Categories: Life Style

সহবাসের পর তলপেটে ব্যাথা হয় কেনো – Why Pain In The Lower Abdomen After Intercourse

Spread the love

সহবাসের পর তলপেটে ব্যাথা হয় কেনো :Why Pain In The Lower Abdomen After Intercourse


যৌন মিলন সবারিই এক চাহিদার বিষয়,,  কিন্তু এখানে আপনার  সঙ্গীর অস্বস্তি হচ্ছে, পেইন হচ্ছে!! ব্যথা লাগছে সেটা কখনো ভেবেছেন কি? এক সমীক্ষার রিপোর্ট পেশ করে বলা হয়েছে, প্রায় ৪০ শতাংশ মহিলা যোনিপথে ইন্টারকোর্সের সময়ে ব্যথা পান।! 


মহিলাদের যৌনমিলনের সময়ে যে কারণগুলোর জন্য ব্যথা হয়, সেগুলো জানা থাকলে সমস্যার সমাধান হতে পারে সহজেই – 


সহবাসের পর যোনি জলে কেনো


ফোর প্লে সঠিক ভাবে করতে হবে

ফোরপ্লে ঠিক করে না করলে, সহজাতভাবে কখনোই একজন মহিলার ফ্লুইড সিক্রিশন হবে না। তাতে ভ্যাজাইনাল ওয়াল বা যোনির দেওয়াল শুকনো থাকবে, ঘর্ষণ বেশি হবে। ব্যথা করবে।


যদি মানসিকভাবে আপনি কাছাকাছি আসার জন্য প্রস্তুত না থাকেন, বা অতিরিক্ত স্ট্রেস বা টেনশনের শিকার হন, সেক্ষেত্রে কিন্তু সাবলীল মিলনের আশা না করাই ভালো। যদি ইন্টারকোর্সের আগে যৌনাঙ্গ যথাযথভাবে উত্তেজিত ও পিচ্ছিল না হয়, তা হলেও অস্বস্তি হতে পারে। আবার অনেকের যৌনাঙ্গ যৌন মিলনের জায়গা ছোটো হলেও পেইন হওয়ার সম্ভাবনা রয়েছে,,অনেকের আবার মিলনের পর ভ্যাজাইনা বা তার আশপাশের অঞ্চল, লাবিয়া, ইউটেরাস, পেলভিক রিজিয়ন, কোমর বা ব্লাডারে তীব্র ব্যথা হয়।


মেয়েদের তল পেট ব্যাথা কিসের লক্ষন


পিরিয়ডের সময় সহবাস করলে সহবাসের পর পেট ব্যাথা করে,, কারণ নারী মাসিক চক্রের বিভিন্ন পয়েন্টে বেশি স্পর্শকাতর হয়ে পড়ে। এসময় তাদের স্পর্শকাতর স্থানে পেনিসের অতিরিক্ত ধাক্কা বা চাপে অস্বস্তিকর অনুভূতি হতে পারে।’ আপনার পিরিয়ডের সময় সহবাস করলে এবং এরপর পেটে ব্যথা অনুভূত হলে এর সঙ্গে মাসিক চক্রের যোগসূত্র থাকার সম্ভাবনা বেশি।


জরায়ুতে ব্যাথা হয় কেনো


আবার সেক্স পজিশনের কারণে এমনটা হতে পারে, কিছু পজিশনে (যেমন- ডগি স্টাইল অথবা পুরুষের ওপর নারী) পেনিস স্বাভাবিকের চেয়ে গভীরে প্রবেশ করে এবং জরায়ুকে আঘাত করে বেশি। এতে অস্বস্তিকর অনুভূতি হয় ও মাংসপেশি সংকুচিত হয়ে পড়ে।’তখন ব্যাথা বেশি অনুভব হয়।।

মহিলাদের যোনিদেশ যেহেতু অনেকগুলো মাংসপেশি দ্বারা গঠিত, যদি পুরুষসঙ্গীর যৌনাঙ্গের আকার মহিলার জোনির তুলনায় অনেকটা বড় হয় সেক্ষেত্রে মিলনের (sex) সময়ে ব্যথা লাগতে পারে।


একদিনে দুবার/তিনবার মিলন করার পর কি হয় –


যাদের উত্তেজনার হার একটু বেশি তারা ২৪ঘণ্টার মধ্যে দুবার মিলিত হতে পারেন। অনেকে দিন তিনবার বা চার বার মিলিত হতে চান। একথা ঠিক যে যাদের লাইফে সেক্স সহজ ভাবে চলে তাদের জীবনে সমস্যা খানিকটা কম থাকে। কারণ, উত্তম সহবাস আমাদের হরমোনকে স্বাভাবিক ভাবে কাজ করতে দেয়, হ্যাপি হরমোন দুর্দান্ত ভাবে কাজ করে, প্রিয় মানুষের সাথে দিন শেষে শেক্স সত্যিই বেশ ভালো লাগে।। আর যদি সেই মানুষটিকে প্রথমবার এভাবে এতোটা কাছে পাওয়া যায়…..!!


সহবাসের পর ব্যাথা হলে কি করণীয়


অতিরিক্ত মিলন আপনার শরীরকে নিস্তেজ করে দিতে পারে। সারা শরীর ব্যাথা অনুভব হবে।।

সপ্তাহে কতবার সহবাস করা উচিৎ


আরও পড়ুন,

এক রাতে কতবার মিলন করা যায়


দুই বারের বেশি মিলনের ফলে যৌনাঙ্গে খুবই ব্যথা অনুভব হয়।।। অসহ্য ব্যাথা…!


সারাদিন ক্লান্তি অনুভব করবে এবং খিদে কাজ করবে।


কতবার সহবাস করা উচিৎ


যারা প্রথম মিলিত হচ্ছেন তাদের ক্ষেত্রে বহুবার যৌন মিলন স্বাভাবিক হলেও ততক্ষণ এবং ততবারই করুন যতক্ষণ আপনার শরীর ও মন দুই একসঙ্গে সাথ দিচ্ছে।


মাথা প্রচণ্ড ব্যাথা করবে।।।


মেয়েদের তলপেটের ব্যথা কমানোর উপায়:


১. তলপেটের ব্যথা কমাতে প্রাকৃতিক সমাধান হিসেবে চায়ের সঙ্গে পুদিনা পাতা খেতে পারেন।


২. ব্যথা কমাতে আদা চা খেতে পারেন। আদা চা অত্যন্ত উপকারি।


৩. কলায় প্রচুর পরিমানে ফাইবার থাকে। তলপেটের ব্যথা কমাতে পাকা কলা খেতে পারেন।


৪. এক কাপ জলে অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে পান করলে উপকার পাবেন।এটি পেটের ব্যথার কমাতে সাহায্য করে।


৫.তলপেটের ব্যথা কমাতে গরম জলের ব্যগ দিয়ে পেটে ছ্যাক দিতে পারেন। এতে আরামবোধ করবেন।।।।



Tags – Sex life, Sex pain, Life Style




Bristy

Leave a Comment

Recent Posts

Hair Washing: চুল ধোয়ার সঠিক উপায়

মেয়েদের কাছে চুল হলো অমুল্য রত্ন ,, কিনতু আজকাল দূষণের কারনে, শারীরিক প্রবলেমের জন্য সকলের…

7 hours ago

Gram Flour Benefits For Skin: ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়াবে বেসনের ফেসপ্যাক

এই ভ্যাপসা গরমে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফিকে পড়ে যায়…. কিনতু সামনেই তো পুজো এখন থেকেই…

8 hours ago

Vitamin E Benefits Skin: পুজোর আগে ত্বক ও চুলের যত্ন নিন ভিটামিন ই সাহায্যে

ভিটামিন ই ত্বক ও চুলের যত্নে দারুণ কাজে আসে। শরীরের নানা উপকার করে। হাড়ের যত্ন…

9 hours ago

How To Keep Stomach Healthy: গরমে পেট সুস্থ্য ও পরিষ্কার উপায়

Stomach Care : শরীর সুস্থ্য রাখতে চাইলে পেট অবশ্যই পরিষ্কার রাখা খুব প্রয়োজন…. এটি শরীর…

16 hours ago

Skin Rashes Treatment: গরমে ফুসকুড়ি দূর করার উপায়

আজকাল বাচ্চা থেকে বয়স্ক সকলেরই ফুসকুড়ির সমস্যা হয়ে থাকে…. গরম থেকে হওয়া ফুসকুড়ি- ব্যথা ও…

1 day ago

Summer Skin Care: রোদে বেরোলেই ত্বক তেলতেলে করছে? রইল সমাধান

এই গরমে রোদে কাজের জন্যে বেরোতেই হয়…. আর এর জন্য মুখ তৈলাক্ত হয়ে যায় ভীষণ…

1 day ago