Categories: Blog

হার্ট এ্যাটাকের ঔষধ এর নাম এর ব্যাবহার – Uses Of Heart Attack Medicine Name

Spread the love

হার্ট এ্যাটাকের ঔষধ এর নাম এর ব্যাবহার – Uses Of Heart Attack Medicine Name


আপনার যদি মনে হয় কোন একজনের হার্ট এ্যাটাক হচ্ছে, তবে তাকে সাথে সাথে ১টি এ্যসপিরিন (৩০০ থেকে ৩২৫মিগ্রা) দিন। ব্যক্তিটিকে এটি চিবিয়ে জল দিয়ে গিলে ফেলতে বলুন। এমনকি আপনি যদি নিশ্চিত নাও হন যে ব্যক্তিটির হার্ট এ্যাটাক হচ্ছে, এ্যাসপিরিন কোন ক্ষতি করবে না। 



হার্ট এ্যাটাকের জন্য ঔষধ


হৃদরোগ কি?


হৃদরোগ এমন কিছু অবস্থাকে বোঝায় যেটা হার্ট ও রক্তবাহীকাগুলোকে প্রভাবিত করে। আজকের দিনে, হৃদরোগ মৃত্যুর সাধারণ কারণগুলির মধ্যে একটি এবং এরিথমিয়া, করোনারি আর্টারি ডিজিজ এবং জন্মগতভাবে হার্টের সমস্যার মত পরিস্থিতিগুলির অন্তর্ভুক্ত। হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিওর হল সারা পৃথিবীর হার্টের অসুখগুলির মধ্যে দুটি সবচেয়ে সাধারণ ধরন।


এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি?


বুকে টান ধরা, যন্ত্রণা (পুরুষদের ক্ষেত্রে সাধারণ) এবং অস্বস্তি হওয়া (মহিলাদের ক্ষেত্রে সাধারণ)।


শ্বাসকষ্ট হওয়া।


বুকের ব্যথা যা চোয়াল, ঘাড়, পিঠ এবং তলপেটের নিচে ছড়িয়ে যায়।


হাত ও পায়ের অসাড় হয়ে যাওয়া,ব্যথা ও দুর্বলতা।

এছাড়াও – 

Xtor    NEXTOR 10MG TABLET 10S    70.0

Atherochek    Atherochek 10 Tablet    151.3

Liponorm    Liponorm 10 Mg Tablet (15)    37.1

Clopitorva    Clopitorva 10 Capsule    197.3

Atocor    Atocor 10 Tablet (10)    37.45

Lipicure    Lipicure 10 Tablet (15)    63.15

Astin    Astin 10 Tablet    180.43

Tonact


এই ওষুধ গুলি দিতে পারেন।।।


ব্যথা ও ভয় কাটাতে সাহায্য করতে, এবং হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন করা সহজ করতে আপনি মরফিনও ব্যবহার করতে পারেন। 


নাইট্রোগ্লিসারিন (গ্লিসারিল ট্রাইনাই্ট্রেট)

নাইট্রোগ্লিসারিন হার্ট এ্যাটাক থেকে সৃষ্ট বুকের ব্যাথার চিকিৎসায় ব্যবহার করা হয়। এটি রক্ত নালীগুলোকে প্রশস্ত করতে সাহায্য করে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন করা সহজ করে তোলে।

কিভাবে ব্যবহার করতে হয়NBgrnpill.png

তাদের মাথা ঘুরিয়ে উঠলে ব্যক্তিটির না দাঁড়িয়ে বসে বা শুয়ে পড়া উচিত।


NWTND bag arrow.pngআধা মিগ্রা (০.৫মিগ্রা) জিহ্বার নীচে দ্রবীভূত করে সর্বোচ্চ তিন বার দিন, প্রতিবার দেয়ার পর পাঁচ মিনিট অপেক্ষা করুন। বুকের ব্যথা বা অন্যান্য লক্ষণ যদি চলে যায় তবে আর একটি বড়ির প্রয়োজন নেই।

নাইট্রোগ্লিসারিনের বড়ি চিবিয়ে বা গিলে খাবেন না। বড়িটি যখন জিহ্বার নীচে দ্রবীভূত হয় তখন একটি শিহরণ সৃষ্টি করে এবং এমনকি এগুলো জ্বালাও করে।



হার্ট অ্যাটাক প্রতিরোধকারী নতুন ওষুধ

প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে উচ্চ রক্ত চাপের ঔষধ সামান্য ভিন্নভাবে কাজ করে এবং প্রতিটি ব্যক্তির হৃৎপিণ্ডের সমস্যা ভিন্ন হতে পারে। স্বাস্থ্য কর্মীরা যখন উচ্চ রক্ত চাপ ও অন্যান্য হৃৎপিণ্ডের সমস্যার চিকিৎসা করে।


স্বাস্থ্য কর্মীরা এই ঔষধের কারণে সৃষ্ট কোন পার্শ্ব প্রতিক্রিয়া থাকলে তা পরীবিক্ষণ করে, এবং সহজে কোথায় ঔষধ পাওয়া যাবে এবং তা ব্যয়সাধ্য কিনা বা বিনামূল্যে পাওয়া যায় কিনা তাও জানে। 

৬০ বছরের বেশী বয়সী ব্যক্তি যদি প্রথমবারের মতো উচ্চ রক্ত চাপের ঔষধ গ্রহণ করে থাকে তবে সবথেকে নীচু মাত্রা দিয়ে শুরু করুন।


যদি ঔষধে কাজ করছে বলে মনে না হয়, তবে বৃক্কের রোগ হয়েছে কিনা, সঠিক মাত্রায় ঔষধ নেয়ায় সমস্যা কিনা, অন্যান্য কী ঔষধ বা মাদক তারা নেয়, বা থাইরয়েডের সমস্যা আছে কিনা তা জানুন।

হার্ট এ্যাটাকের উচ্চ ঝুঁকিতে রয়েছে এমন ব্যক্তিদের কোলেষ্টেরল কমাতে ব্যবহার করা হয়।


NWTND bag arrow.pngপ্রাপ্ত বয়স্ক: স্বাভাবিক শুরুর মাত্রা ২০ মিগ্রা, প্রতিবার একটি করে।


বেশীরভাগ লোকই ১০মিগ্রা থেকে ৪০ মিগ্রা মাত্রা ব্যবহার করতে পারে। অন্যান্য নির্দিষ্ট কিছু ঔষধের সথে সংমিশ্রণ করলে সিমভাস্ট্যাটিনের মাত্রা কম হবে। সিমভাস্ট্যাটিন নেয়া শুরু করার আগে ব্যক্তিটি ব্যবহার করছে এমন সকল ঔষধের বিষয়ে জানা গুরুত্বপূর্ণ।


দিনে ৪০মিগ্রা থেকে বেশী নেবেন না।



Tags – Heart Attack Medicine Heart Care

Bristy

Leave a Comment

Recent Posts

Summer Dress For Women: গরমে মেয়েদের আউটিং এর ট্রেন্ডিং কিছু পোষাক

গরম পড়লেও মেয়েদের ঘুরতে যাওয়া থেকে কেউ আটকাতে পারে না,, বন্ধু কিংবা প্রিয় মানুষ এর…

13 hours ago

Ice Cube: গরমে ত্বকের যত্নে আইস কিউব কতোটা উপকারী

অনেকেই হয়তো জানেন না গরমে ত্বকের উজ্জ্বলতা ফিকে পড়ে যায়,, এই উজ্বলতা ফিরিয়ে আনতে আইস…

14 hours ago

Durga Puja Makeup: দূর্গা পূজার মেকাপ লুক

Durga Puja Makeup Tips: হাতে গোনা পুজো আর ১৭ দিন,,শহরে আনাচে কানাচে উৎসবের আমেজ তৈরি…

20 hours ago

Durga Puja Dates 2024: দূর্গা পূজা ২০২৪ বাংলা কত তারিখ? জানুন সন্ধিপূজার সময়সূচি

Durga Puja 2024 Date Time: হিন্দু ক্যালেন্ডার অনুসারে দুর্গাপূজা আশ্বিন মাসে পালন করা হয়। কখনও…

21 hours ago

Homemade Hair Mask For Hair Growth: চুলের ঘনত্বের জন্য হেয়ার মাস্ক

আজকাল কতো কিছু প্রোডাক্ট ইউজ করেও চুল পড়া বন্ধ করা যাচ্ছে না....চুলের সঠিক যত্ন ও…

1 day ago

Facial Care Routine At Home:ফেসিয়াল করার পর ত্বকের যত্ন

Healthy Skin Tips For Face: সারা বছর ফেসিয়াল না করলেও পুজোর আগে সকলে আমরা ফেসিয়াল…

1 day ago