Vitamin C Skin Benefits: পূজোর সময় ভারী মেকাপ করে নিশ্চয়ই ত্বকের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে…এবার তো ত্বককে ঠিক রাখতে হবে তাই না?? তাই তো ত্বকের যত্নে ভিটামিন সি ব্যবহার করতে পারেন। এই ভিটামিন সি সিরাম আপনার মুখের জেল্লা ফেরাতে ও আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে। তার আগে জেনে নিন কীভাবে ব্যবহার করতে হয় ভিটামিন সি সিরাম। এবং ভিটামিন সি ব্যবহার করে কি কি উপকার পাওয়া যাবে —-
ত্বকের হারানো জেল্লা ফেরাতে সাহায্য করে এই ভিটামিন সি সিরাম —–ভিটামিন সি-এ আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্টস।
ত্বক ভালো রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভিটামিন। ত্বকের নানা সমস্যা দূর করে। এর পাশাপাশি কোলাজেনের বৃদ্ধি করে।
ত্বককে টানটান সতেজ রাখে। এতে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি যা স্কিনের রেডনেস কমাতে আর ইভেনটোন স্কিন পেতে আপনাকে সাহায্য করে।।
মাঝে মধ্যে স্কিনে আরো একটি সমস্যা দেখা দেয়, সেটি হলো স্কিন স্যাগিং বা চামড়া ঝুলে পড়া, সেটি দূর করতে ভিটামিন সি সিরাম স্কিন কেয়ারে অ্যাড করতে হবে।
সান এক্সপোজারে আপনার স্কিনের যে ক্ষতিগুলো হয়, সেগুলো রিপেয়ারের জন্য ভিটামিন সি এর কাজ অতুলনীয়। এটি আপনার স্কিনকে হাইড্রেটেড রাখবে।
কীভাবে মুখে লাগাবেন ভিটামিন সিবাজারচলতি অনেক ভিটামিন সি ফেস সিরাম পাওয়া যায়। এই ফেস সিরাম কিনে নিন। নানা ব্র্যান্ডের ভিটামিন সি সিরাম পাওয়া যায়।
এই ধরনের সিরামে ভিটামিন সি ও ভিটামিন ই-ও থাকে। তা আপনার ত্বকের জন্য ভালো। ফেস সিরাম আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখে। এক সপ্তাহ ব্যবহার করুন ফলাফল নিজেই দেখে নিন।।
আরোও পড়ুন,
পুজোতে ঘোরাঘুরি করার পর নিশ্চয়ই ত্বকের জেল্লা হারিয়ে গেছে, কীভাবে ফেরত আনবেন ত্বকের জেল্লা, দেখুন!
আজকের দিনে মিনিটে মিনিটে ফ্যাশন পাল্টায়। আপনিও নিশ্চয়ই ভাবছেন এবার শীতের ট্রেন্ড কি জেকেট চলছে?…
ধীরে ধীরে শীত পড়ছে…শীতের কনকনেভাব থেকে ত্বককে বাঁচাতে ত্বকের চাই আর্দ্রতা ও পুষ্টি…এর জন্য এই…
দেখতে দেখতে নভেম্বর এলো চলে…গরম পেরিয়ে এলো শীত… এখন শুরু হবে বিয়ের মরশুম… এখন আবহাওয়ার…
অনেকের আছে যাদের বয়স না হতেই বয়স্ক লাগে , এই কারণের জন্য তারা নিজেরা দায়ী।…
Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন দূর করলে ত্বকে একটা আলাদাই সৌন্দর্য ফিরে…
পুরুষরা নিজেদের কখনও যত্ন নেয় না… তাদের কাছে ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া…
Leave a Comment