ডায়েটে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম এর অভাব ঘটলে আমাদের শরীরের ব্যাথা দেখা দেয়। শরীরে যেকোনো প্রদাহ দূর করতে বিভিন্ন মসলা উপকারী বিশেষ করে আদা, হলুদ, , রসুন জাতীয় মসলাগুলো জয়েন্ট বা পেশির জন্য অত্যন্ত কার্যকর।।।
এখন কার ছোটো বয়স থেকেই এই সমস্যার সম্মুখীন হতে হয়,,। শরীরে ব্যথা হওয়ার মুখ্য কারণের মধ্যে অন্যতম হচ্ছে ক্লান্তি। শরীর অত্যাধিক ক্লান্ত হলে আরও দুর্বল হয়ে পড়তে পারেন। ফলে শরীরে বিভিন্ন রোগ ও প্রদাহ বাড়তে পারে। এছাড়াও শরীরে জলের ঘাটতি থাকলেও গায়ে, হাত-পায়ে যন্ত্রণা হতে পারে। পর্যাপ্ত পরিমাণ জল না খেলে তার প্রভাব আমাদের শরীরেই পড়ে।
তবে শরীরে এরকম ব্যথা হলে কীভাবে মুক্তি পাবেন?
✓ শরীরে জলের ঘাটতি পূরণ করতে হবে,,দৈনন্দিন বিভিন্ন কাজে শরীর অনেক জল বেরিয়ে যায়। তাই শরীরে জলের ঘাটতি থাকলে তা আমাদের পেশির উপর বাড়তি চাপ সৃষ্টি করে। ফলে শুরু হয় শরীর ব্যাথা।।
✓ একটি ঠিকঠাক ডায়েট মেনে চলুন। যেখানে প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সবকিছু পর্যাপ্ত পরিমাণে থাকবে। ডায়েটে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম রাখতে হবে।
✓ আদা, হলুদ, দারুচিনি, রসুন জাতীয় মসলাগুলো জয়েন্ট বা পেশির জন্য অত্যন্ত কার্যকর। এসব মসলা খেলে সারবে শরীরের সব ধরনের ব্যথা।
✓ মানসিক চাপ, বিষণ্নতা, মনোযোগের ঘাটতি দেখা দেয়। তখন ও শুরু হয় শরীর ব্যাথা।।
✓ টাটকা ফল শাক সবজি খাবেন।।।সবুজ শাক সবজি ও ফল বেশি করে খেতে হবে যেমন চেরি ফল,আঙুর ইত্যাদি। চেরি ফলের জুস আথবা হালকা সেদ্ধ চেরি খেলে শারীরের যেকোনো ব্যথা দ্রুত দূর হয়। আঙুর ব্যাক পেইন ও পিঠের ব্যথা দূর করতে সক্ষম।।।
বিকেলের পর চা-কফি নয়। সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলুন। মানসিক চাপ এড়িয়ে চলুন। বেশিক্ষণ কোথাও বশে থাকবেন না।।।নিজে থেকে ব্যথানাশক খাবেন না, হিতে বিপরীত হতে পারে।।।
Tags – Life Style , Health Tips
আজকের দিনে মিনিটে মিনিটে ফ্যাশন পাল্টায়। আপনিও নিশ্চয়ই ভাবছেন এবার শীতের ট্রেন্ড কি জেকেট চলছে?…
ধীরে ধীরে শীত পড়ছে…শীতের কনকনেভাব থেকে ত্বককে বাঁচাতে ত্বকের চাই আর্দ্রতা ও পুষ্টি…এর জন্য এই…
দেখতে দেখতে নভেম্বর এলো চলে…গরম পেরিয়ে এলো শীত… এখন শুরু হবে বিয়ের মরশুম… এখন আবহাওয়ার…
অনেকের আছে যাদের বয়স না হতেই বয়স্ক লাগে , এই কারণের জন্য তারা নিজেরা দায়ী।…
Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন দূর করলে ত্বকে একটা আলাদাই সৌন্দর্য ফিরে…
পুরুষরা নিজেদের কখনও যত্ন নেয় না… তাদের কাছে ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া…
Leave a Comment