Hair Colour : প্রতি বছর পুজো মানেই নতুন লুক, নতুন চমক নিয়ে হাজির হতে ইচ্ছা করে সকলের। পুজোয় কেমন হেয়ার কাট হবে কেমন হেয়ার কালার হবে তা নিয়ে সারাক্ষন চিন্তায় থাকেন সকলে….!! আসলে পুজোতে সকলেই চান নিজেকে সাজিয়ে তুলতে। সেই সাজ ঘিরে থাকে অনেক স্বপ্ন।
অষ্টমীর অঞ্জলিতে কী শাড়ি পরা হবে বা নবমীর সন্ধ্যেতে পার্টি এয়্যারে কেমন লুক আসবে তা নিয়ে নানা রকম ভাবনা থাকে। আপনারও কি চুলে রঙ করানোর পরিকল্পনা রয়েছে? তাই চুলে রঙ করতেই পারেন। তবে তা দীর্ঘদিন টিকিয়ে রাখতে চাইলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। এবং কি রঙ করালে ভালো লাগবে সেটি নিয়েও আজ আলোচনা করবো…..
চুলে রঙ করা থাকলে ড্রায়ার বা স্ট্রেটনার ব্যবহারে সতর্ক থাকুন। এই জাতীয় হিটিং টুল সহজে চুলের রঙ ফিকে করে দেয়।
অনেকেই প্রতিদিন বাড়ির বাইরে বেরিয়ে থাকেন। রাস্তাঘাটে ধুলোবালিতে চুলের যা হাল হয়, তার ফলে বাড়ি ফিরে শ্যাম্পু করে চুল ধুয়ে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন।
চুলে যখন এমনি শ্যাম্পু ব্যবহার করবেন, তখন অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে।
চুলে রঙ করা থাকলে তা অনেকদিন টিকিয়ে রাখতে চাইলে চুলে হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। এতে চুলের রুক্ষ-শুষ্ক ভাব দূর করে, চুল হাইড্রেটেড রাখে।
এবার পুজোয় ট্রেন্ডি হল মাল্টি লেয়ার কাট। আর পিছনে ইউ করে কেটে নিতে পারেন।। ভায়োলেট রেড, ব্রাউনের বিভিন্ন শেড,-এসব বেশ চলছে হেয়ার কালারের ক্ষেত্রে। দেখতে লাগবে ভাল।
চুলের জন্য কোন রং ভালো
ভারতীয় ত্বকের স্বরের জন্য সেরা চুলের রং হল বাদামী, লাল এবং বারগান্ডির শেড। বছরের পর বছর ধরে এই কালারটি রাজত্ব করছে।। সকলকে বেশ মানিয়ে যায়।।
পুজোর সাত দিন আগে স্পা করান। বাড়িতেও হেয়ার স্পা করতে পারেন। নারকেল তেল গরম করে ভাল করে মাথায় ম্যাসাজ করে শ্যাম্পু করে নিন এতেও চুল মসৃণ হবে। এছাড়া চুলে নারকেল তেল লাগিয়ে কিছুক্ষণ রাখুন। এরপর পাকা কলা, মধু ভাল করে মিশিয়ে প্যাক বানিয়ে চুলে লাগিয়ে কম করে এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। চুল বাড়িতেই ঝলমলে হবে।
নিয়মিত রাতে চুলের গোড়ায় তেল ম্যাসাজ করুন। সকালে শ্যাম্পু করে বাইরে বেড়োন। এছাড়াও ডিম ও দই মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন তারপর শ্যাম্পু করুন। সপ্তাহে তিন দিন এভাবে চুলের যত্ন নিন। চুল সতেজ হবে।
Read More,
Which hair colour suits Indian skin – দেখে নিন ভারতীয় ত্বকের চুলে কোন রঙ ভালো লাগে
Tags – Hair Colour, Hair Tips
আজকের দিনে মিনিটে মিনিটে ফ্যাশন পাল্টায়। আপনিও নিশ্চয়ই ভাবছেন এবার শীতের ট্রেন্ড কি জেকেট চলছে?…
ধীরে ধীরে শীত পড়ছে…শীতের কনকনেভাব থেকে ত্বককে বাঁচাতে ত্বকের চাই আর্দ্রতা ও পুষ্টি…এর জন্য এই…
দেখতে দেখতে নভেম্বর এলো চলে…গরম পেরিয়ে এলো শীত… এখন শুরু হবে বিয়ের মরশুম… এখন আবহাওয়ার…
অনেকের আছে যাদের বয়স না হতেই বয়স্ক লাগে , এই কারণের জন্য তারা নিজেরা দায়ী।…
Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন দূর করলে ত্বকে একটা আলাদাই সৌন্দর্য ফিরে…
পুরুষরা নিজেদের কখনও যত্ন নেয় না… তাদের কাছে ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া…
Leave a Comment