ফাগুনের বাতাস বইছে….ফাগুন হাওয়া গায়ে মেখে শুরু হয়ে যাবে বসন্ত উৎসব ৷ রঙে-আবিরের এই উৎসবে সকলে মেতে উটবেন….. প্রতি বছরের মত এবারও নাচ-গান ও নানান সাংস্কৃতিক হবে বসন্ত উৎসবে ৷
•বাতাসে উড়ছে বসন্তের রং। রঙের উৎসবের আনন্দে মেতেছে শহর –
•রবিবার সাড়ম্বরে পালন হবে দোল। হোলির আনন্দে মাতোয়ারা শহর।
• আবিরে-রঙে বসন্ত-বরণ, আজও শহর জুড়ে উড়ছে গুলাল।
** বসন্ত এসে গেছে। বাংলার দিগন্তে লেগেছে শিমূল-পলাশের লাবণ্য।
**হোলির রাত আলো করে উঠল পূর্ণিমার চাঁদ। সারাদিনের রঙের উৎসবে মাতল সকলে।
**আজও দেশের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে হোলি। নাচে-গানে রাঙিয়ে দেওয়া চসছে।
**দিগন্তে পলাশের রং। শহরের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে বসন্ত উৎসব।
**কোথাও লাল, কোথাও সবুজ, কোথাও গেরুয়া। দোলের দিনে সব রং মিলেমিশে একাকার।
**’ জমকালো উত্সব আমাদের সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, আনন্দ ও সমৃদ্ধি।
**বসন্তের রঙে মাতলেন শহরের কচি-কাঁচা থেকে বড়রা৷ সঙ্গে মিলছে ভেষজ রং-ও।
**কলকাতার বুকে কোথাও কোথাও উঠে এল এক টুকরো শান্তিনিকেতন। নাচে-গানে বসন্তকে বরণ করলেন সকলে।
আরোও পড়ুন,
Skin Care: পুজোর দিন গুলোতে ত্বক ও শরীরের ওপর আমরা কম অত্যাচার করি না। নানা…
পুজোর ৫ দিন ঘুরে মেকাপ করে ত্বকের কি বারোটা বাজিয়ে দিয়েছেন? সেই ঝলমলে ত্বক আর…
ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেয় ব্রণ। পুজোর ৫ টা দিন আমরা রাতভোর ঘুরি - হাজারো…
দেখতে দেখতে চলেই এলো দীপাবলী,, শহরের অলি গলি সেজে উঠেছে আলোয়… আজ সাজতে হবে একটু…
Diwali at night. Diwali festival will be celebrated on October 31 across India. Diwali festival…
Happy Diwali Images with Goddess Lakshmi: Kali Puja is performed on the Krishna Paksha Tithi…
Leave a Comment