আমাদের মধ্যে অনেকেরই অজেনা, যে মেকআপের আগে শুধু ক্লিনজার দিয়ে মুখ পরিস্কার করলেই চলে না। সুন্দর চেহারা পেতে চাই সঠিক পদ্ধতি।।মেকআপের জন্যও ত্বককে আগে থেকে প্রস্তুত করা প্রয়োজন।ভাল প্রোডাক্টের মেকআপ প্রয়োগ করার আগে ত্বককে সুস্থ রাখতে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া দরকার। সেগুলি কি কি দেখে নিন –
ক্লিনজার: ঠান্ডা জল দিয়ে প্রথমে মুখ ধুয়ে নিন। ত্বকের টোনকে নরম ও কোমল করে তুলতে হালকা মাত্রার ক্লিনজার ব্যবহার করুন। এতে ত্বক থাকে সুস্থ ও আরও মসৃণ।
ত্বককে হাইড্রেটিং করার জন্য টোনার ব্যবহার করুন,, এরপর মুখে প্রচুর পরিমাণে হাইড্রেটিং সিরাম প্রয়োগ করুন । এটি আপনার ত্বককে পণ্যটি আরও ভালভাবে শোষণ করতে সহায়তা করবে। এরপর আপনার প্রিয় ময়েশ্চারাইজারটি অনুসরণ করুন। এখন আপনার প্রশ্ন যে – ময়েশ্চারাইজার এবং প্রাইমারের মধ্যে কতক্ষণ অপেক্ষা করতে হয়,, তাহলে শুনুন মেকআপ প্রাইমার প্রয়োগ করার আগে ময়শ্চারাইজ করার পরে অন্তত এক মিনিট অপেক্ষা করার পরামর্শ দেয়। দাগহীন মেকআপ অ্যাপ্লিকেশনের জন্য প্রাইমার অত্যন্ত কার্যকরী। ত্বকে যে কোনও রেখা বা দাগ থাকলে তা প্রাইমারের নিচে চলে যায়। ত্বক হয়ে ওঠে সুন্দর ও মসৃণ।
সঙ্গে রাখুন লিপ বাম
মুখের মতো ঠোঁটও শুষ্ক হয়ে যায়, তাই মুখে যেমন ময়শ্চারাইজ়ার মাখছেন তেমনি ঠোঁট আর্দ্র রাখার জন্য লিপস্টিক লাগানোর আগে অবশ্যই লিপ বাম বুলিয়ে নিন। লিপ বাম লাগানোর পর সঙ্গে সঙ্গে লিপস্টিক লাগাবেন না, মিনিট পাঁচেক সময় দিন।
এই সব ক’টি ধাপ ঠিকঠাক হলেই আপনি মেকআপ করা শুরু করতে পারবেন। এবং আপনার মেকআপের বেসও এতে খুব ভালো হবে। ত্বক রুক্ষ দেখাবে না! । ত্বক টানটান, সতেজ থাকলে তার উপর ফাউন্ডেশন, কনসিলার, মতো মেকআপ ভালোভাবে সেট হয়ে চেহারায় আসবে একটা সুন্দর গ্লো। এবং মেকাপ শেষে অবশ্যই মেকাপ সেটিং স্প্রে দিয়ে মেকাপ টিকে লক করে দিবেন।।
আরোও পড়ুন,
স্কিন কেয়ার রুটিনে প্রথমে কি যায় – What Comes First In A Skin Care Routine
Tags – Skin Care, Skin Tips
আজকের দিনে মিনিটে মিনিটে ফ্যাশন পাল্টায়। আপনিও নিশ্চয়ই ভাবছেন এবার শীতের ট্রেন্ড কি জেকেট চলছে?…
ধীরে ধীরে শীত পড়ছে…শীতের কনকনেভাব থেকে ত্বককে বাঁচাতে ত্বকের চাই আর্দ্রতা ও পুষ্টি…এর জন্য এই…
দেখতে দেখতে নভেম্বর এলো চলে…গরম পেরিয়ে এলো শীত… এখন শুরু হবে বিয়ের মরশুম… এখন আবহাওয়ার…
অনেকের আছে যাদের বয়স না হতেই বয়স্ক লাগে , এই কারণের জন্য তারা নিজেরা দায়ী।…
Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন দূর করলে ত্বকে একটা আলাদাই সৌন্দর্য ফিরে…
পুরুষরা নিজেদের কখনও যত্ন নেয় না… তাদের কাছে ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া…
Leave a Comment