Categories: Skin Care

Best 5 Face Toner – সেরা ৫ টি ফেস টোনার

Spread the love

Best 5 Face Toner – সেরা ৫ টি ফেস টোনার


ত্বকচর্চায় সিটিএম রুটিন মেনে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং। তবে ক্লিনজিং এবং ময়েশ্চারাইজিংয়ে গুরুত্ব দেওয়া হলেও টোনারকে অনেকটা অবহেলাই করা হয়। অনেকেই টোনার স্কিপ ব্যবহার করেন না,,কিন্তু আপনাদের বলি এটাও সমান গুরুত্বপূর্ণ। টোনার শুধু অতিরিক্ত ময়লা, তেলছোপ এবং মেকআপের অবশিষ্টাংশ পরিষ্কার করার ক্ষমতা রাখে তাই নয়, ত্বকের পিএইচ মাত্রার ভারসাম্যও বজায় রাখে।


Top 5 Face Toner

তেলতেলে ত্বকের জন্য তৈরি অধিকাংশ টোনারেই অ্যালকোহল থাকে যা ত্বকের প্রাকৃতিক তেলের আস্তরণ নষ্ট করে দেয়, এবং সেই ক্ষতি পূরণ করতে ত্বক অতিরিক্ত সেবাম উৎপাদন করতে শুরু করে, যা বাড়তি তেলতেলেভাবের কারণ হয়ে দাঁড়ায়। তবে চিন্তা নেই, কারণ এমন কিছু টোনার রয়েছে যা আপনার মুখ থেকে বাড়তি তেল শুষে নেবে কোনও সমস্যা ছাড়াই,।


তবে শুধু এগুলোই নয়, মাথায় রাখতে হবে টোনার ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে, কারণ এতে হিউমেকট্যান্ট রয়েছে। ত্বকচর্চায় তার গুরুত্ব বুঝতে এটুকুই যথেষ্ট। মেকআপ বা স্কিন ভাল রাখার বস্তু সম্পর্কে আপনি যতটা জানেন, হতে পারে টোনার সম্পর্কে আপনি ঠিক ততটা জানেন না। সেই জন্যই আজ আমাদের এই প্রতিবেদন। টোনার কীভাবে ব্যবহার (Toner Uses) করবেন, টোনার ব্যবহারের কী-কী সুফল আছে এবং টোনার (Face Toner)  নিয়ে আরও কিছু জরুরি কথা এখানে আলোচনা করা হবে…


Face toner for combination skin

টোনার আসলে কী?

টোনার হল এমন একটি উপাদান  আমাদের ত্বকের ছিদ্রে যে ময়লা জমে থাকে সেগুলোকে বাইরে বের করে আনে টোনার। টোনার শুধু ত্বকের ছিদ্র পরিষ্কার রাখে না, এটি জীবাণু প্রতিরোধ করে। ত্বকের আর্দ্রতা ও পিএইচ ব্যালান্সও রক্ষা করে।

Best 5 Face Toner in india

কেন ব্যবহার করব টোনার

টোনার সম্পর্কে অনেকেরই ধারণা খুব সীমিত। কেন ব্যবহার করব টোনার? ত্বকে ক্লিনজার আর ময়েশ্চারাইজার লাগানোর আগে টোনার লাগাতে হবে। এটি এমন একটি তরল জা ত্বক চটজলদি শুষে নিতে পারে। এই তরল ত্বক থেকে ময়লা, বাড়তি তেল, মেকআপ সব কিছু দূর করে। ত্বকের সঠিক পিএইচ সমতা ধরে রাখা এবং অ্যাকনে নিয়ন্ত্রণ করাও এর কাজ। টোনার ত্বকের উপরিভাগের মৃত কোষ সরিয়ে দিয়ে ত্বক উজ্জ্বল করে। 


টোনার ব্যবহার করতে গেলে, সেটা সব রকমের ত্বকের ক্ষেত্রে দুটো ভাবে করা যায়। তুলোর বলে টোনার নিয়ে সেটা মুখে লাগানো যেতে পারে। আবার পরিষ্কার হাতের তালুতে অল্প টোনার নিয়ে মুখে লাগানো যেতে পারে। ত্বক শুষ্ক হলে অবশ্যই হাইড্রেটিং টোনার ব্যবহার করবেন। যেমন, গোলাপ জল বা রোজ ওয়াটার এবং ভিটামিন ই যুক্ত টোনার ব্যবহার করতে হবে। 




এবার আসি,

  সেরা ৫ টি ফেস টোনার…….


1। Lotus Herbals Basiltone Clarifying & Balancing Toner

এর মধ্যে আছে তুলসি আর শসা। দুটোই ত্বকে আরাম দেয়। তৈলাক্ত এবং মিশ্র দুই রকমের ত্বকের জন্যই এটা ভাল। বাজারের বেস্ট টোনার বলতে পারেন।।




2| Thayers Facial Toner – Rose Petal Witch Hazel with Aloe Vera
এই টোনারে প্যারাবেন, গ্লুটেন বা অন্যান্য কোনও ক্ষতিকর পদার্থ নেই। তাই এটি ত্বকের জন্য খুব ভাল তবে দাম একটু বেশি। তবে ভালো কাজ দেয়।। কারণ এলোভেরা আছে।।

তৈলাক্ত ত্বকের জন্য টোনার

3। L’oreal Hydra Fresh Instant Freshness Toning Water

এর মধ্যে আছে প্রো ভিটামিন বি ফাইভ। এটি ত্বকে লাবণ্য নিয়ে আসে। তাছাড়া এটির মধ্যে আছে বিটা হাইড্রক্সি যা ত্বকের নির্জীব ভাব দূর করে। ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও পারে এই টোনার।

টোনার এর কাজ কি

টোনার কখন ব্যবহার করতে হয়

4। Plum Green Tea Alcohol Free Toner

খুব ভাল হাল্কা একটি টোনার। সব রকমের ত্বকে এটি সমান কার্যকরী। যেহেতু এতে অ্যালকোহল নেই তাই ত্বক শুষ্ক হয়ে যাওয়ার আশঙ্কাও একদম নেই।

টোনার এর উপকারিতা

5। Absolute Pore Fix Toner

আপনার তেলতেলে ত্বক আর তেলময়লায় ভরা রোমছিদ্র সাফ হবে নিমেষে! ল্যাকমে অ্যাবসলিউট পোর ফিক্স টোনার Lakmé Absolute Pore Fix Toner এমন একটি রত্ন যা অ্যালকোহলহীন এবং তেলা ত্বকের যাবতীয় সমস্যার সমাধান করতে পারে।

আরও পড়ুন,

শুষ্ক ত্বকের টোনার

এটি ত্বকে জমে থাকা সমস্ত তেলময়লা দূর করে রোমছিদ্র টানটান রাখার পাশাপাশি ত্বকও তরতাজা রাখে। কোমল এই টোনারটিতে রয়েছে উইচ হ্যাজেল (অ্যান্টিঅক্সিডান্ট ও হিউমেকট্যান্ট অর্থাৎ বাতাস থেকে আর্দ্রতা শুষে নিতে পারে) এবং ল্যাভেন্ডার (অ্যাস্ট্রিনজেন্ট)। এই টোনার মুখের বাড়তি তেল উৎপাদন নিয়ন্ত্রণ করবে আর আপনি পাবেন তরতাজা তেলমুক্ত ত্বক।।



Tags – Skin Care

Bristy

Leave a Comment

Recent Posts

Homemade Hair Mask For Hair Growth: চুলের ঘনত্বের জন্য হেয়ার মাস্ক

আজকাল কতো কিছু প্রোডাক্ট ইউজ করেও চুল পড়া বন্ধ করা যাচ্ছে না....চুলের সঠিক যত্ন ও…

11 hours ago

Facial Care Routine At Home:ফেসিয়াল করার পর ত্বকের যত্ন

Healthy Skin Tips For Face: সারা বছর ফেসিয়াল না করলেও পুজোর আগে সকলে আমরা ফেসিয়াল…

11 hours ago

Beauty Parlour Banner Design: বিউটি পার্লার ব্যানার ডিজাইন

আজকাল মেকাপে মেতেছে সারা দুনিয়ার মানুষ,, বাচ্চা থেকে বয়স্ক সকলের মধ্যেই একটি ক্রেজ লক্ষ্য করা…

14 hours ago

Durga Puja Saree: দুর্গা পূজার ৫ ট্রেন্ডিং শাড়ি

Bengali Durga Puja saree look: দেখতে দেখতে বছর গড়িয়ে চলে এলো দুর্গাপুজো….. সেপ্টেম্বরের মাঝ থেকেই…

15 hours ago

Hair Washing: চুল ধোয়ার সঠিক উপায়

মেয়েদের কাছে চুল হলো অমুল্য রত্ন ,, কিনতু আজকাল দূষণের কারনে, শারীরিক প্রবলেমের জন্য সকলের…

1 day ago

Gram Flour Benefits For Skin: ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়াবে বেসনের ফেসপ্যাক

এই ভ্যাপসা গরমে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফিকে পড়ে যায়…. কিনতু সামনেই তো পুজো এখন থেকেই…

2 days ago