সেরা ১০ টি DIY মেকআপ হ্যাক : সারা বছর ধরে আমরা খুব মেকাপ করি… কিনতু পুজো আসলে কিনতু আমাদের এক্সপেক্টশন দ্বিগুন বেড়ে যায়…খুব বেশি সাজগোজ না করলেও যেকোন উৎসবে মেয়েরা বেশ সাজতে পছন্দ করেন। শাড়ির সঙ্গে মানানসই গয়না, চুলের স্টাইল তো করলেন। তবে সমস্যা দেখা দেয় মেকআপের ক্ষেত্রে। অনেকের মেকআপ করলেই যেন ত্বকে রুক্ষ ভাব চলে আসে। কিংবা মেকাপ করলে ত্বকে যেনো ফুটে ওঠে না একেবারেই…..কী ভাবে মেকআপ করলে ত্বক উজ্জ্বল দেখাবে সে ব্যাপারে কিছু কৌশল জেনে রাখুন। যেমন-
প্রথমে পছন্দের স্ক্রাবার ব্যবহার করে মুখের মৃতকোষগুলি পরিষ্কার করে নিন, তার পর ভালো করে টোনার লাগান।
বরফ ঘষুন
মুখ ধোওয়ার সময় মুখের রোমছিদ্রগুলো প্রসারিত হয়ে যায়, টোনারের কাজ তা সঙ্কুচিত করে আগের অবস্থায় ফিরিয়ে আনা। টোনার হিসেবে বরফ ব্যবহার করুন। পাতলা পরিষ্কার কাপড়ে বরফ মুড়ে সারা মুখে আলতো করে বুলিয়ে নিন। মুখে বরফ ঘষার বেশ কিছু বাড়তি উপকারিতাও রয়েছে।
হাইড্রেটিং ক্রিম মাখুন
মেকআপ করার আগে মুখে ভালোভাবে ময়শ্চারাইজ়ার বা হাইড্রেটিং ক্রিম তো মাখতেই হবে। এমন ময়শ্চারাইজ়ার বা হাইড্রেটিং ক্রিম মাখুন যাতে ভিটামিন সি রয়েছে।
এ বার হাইলুরোনিক অ্যাসিডযুক্ত ফেস সিরাম ব্যবহার করুন। এতে ত্বকে স্বাভাবিক উজ্জ্বলতা আসবে।
সারা মুখে সেটিং স্প্রে ব্যবহার করুন। প্রাইমার লাগিয়ে নিন। ত্বকের রন্ধ্রগুলি ঢেকে রাখতে ও মেকআপ বেশি ক্ষণ স্থায়ী করতে সাহায্য করে।।
তার পর ত্বকের রঙের সঙ্গে মানানসই ক্রিম বেসড ফাউন্ডেশন ব্যবহার করুন।
সেটিংয়ের জন্য ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার করুন। এতে ত্বক উজ্জ্বল দেখায়। এর পর তরল কিংবা জেল হাইলাইটার ব্যবহার করুন।
চোখের মেকআপ সেরে লিপস্টিক পরে নিন। এ বার আবার সেটিং স্প্রে ব্যবহার করুন।
সঙ্গে রাখুন লিপ বাম
মুখের মতো ঠোঁটও শুষ্ক হয়ে যায়,
তাই মুখে যেমন ময়শ্চারাইজ়ার মাখছেন তেমনি ঠোঁট আর্দ্র রাখার জন্য লিপস্টিক লাগানোর আগে অবশ্যই লিপ বাম বুলিয়ে নিন। লিপ বাম লাগানোর পর সঙ্গে সঙ্গে লিপস্টিক লাগাবেন না, মিনিট পাঁচেক সময় দিন।
নিজেকে অন্যদের থেকে আলাদা দেখাতে ও সুন্দর দেখাতে মেকআপের টাচআপ অবশ্যই দরকার। তবে মেকআপ শুরু আগেও চাই সঠিক ত্বকের যত্ন। উপরের ধাপগুলো ফলো করুন কথা দিচ্ছি উজ্জ্বল ত্বক পাবেন।।
আরোও পড়ুন,
Tags – Makeup Tips, Skin Care Tips
আজকের দিনে মিনিটে মিনিটে ফ্যাশন পাল্টায়। আপনিও নিশ্চয়ই ভাবছেন এবার শীতের ট্রেন্ড কি জেকেট চলছে?…
ধীরে ধীরে শীত পড়ছে…শীতের কনকনেভাব থেকে ত্বককে বাঁচাতে ত্বকের চাই আর্দ্রতা ও পুষ্টি…এর জন্য এই…
দেখতে দেখতে নভেম্বর এলো চলে…গরম পেরিয়ে এলো শীত… এখন শুরু হবে বিয়ের মরশুম… এখন আবহাওয়ার…
অনেকের আছে যাদের বয়স না হতেই বয়স্ক লাগে , এই কারণের জন্য তারা নিজেরা দায়ী।…
Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন দূর করলে ত্বকে একটা আলাদাই সৌন্দর্য ফিরে…
পুরুষরা নিজেদের কখনও যত্ন নেয় না… তাদের কাছে ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া…
Leave a Comment