Spread the love

ধুলোবালি দূষণের কারণে চুল তার আর্দ্রতা হারায়, ফলে চুলের ঔজ্জ্বল্য কমে গিয়ে চুলে শুষ্ক ভাব চলে আসে…তাই চুলের যত্নে সবসময় হাইড্রেটিং মাস্ক লাগানো প্রয়োজন। জেনে নিন এমনই ৩ হাইড্রেটিং মাস্ক–

IMG_20240927_213107-edited 3 Best Hair Mask: ফ্রিজি চুলের যত্নে সেরা ৩ হেয়ার মাস্ক

হেয়ার মাস্ক মানে চুল সংক্রান্ত সমস্যার সমাধান… এর গভীর কন্ডিশনিং চুলের অবস্থার উন্নত করতে সাহায্য করে।

1। L’Oreal Paris Hair Mask, For Damaged and Weak Hair, With Pro-Keratin + Ceramide: এই হেয়ার মাস্ক চুল টোটাল মেরামত করে । ক্ষতিগ্রস্ত, শুষ্ক, প্রাণহীন, নিস্তেজ বা দুর্বল চুলের বিরুদ্ধে লড়াই করে: 3-5 মিনিট রেখে ধুয়ে ফেলুন। প্রো-কেরাটিন কন্ডিশনার ফর্মুলা চুলের ফাইবারকে শক্তিশালী করে।

2।।TRESemmé Keratin Mask : এই মাস্ক এ প্রচুর পরিমাণে পটাশিয়াম, অ্যান্টি অক্সিড্যান্ট এবং প্রাকৃতিক তেল আছে। এছাড়াও আছে ভিটামিন। যা চুল পড়া কম করতে সাহায্য করে। এবং চুলের নানা সমস্যা মেটাতে সাহায্য করে। ৫-৭ মিনিট রেখে জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।

3। Love Beauty & Planet Argan Oil & Lavender Hair Mask: ফ্রিজি চুলের জন্য পুষ্টিকর মসৃণতা লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট আরগান অয়েল এবং ল্যাভেন্ডার হেয়ার মাস্ক চুলকে 100% মসৃণ বোধ করে ,,100% জৈব নারকেল তেল এই উদ্ভিদ ভিত্তিক,, চুলকে গভীরভাবে পুষ্ট করে এবং দীর্ঘস্থায়ী আর্দ্রতা যোগ করে।

আরোও পড়ুন,

New Dress For Girls: পুজোর নতুন ড্রেসের সেরা কালেকশন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *