Categories: Skin Care

Best face mask for glowing skin – উজ্জ্বল ত্বকের জন্য সেরা ফেস মাস্ক

Spread the love

Best face mask for glowing skin: উজ্জ্বল ত্বকের জন্য সেরা ফেস মাস্ক


ঝলমলে উজ্জ্বল সুস্থ ত্বক পেতে একটু খাটনি ও করতে হয়, যথেষ্ট যত্নআত্তি করতে হয়! আমরা সবাই চাই আমাদের ত্বক সুস্থ, টানটান হোক, স্বাস্থ্যের জেল্লা থাকুক,, তাই ট্রাই করুন উজ্জ্বল ত্বকের জন্য ফেস মাস্ক আর পেয়ে যান জেল্লাদার উজ্জ্বল ত্বক!


Best face mask for glowing skin homemade

১. ল্যাকমে নাইন টু ফাইভ ময়েস্ট ম্যাট ক্লে ফেস মাস্ক

এই ফেস মাস্ক আপনাকে তরতাজা, স্বচ্ছ, দীপ্তিময় ত্বক দেয়,,  Moist Matte Clay Face Mask গ্রিন টি, গ্লিসারিন, কেওলিন আর বেন্টোনাইট ক্লে দিয়ে তৈরি এই ফেস মাস্কটি আপনার ত্বকে এনে দেয় ম্যাট ফিনিশ, আর সেই সঙ্গে নিষ্প্রভভাব কাটিয়ে তুলে রোমছিদ্র টানটান করে আর ত্বকও আর্দ্র রাখে।

২. পন্ড’স পিওর ডিটক্স মিনারেল ক্লে অ্যাক্টিভেটেড চারকোল অয়েল ফ্রি গ্লো ফেস মাস্ক

পন্ড’স পিওর ডিটক্স মিনারেল ক্লে অ্যাক্টিভেটেড চারকোল অয়েল ফ্রি গ্লো ফেস মাস্ক Pond’s Pure Detox Mineral Clay Activated Charcoal Oil Free Glow Face Mask আপনার ত্বকের একমাত্র প্রয়োজন। এই মাস্কটি ত্বক ডিটক্সিফাই করে, তেলময়লা তুলে দেয়, আর রোমছিদ্র উন্মুক্ত করে ।।

Best face mask for Oily skin

৩. ল্যাকমে অ্যাবসলিউট পারফেক্ট র‍্যাডিয়েন্স মিনারেল ক্লে মাস্ক

ত্বক উজ্জ্বল করে তুলতে Lakmé Absolute Perfect Radiance Mineral Clay Mask. বেস্ট। কেওলিন, বেন্টোনাইট ক্লে, ভিটামিন সি, বি3 আর মাইক্রো-ক্রিস্টাল দিয়ে তৈরি এই ফেস মাস্কটি মাত্র একবার ব্যবহারেই মুখের বাড়তি তেল দূর করে রোমছিদ্র পরিষ্কার রাখে।।


আর যদি মনেহয় আপনি ঘরেই ঘরোয়া পদ্ধতিতে ত্বকের যত্ন নিবেন তাহলে তো আরো ভালো,,সেক্ষেত্রে বাড়িতেই এমন কয়েকটি ফেসমাস্ক বানানো যায়, যা চটজলদি মুখের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারে। এমনই কয়েকটি ফেসমাস্ক বানানোর পদ্ধতি জানানো রইল এখানে।

দই-বেসন দিয়ে তৈরি ফেসমাস্ক– দু’চামচ দইয়ে এক চামচ বেসন, এক চিমটে হলুদ মিশিয়ে  ১৫ মিনিট পর্যন্ত মুখে লাগিয়ে রাখুন। ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।।


চালের গুঁড়োর ফেসমাস্ক- টোনিং সরিয়ে প্রাকৃতিক উজ্জ্বলতা ফেরায় চালের গুঁড়ো। চালের গুঁড়োয় এক চামচ কাঁচা দুধ ও অ্যালোভেরা জেল দিয়ে মেখে প্রথমে মুখে স্ক্রাব করে নিতে হবে। এরপর বেঁচে যাওয়া মিশ্রণটিকে ১০ মিনিটের জন্য লাগিয়ে রাখতে হবে।


Best face mask for glowing skin netural


ফেস মাস্ক এর উপকারীতা

টমেটোর রস ও চালের গুঁড়ো দিয়ে তৈরি ফেসমাস্ক– টমেটোর রসও টোনিং দূর করে। দু’চামচ টমেটোর রসের মধ্যে এক চামচ চালের গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে। এতে আপনার মৃত কোষ ও দূর হবে।।


ব্যবহার পদ্ধতি

 ক্লেনজ়ার দিয়ে মুখ ভাল ভাবে পরিষ্কার করে নিন। এতে রোমকূপগুলো খুলে যাবে। 


• মুখ আলতো করে মুছে মাস্ক লাগাবেন। সাধারণত ১৫ মিনিট মাস্ক লাগিয়ে রিল্যাক্স করতে হয়।


ভালো ফেস মাস্ক


• আপনার কেনা প্যাকেজে ক্রিম আকারে মাস্কটি থাকলে, স্প্যাচুলা ব্যবহার করে মাস্কের মতো করে লাগিয়ে নিন। 


• এর পর সেরাম লাগালে মাস্কের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। শেষে ময়শ্চারাইজ়ার মাসাজ করে নিন।


• কেনার সময়ে দেখে নেবেন, কত দিনের মধ্যে ব্যবহার করতে হবে।


আরও পড়ুন,

ফর্সা হওয়ার খাবার



Tags – Best Face Mask, Skin Care 

Bristy

Leave a Comment

Recent Posts

Dark Skin Facial: কালো ত্বক ফর্সা করার ফেসিয়াল

দেখতে দেখতে নভেম্বর এলো চলে…গরম পেরিয়ে এলো শীত… এখন শুরু হবে বিয়ের মরশুম… এখন আবহাওয়ার…

13 hours ago

Wrinkle: সামনেই বিয়ে? মুখের বলিরেখা দূর করার ৫ ঘরোয়া উপায়

অনেকের আছে যাদের বয়স না হতেই বয়স্ক লাগে , এই কারণের জন্য তারা নিজেরা দায়ী।…

2 days ago

Exfoliation For Face: ত্বকের ময়লা দুর হবে প্রাকৃতিক স্ক্রাবের সাহায্যে

Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন দূর করলে ত্বকে একটা আলাদাই সৌন্দর্য ফিরে…

2 days ago

Skin Care Routine For Men:ছেলেদের ত্বকের যত্নে যা করবেন

পুরুষরা নিজেদের কখনও যত্ন নেয় না… তাদের কাছে ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া…

2 days ago

বিয়ের মরশুমে ত্বকের উজ্জ্বলতা বাড়ান ৫ উপায়ে

বিয়ের দিনটা সকলের কাছেই স্বপ্নের দিনের মতো… এই দিনটিতে সব কনেই চান সকলের মাঝে আকর্ষণীয়…

3 days ago

Dark Circles Home Remedy: চোখের নিচের কালো দাগ দূর করার ৫ উপায়

চোখের নীচের কালো দাগ মুখের সৌন্দর্য্য নষ্ট করে দেয়…. অনেক কিছু ব্যবহার করেও ফল মিলছে…

3 days ago