অর্থনৈতিক সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে ভুলেও এই কাজ করবেন না। দেখে নিন টিপস –
১) সন্ধ্যাবেলায় কখনো চুল এবং নখ কাটতে নেই, তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনার ওপর রুষ্ট হবেন। যার ফল আপনি অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়তে পারবেন।
২) সূর্যাস্তের পর কখনো ঘরে ঝাড়ু বা ঝাঁটা ব্যবহার করতে নেই, এতে কিন্তু মা লক্ষ্মী আপনার ওপর রুষ্ট হতে পারেন। যার জন্য আপনার জীবনের অর্থনৈতিক সংকট নেমে আসতে পারে।
৩) এই সময়ে কাউকে চাল দান করবেন না। যতই প্রয়োজন থাক না কেন সূর্যাস্তের পর চাল দান করা কিন্তু খুব খারাপ প্রভাব পড়তে পারে। তাই সেই দিন দান না করে, পরের দিন ভোর বেলা দান করুন।
৪) সূর্যাস্তের পর কখনোই তুলসী গাছে জল প্রদান করবেন না। আমরা অনেক সময়ই এই ভুল করে থাকে, সন্ধ্যাবেলা তুলসী গাছে একটি প্রদীপ জ্বালিয়ে দিন।
৫) গরীবকে দান করা ভালো অথবা যে মানুষের প্রয়োজন তাকে অবশ্যই কিছু টাকা আপনি দিতে পারেন, কিন্তু সেটি কখনোই সূর্যাস্তের পরে নয়।
৬) সূর্যাস্তের পর শেষকৃত্য করার পর মৃতদের পরকালের কষ্ট ভোগ করতে হয়। এছাড়াও পরবর্তী জন্মে কোনও কোনও অঙ্গে ত্রুটি দেখা দেয়।
৭) সন্ধায় গাছে জল দেবেন না বা গাছের পাতা ছিঁড়বেন না। সূর্যাস্তের পর গাছ-গাছালিতে জল দেওয়া, গাছ-গাছালি স্পর্শ করা বা পাতা ভেঙে দেওয়া ভালো নয়। এটা বিশ্বাস করা হয় যে সূর্যাস্তের পরে, গাছ এবং গাছপালা ঘুমাতে যায়।
৮) কেউ কেউ দু’বার স্নান করার অভ্যেস। সূর্যোদয়ের পর এবং সূর্যাস্তের পর। আপনি যদি সূর্যাস্তের পরে স্নান করেন, তবে আপনার কপালে চন্দন লাগাবেন না।
৯) পুরাণ অনুসারে সূর্যাস্তের পর দই খাওয়া উচিত নয়। আসলে, সূর্যাস্তের পর দই খেলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দেয়।
সূর্যাস্তের পর ভুলেও এই জায়গাগুলিতে যাবেন না
হাসপাতালের মর্গ ও লাশকাটার ঘরে সূর্যাস্তের পর যাওয়া উচিৎ নয়। কারন এই সমস্ত জায়গায় অপশক্তির প্রভাব আপনাকে শারীরিক ও মানসিক দিক থেকে ক্ষতি গ্রস্ত করতে পারে।
কোনো ভাঙা ও অনেক দিন থেকে পড়ে থাকা কোনো বাড়ি যেখানে অনেক দিন থেকে লোক বসতি নেই এমন জায়গায় সূর্যাস্তের পর যাওয়া উচিৎ নয়। কারন এই সমস্ত জায়গায় অশুভ শক্তি আপনাকে আক্রমন করতে পারে।
যে সমস্ত জায়গায় একের বেশি রাস্তা মিলিত হয়েছে সেই সমস্ত জায়গায় সূর্যাস্তের পর যাওয়া উচিৎ নয়। কারন এই সমস্ত জায়গায় তান্ত্রিকরা সমস্ত খারাপ কাজ করে থাকেন।
দেখতে দেখতে নভেম্বর এলো চলে…গরম পেরিয়ে এলো শীত… এখন শুরু হবে বিয়ের মরশুম… এখন আবহাওয়ার…
অনেকের আছে যাদের বয়স না হতেই বয়স্ক লাগে , এই কারণের জন্য তারা নিজেরা দায়ী।…
Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন দূর করলে ত্বকে একটা আলাদাই সৌন্দর্য ফিরে…
পুরুষরা নিজেদের কখনও যত্ন নেয় না… তাদের কাছে ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া…
বিয়ের দিনটা সকলের কাছেই স্বপ্নের দিনের মতো… এই দিনটিতে সব কনেই চান সকলের মাঝে আকর্ষণীয়…
চোখের নীচের কালো দাগ মুখের সৌন্দর্য্য নষ্ট করে দেয়…. অনেক কিছু ব্যবহার করেও ফল মিলছে…
Leave a Comment