Spread the love

ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল ভারতের শীর্ষ বিদ্যালয়গুলির মধ্যে একটি। এটি বেসরকারি মহারাষ্ট্রে অবস্থিত সহ-শিক্ষামূলক বিদ্যালয়। স্কুলটি 2003 সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এটির নামকরণ করা হয়েছিল প্রয়াত পৃষ্ঠপোষক সংস্থা ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের নামানুসারে DAIS CISCE (কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস), CAIE (কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এক্সামিনেশনস), IB (আন্তর্জাতিক ব্যাকালোরেট) এর সাথে অনুমোদিত এবং এটি কেমব্রিজ ইন্টারন্যাশনাল প্রাইমারি প্রোগ্রাম (CIPP) এর অন্যতম সদস্য। DAIS বিশ্বব্যাপী শীর্ষ 20 IB স্কুলের মধ্যে স্থান করে নিয়েছে৷

  • আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল এতো বিখ্যাত কেনো
  • তার স্কুলে ভর্তি হতে কি কি লাগে

বড়ো বড়ো তারকা দম্পতির ছেলে-মেয়েদের স্কুলের ঠিকানা মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল। সম্প্রতি সেখানে হয়ে গিয়েছে বার্ষিক অনুষ্ঠান। যাতে হাজির ছিলেন অভিষেক-ঐশ্বর্যা ও শাখরুখ খানের মতো বলিউড স্টাররা। এই স্কুলে ভর্তির ক্ষেত্রে দিতে হয় মাত্র পাঁচ হাজার টাকা। মুম্বইয়ের পূর্ব বান্দ্রায় অবস্থিত ‘ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুল’-এ পড়াশোনা করেছিলেন বলিউডের অধিকাংশ ‘স্টার কিড’। এই তালিকায় রয়েছে সুহানা খান, জাহ্নবী কপূর, সারা আলি খান, আরিয়ান খান, অনন্যা পাণ্ডে-সহ আরও অনেকেই।

সারার ভাই ইব্রাহিমও ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন। বর্তমানে সইফ-পুত্র লন্ডনের একটি বোর্ডিং স্কুলে পড়াশোনা করছেন। সারা জানিয়েছেন, ইব্রাহিম এর পরে উচ্চ শিক্ষালাভের জন্যে লস অ্যাঞ্জেলস ফিল্ম স্কুলে ভর্তি হবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

  • ডিএআইএস প্রতিষ্ঠা

2003-এ পথ চলা শুরু করে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল। রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির স্ত্রী নীতার হাত ধরে প্রতিষ্ঠা পায় এই শিক্ষা প্রতিষ্ঠান।

আন্তর্জাতিক স্বীকৃতি

মানে স্কুলের চেয়ারপার্সন পদে রয়েছেন তিনি। মুম্বইয়ের বান্দ্রা কুরেলা কমপ্লেক্সে বিশাল এলাকা নিয়ে তিল তিল করে স্কুলটিকে গড়ে তুলেছেন তিনি।

  • আন্তর্জাতিক স্বীকৃতি

আম্বানি গোষ্ঠীর প্রাণ পুরুষ ধীরুভাইয়ের নামে গড়ে ওঠা এই শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য নেহাত কম নয়। 2013 থেকে গত এক দশক ধরে টানা দেশের এক নম্বর ইন্টারন্যাশনাল স্কুল হিসেবে জয়যাত্রা বজায় রেখেছে ডিএআইএস।

  • তারকা সন্তানদের স্কুল

প্রতিষ্ঠার পর থেকেই তারকা-সন্তানদের স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে ডিএআইএস। এই স্কুলের প্রাক্তনীদের তালিকায় নাম রয়েছে শ্রীদেবী কন্যা জাহ্নবী ও খুশি কাপূরের। এছাড়া ‘ক্রিকেট ঈশ্বর’ সচিন তেন্ডুলকারের দুই ছেলে-মেয়ে সারা ও অর্জুন পড়তেন এই স্কুলে।

  • ভর্তির ফি

একাধিক সংবাদ সংস্থায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তির ক্ষেত্রে ফি হিসেবে জমা দিতে হয় পাঁচ হাজার টাকা। এছাড়া টিউশন ফি হিসেবে বছরে নেওয়া হয় এক লাখ 70 হাজার টাকা। অর্থাৎ মাসে দিতে হয় প্রায় 14 হাজার টাকা।

  • ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়ার সুবিধাDAIS-এ অধ্যয়নের সুবিধাগুলি নীচে তালিকাভুক্ত করা হয়েছে:

DAIS ভারতের শীর্ষ 10টি আন্তর্জাতিক বিদ্যালয়ের মধ্যে এবং বিশ্বব্যাপী শীর্ষ 20টি আন্তর্জাতিক বিদ্যালয়ের মধ্যে রয়েছে৷

১/ সারা দেশ থেকে আবেদন সত্ত্বেও, DAIS-এ ভর্তি হওয়া সহজ নয়। বিদ্যালয়টি শিক্ষার্থীদের বৈচিত্র্য এবং একাডেমিক শ্রেষ্ঠত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখার উপর দৃষ্টি নিবদ্ধ করে।

২/ DAIS-এ অধ্যয়নের আরেকটি সুবিধা হল যে এটি তার ডিপ্লোমা ফর্মে আন্তর্জাতিক স্নাতক অফার করে।ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল সামগ্রিক উন্নয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে।

৩/ শিক্ষার্থীদের সার্বিক বিকাশের জন্য পাঠ্যক্রম বহির্ভূত ক্রিয়াকলাপগুলিকে উন্নীত করার জন্যও কাজ করছে।

৪/ DAIS-এর প্রাক্তন ছাত্রদের নেটওয়ার্ক সেরা কর্মজীবনের সুযোগ পেতে সাহায্য করে। শিক্ষার্থীরা স্কুলের প্রাক্তন ছাত্রদের কাছ থেকে ক্যারিয়ার নির্দেশিকা এবং পরামর্শদাতাও চাইতে পারে।

আরোও পড়ুন,

Wedding Winter Dresses : শীতকালে বিয়েবাড়ি নেমন্ত্রন? কী ধরনের পোশাক পরে নিজেকে সেরা দেখাবেন- রইল কিছু টিপস !

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *