How to use toner for open pores : আচ্ছা আগে জেনে নেই ওপেন পোরস কি!! আমাদের ত্বকের সারফেসে শ্বাস নেওয়ার জন্য ছোটো ছোটো কিছু ছিদ্র থাকে। ত্বকের এই রন্ধ্রগুলিকে ইংরেজিতে ‘পোরস’ (Open Pores) বলা হয়। এগুলো কম বেশি সব মানুষেরই থাকে। অনেকের ক্ষেত্রে সহজে খালি চোখে ধরা পড়ে না। কিন্তু যাঁদের তৈলাক্ত ত্বক এবং প্রচুর সিবাম (Sebum) উৎপন্ন হয়,
তাঁদের এই রন্ধ্রগুলি বাইরে থেকে দেখা যায়। সমস্যাটি হলো ত্বকের ওপর বেশি করে সিবাম তৈরি করে ,,,রন্ধ্রের আকারও ক্রমশ বড়ো হয়। বাড়তি সিবাম আর ধুলোময়লা জমে তৈরি হয় ব্ল্যাকহেডস, বাড়ে ব্রণ, ফুসকুড়ির (Skin Problem) মতো সমস্যাও।
এভাবে যদি বেশিদিন চলে তাহলে আপনার ত্বক আলগা হতে আরম্ভ করবে। বয়সের আগেই বুড়ি লাগবে….এর ফলে ত্বকে বয়সের ছাপ তাড়াতাড়ি পড়বে। তাই আজ থেকেই সতর্ক হোন। ত্বক যত টানটান থাকবে, তত ছোটো হবে ত্বকের এই রন্ধ্রের আকার। এই ক্ষেত্রে স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি আপনাকে ত্বকেরও যত্ন নিতে হবে।
এই ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে টোনার…..জেনে নিন নাম গুলি….
1। Pilgrim Australian 1% Vitamin C Toner for glowing skin : এতে ভিটামিন সি রয়েছে: অস্ট্রেলিয়ান সুপারফ্রুট, কাকাডু বরই বিশুদ্ধ 3-ও-ইথাইল অ্যাসকরবিক অ্যাসিডের সাথে মিশ্রিত (ভিট সি-এর সবচেয়ে স্থিতিশীল রূপ)অ্যালকোহল-মুক্ত 1% ভিটামিন সি টোনার ছিদ্র পরিষ্কার করতে, গঠন পরিমার্জিত করতে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।ভিটামিন সি, ভিটামিন ই, নিয়াসিনামাইড এবং অ্যালানটোইনের পাওয়ারহাউস অ্যান্টিঅক্সিডেন্ট মিশ্রণের সাহায্যে ত্বকের রঙ সমান করে।।
কীভাবে ব্যবহার করবেন: পরিষ্কার মুখে এবং ঘাড়ে, চোখ বন্ধ করে এবং ঠোঁট pursed বা টোনার দিয়ে একটি পরিষ্কার তুলোর বল বা প্যাড ভিজিয়ে রাখুন এবং আলতো করে মুখ এবং ঘাড় মুছুন। এটি দিনে দুবার ব্যবহার করুন।।
2। Minimalist PHA 3% Alcohol Free Face Toner: এটি সব ধরনের ত্বকের জন্য প্রণীত। এই টোনারটি খুব হালকা এবং দ্রুত এবং সম্পূর্ণরূপে শোষিত হওয়ার আগে অনায়াসে ত্বকে গ্লাইড করেPHA) UV বিকিরণের বিরুদ্ধে 50% পর্যন্ত সুরক্ষা প্রদান করে।।
ত্বকের মাইক্রোবায়োমের ভারসাম্য এবং ত্বকের প্রাকৃতিক প্রতিরক্ষা বাধা বাড়ানোর জন্য প্রিবায়োটিক এবং প্রোবায়োটিকের সাথে প্রণয়ন করা হয়েছে।
এছাড়াও আপনি ঘরোয়া উপায় এ সমস্যার সমাধান করতে পারেন —-
অ্যালোভেরা জেল- সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে তাজা অ্যালোভেরা জেল দিয়ে ত্বকে মাসাজ করুন। তারপর সেই জেল লাগিয়ে রেখে দিন মিনিট দশেক। এটি ত্বক আর্দ্র ধরে রাখার পাশাপাশি পোরসের আকারও ছোটো করে দেবে। দেখবেন ত্বক টানটান হয়ে যাবে।।।
আরোও পড়ুন,
আজকের দিনে মিনিটে মিনিটে ফ্যাশন পাল্টায়। আপনিও নিশ্চয়ই ভাবছেন এবার শীতের ট্রেন্ড কি জেকেট চলছে?…
ধীরে ধীরে শীত পড়ছে…শীতের কনকনেভাব থেকে ত্বককে বাঁচাতে ত্বকের চাই আর্দ্রতা ও পুষ্টি…এর জন্য এই…
দেখতে দেখতে নভেম্বর এলো চলে…গরম পেরিয়ে এলো শীত… এখন শুরু হবে বিয়ের মরশুম… এখন আবহাওয়ার…
অনেকের আছে যাদের বয়স না হতেই বয়স্ক লাগে , এই কারণের জন্য তারা নিজেরা দায়ী।…
Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন দূর করলে ত্বকে একটা আলাদাই সৌন্দর্য ফিরে…
পুরুষরা নিজেদের কখনও যত্ন নেয় না… তাদের কাছে ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া…
Leave a Comment