও মন দুটোই ভালো থাকে কাজকর্মে মন ভালো বসে। ঘুম থেকে
উঠে সকালে আধঘন্টা হাঁটলেও শরীরের নানান সমস্যা দূর হয়ে যায়। কিন্তু ভোরে ওঠা
অনেকের পক্ষে খুব কঠিন হয়ে ওঠে।
২/মর্নিং ওয়ার্ক করতে গেলে প্রথমে আপনাদের রাতে দেরি করে ঘুমানো বন্ধ
করতে হবে।কারণ রাতে আপনারা যত দেরি করে ঘুমাবেন সকালে আপনারা উঠতে পারবেন না।

মর্নিং ওয়াক এর উপকারিতা

৩/পরিকল্পনামাফিক চললে ভোরবেলা উঠে মর্নিং ওয়ার্ক করা খুব একটা কঠিন হয়ে
দাঁড়াবে না। একবার অভ্যেস হয়ে গেলে আপনাদের একাই সেই সময় অনুযায়ী ঘুম
ভেঙ্গে যাবে।
৪/আগের দিন রাত্রে বেলায় আপনারা যেসব পোশাক ও জুতো পড়ে মর্নিং ওয়ার্কে
বেরোবেন সেগুলি হাতের কাছেই রেখে দেবেন যাতে ভোরবেলা উঠে আপনাদের খোঁজাখুঁজি না
করতে হয়।

কেন প্রতিদিন অবশ্যই মর্নিং ওয়াক করা দরকার?


৫/হেডফোনে নিজেদের পছন্দমতো এনার্জি মত গান শুনে মর্নিং ওয়ার্ক করবেন, এতে
আপনাদের ক্লান্তভাব হবে না এবং অনেকটা পথ এগোতে পারবেন।

৬/কোনওদিন যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তাহলে হাঁটা বাদ দেওয়ার কথা ভাববেন
না। স্ট্রেচিং করে নিয়ে অন্তত কিছুক্ষণের জন্য হলেও হাঁটুন। না হলে অভ্যাস নষ্ট
হয়ে যাবে।
৭/রোজ একি রাস্তায় না গিয়ে মাঝে মাঝে রাস্তা পাল্টাবেন। এতে ভালো লাগবে।
৮/সাদা বা ফ্লুরোসেন্ট পোশাক পরে মর্নিং ওয়াক করতে পারেন। তাহলে রাস্তায় হাঁটার
সময় অন্ধকারে বা কুয়াশার মধ্যেও দূর থেকে গাড়ির চালক আপনাকে দেখতে পাবেন এবং
দুর্ঘটনার আশঙ্কা থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *