শীতে অবশ্যই বেইজড ফেসওয়াশ ব্যবহার করবেন।।
আর যাদের মুখে ব্রণ নাই, তারা যে কোনো একটি সফট ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। শীতকালে সেরাভি (Cerave) ফেসওয়াশ ব্যবহার ত্বকের জন্য খুবই ভালো। শীতকালে সাবান ব্যবহার করলে ত্বক আরো রুক্ষ হয়ে যায়,, কেমন যেন খসখসে ব্যাপার হয়ে যায়,, দেখতে বাজে লাগে…..
শীতকালে বেশি গরম জল দিয়ে স্নান করবেন না। স্নানের পর শরীর ভেজা থাকতেই একটু তেল মাখতে পারেন। অথবা যে কোনো একটি হাইড্রেটিং লোশন মাখতে পারেন।
সারা বছর যে ফেসওয়াশ ব্যবহার করেন, শীতকালেও একই ফেসওয়াশ ব্যবহার করেন। অর্থাৎ গরমকালে যে ফেসওয়াশ ব্যবহার করেছেন, শীতকালেও সেই ফেসওয়াশ ব্যবহার করেন। এই দয়া করে করবেন না. তাহলে ত্বকের আরো বারোটা বেজে যাবে।।
শীতকালের উপযোগী সেরা ময়শ্চারাইজিং ফেসওয়াশ কি সেটি আজকে জানাবো –
আপনার সুবিধের জন্য আমরা কিছু সেরা হাইড্রেটিং ফেসওয়াশের তালিকা দিয়ে দিচ্ছি যা শীতের জন্য আদর্শ! পড়তে থাকুন আর আজই সংগ্রহ করুন!
১। ল্যাকমে ব্লাশ অ্যান্ড গ্লো স্ট্রবেরি ক্রিম ফেসওয়াশ উইথ স্ট্রবেরি এক্সট্রাক্ট –
গরমের দিনে জেল-বেসড ফেসওয়াশ আদর্শ হলেও ঠান্ডায় চাই ক্রিম-বেসড পুষ্টিকর বিকল্প। তাই শীতের দিনে আমাদের পছন্দ ল্যাকমে ব্লাশ অ্যান্ড গ্লো স্ট্রবেরি ক্রিম ফেসওয়াশ উইথ স্ট্রবেরি এক্সট্রাক্ট/ Lakmé Blush & Glow Strawberry Creme Face Wash With Strawberry । ঘন স্ট্রবেরির নির্যাস, অ্যান্টিঅক্সিডান্ট এবং কোমল স্ক্রাবিং বিডসে সমৃদ্ধ এই ফেসওয়াশ , ত্বককে এনে দেয় স্ট্রবেরির উজ্জ্বলতা।।। আমি নিজেই এই ফেসওয়াশ ব্যবহার করি।।।। তাই আমার মতে এই ফেসওয়াশ শীতকালের জন্য বেস্ট।।।
আজকের দিনে মিনিটে মিনিটে ফ্যাশন পাল্টায়। আপনিও নিশ্চয়ই ভাবছেন এবার শীতের ট্রেন্ড কি জেকেট চলছে?…
ধীরে ধীরে শীত পড়ছে…শীতের কনকনেভাব থেকে ত্বককে বাঁচাতে ত্বকের চাই আর্দ্রতা ও পুষ্টি…এর জন্য এই…
দেখতে দেখতে নভেম্বর এলো চলে…গরম পেরিয়ে এলো শীত… এখন শুরু হবে বিয়ের মরশুম… এখন আবহাওয়ার…
অনেকের আছে যাদের বয়স না হতেই বয়স্ক লাগে , এই কারণের জন্য তারা নিজেরা দায়ী।…
Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন দূর করলে ত্বকে একটা আলাদাই সৌন্দর্য ফিরে…
পুরুষরা নিজেদের কখনও যত্ন নেয় না… তাদের কাছে ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া…
Leave a Comment