Categories: Photo Gallery

Basanta Utsav Wishes, Quotes, images In Bengali 2023 – বসন্ত উৎসব শুভেচ্ছা বার্তা

Spread the love

Basanta Utsav Wishes, Quotes, images In Bengali 2023 – বসন্ত উৎসব শুভেচ্ছা বার্তা


প্রেমের ঋতু মানেই বসন্ত, আর এই বসন্ত নিয়ে কবিতা লিখেছিলেন রবি ঠাকুর যা আমাদের মনকে ছুঁয়ে যায়। বাঙালিদের কাছে সবচেয়ে রোমাঞ্চকর ঋতু হলো বসন্ত ঋতু। এই ঋতুকে নিয়ে কবিরা নানান ধরণের কবিতা লিখেছেন। কবি সমস্ত ঋতু নিয়ে নানান ধরণের ও নানান রসের কবিতা লিখেছেন। বসন্ত ঋতু নিয়ে কবিতার ভাবধারা এক ভিন্ন মাত্রা যোগ করেছে….


Dol utsav wishes


আজি বসন্ত জাগ্রত দ্বারে।

তব অবগুন্ঠিত কুন্ঠিত জীবনে

কোরো না বিড়ম্বিত তারে।

আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,

আজি ভুলিয়ো আপনপর ভুলিয়ো,

এই সংগীতমুখরিত গগনে

তব গন্ধ করঙ্গিয়া তুলিয়ো।

এই বাহিরভূবনে দিশা হারায়ে

দিয়ো ছড়ায়ে মাধুরী ভারে ভারে।


Bosonto Utsav quotes in Bengali


অতি নিবিড় বেদনা বনমাঝে রে

আজি পল্লবে পল্লবে বাজে রে –

দূরে গগনে কাহার পথ চাহিয়া

আজি ব্যকুল বসুন্ধরা সাজে রে।

মোর পরানে দখিন বায়ু লাগিছে,

কারে দ্বারে দ্বারে কর হানি মাগিছে,

এই সৌরভবিহবল রজনী

কার চরণে ধরণীতলে জাগিছে।

ওগো সুন্দর, বল্লভ, কান্ত,

তব গম্ভীর আহবান কারে।



বসন্তের আসরে ঝড়

যখন ছুটে আসে

মুকুলগুলি না পায় ডর,

কচি পাতারা হাসে।

কেবল জানে জীর্ণ পাতা

ঝড়ের পরিচয়—

ঝড় তো তারি মুক্তিদাতা,

তারি বা কিসে ভয়।


Bosonto Utsav quotes



বসন্তের হাওয়া যবে অরণ্য মাতায়

নৃত্য উঠে পাতায় পাতায়।

এই নৃত্যে সুন্দরকে অৰ্ঘ্য দেয় তার,

“ধন্য তুমি” বলে বার বার।



মধুকর গুন গুন , অমুয়ামঞ্জরী

কানন ছাওল রে ।

শুন শুন সজনী হৃদয় প্রাণ মম

হরখে আকুল ভেল ,

জর জর রিঝসে দুখ জ্বালা সব

দূর দূর চলি গেল ।

মরমে বহই বসন্তসমীরণ ,

মরমে ফুটই ফুল ,

মরমকুঞ্জ’পর বোলই কুহু কুহু

অহরহ কোকিলকুল ।

সখি রে উছসত প্রেমভরে অব

ঢলঢল বিহ্বল প্রাণ ,

নিখিল জগত জনু হরখ – ভোর ভই

গায় রভসরসগান ।


দোলপূর্ণিমার শুভেচ্ছাবার্তা স্টেটাস, বসন্ত উৎসবের শুভেচ্ছা


ভুলে-যাওয়া কথাগুলি কানে কানে করায়ে স্মরণ

দিব না মন্থর করি ওই তব চঞ্চল চরণ।

তার পরে যেয়ো তুমি চলে

ঝরা পাতা দ্রুতপদে দোলে,

নীড়ে-ফেরা পাখি যবে

অস্ফুট কাকলিরবে

দিনান্তেরে ক্ষুব্ধ করি তোলে।


Happy Holi messages in Bengali

বেণুবনচ্ছায়াঘন সন্ধ্যায় তোমার ছবি দূরে

মিলাইবে গোধূলির বাঁশরির সর্বশেষ সুরে।

রাত্রি যবে হবে অন্ধকার

বাতায়নে বসিয়ো তোমার।

সব ছেড়ে যাব, প্রিয়ে,

সমুখের পথ দিয়ে,

ফিরে দেখা হবে না তো আর।

ফেলে দিয়ো ভোরে-গাঁথা ম্লান মল্লিকার মালাখানি।

সেই হবে স্পর্শ তব, সেই হবে বিদায়ের বাণী…..



বসন্ত উৎসবের শুভেচ্ছা বার্তা ছবি ……


Happy Holi Status in Bengali

বসন্ত উৎসব কবিতা

বসন্ত উৎসব কবিতা

বসন্ত উৎসব Status



বসন্ত উৎসব শুভেচ্ছাবার্তা মেসেজ

আরও পড়ুন,


আরও পড়ুন,



Tags – Bangla Status, Bosonto Utsab Picture



Bristy

Leave a Comment

Recent Posts

Homemade Hair Mask For Hair Growth: চুলের ঘনত্বের জন্য হেয়ার মাস্ক

আজকাল কতো কিছু প্রোডাক্ট ইউজ করেও চুল পড়া বন্ধ করা যাচ্ছে না....চুলের সঠিক যত্ন ও…

9 hours ago

Facial Care Routine At Home:ফেসিয়াল করার পর ত্বকের যত্ন

Healthy Skin Tips For Face: সারা বছর ফেসিয়াল না করলেও পুজোর আগে সকলে আমরা ফেসিয়াল…

10 hours ago

Beauty Parlour Banner Design: বিউটি পার্লার ব্যানার ডিজাইন

আজকাল মেকাপে মেতেছে সারা দুনিয়ার মানুষ,, বাচ্চা থেকে বয়স্ক সকলের মধ্যেই একটি ক্রেজ লক্ষ্য করা…

13 hours ago

Durga Puja Saree: দুর্গা পূজার ৫ ট্রেন্ডিং শাড়ি

Bengali Durga Puja saree look: দেখতে দেখতে বছর গড়িয়ে চলে এলো দুর্গাপুজো….. সেপ্টেম্বরের মাঝ থেকেই…

14 hours ago

Hair Washing: চুল ধোয়ার সঠিক উপায়

মেয়েদের কাছে চুল হলো অমুল্য রত্ন ,, কিনতু আজকাল দূষণের কারনে, শারীরিক প্রবলেমের জন্য সকলের…

1 day ago

Gram Flour Benefits For Skin: ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়াবে বেসনের ফেসপ্যাক

এই ভ্যাপসা গরমে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফিকে পড়ে যায়…. কিনতু সামনেই তো পুজো এখন থেকেই…

1 day ago