Beauty Tips

Exfoliation For Face: ত্বকের ময়লা দুর হবে প্রাকৃতিক স্ক্রাবের সাহায্যে

Spread the love

Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন দূর করলে ত্বকে একটা আলাদাই সৌন্দর্য ফিরে আসে। সেই জেল্লা ফেরাতে অনেকেই স্ক্রাব ব্যবহার করেন বাজার চলতি প্রোডাক্ট কিনে কিন্তু আমার মতে বাড়িতে তৈরি করে নিতে পারেন এই স্ক্রাব,, এই স্ক্রাব ব্যবহার করলে ত্বকের কালচে দাগছোপ দূর হওয়ার পাশাপাশি ত্বকে এক কোমলতা ফিরে আসে। বাড়িতেই খুব সহজে এই বিশেষ ধরনের স্ক্রাব তৈরি করে নিতে পারেন,, দেখে নিন কিভাবে —

১. একটু বড় দানাদার চিনি, শিয়া বাটার আর নারকেল তেল একসঙ্গে মিশিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন সুগার স্ক্রাব। ৫/৮ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।

২. অনেকের শরীরে ময়লা দুর করতে চান তার জন্য দারুণ ভাবে কাজ করে এই সুগার স্ক্রাব। এক্ষেত্রে চিনির সঙ্গে লেবুর রস ও মধু মিশিয়ে ব্যবহার করতে পারেন,,তাহলে কালচে দাগছোপ দূর হওয়ার পাশাপাশি আপনার ত্বক হবে একদম নরম মোলায়েম। এতে ত্বকের আর্দ্রতা, মোলায়েম-পেলব একটা ভাব বজায় থাকে।

৩. ১ চামচ চিনি, দু ফোঁটা মধু আর বেসন একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণ মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

৪. গ্রিন টি, মধু, এক চামচ অলিভ অয়েল নিন একটি বাটিতে। তারপর সেটা ভালো করে মিশিয়ে মুখে লাগান। মিনিট ১৫ মুখে লাগিয়ে তা হালকা হাতে ম্যাসাজ করুন। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে নিন।

৫. ওটস, দু চামচ চিনি, এক চামচ মধু মেশান। তারপর সেটা মুখে লাগান। এরপর শুকিয়ে এলে তুলো গরম জলে ভিজিয়ে তা তুলে ফেলুন।

৬..টমেটো গ্রেট করুন। তার টক দই মেশান, এবং একটি মিশ্রণ বানান। তারপর সেটা দিয়ে ভালো করে ফেস স্ক্রাব করুন। কিছুক্ষণ রেখে মুখ ধুয়ে নিন। এটি আমিও বাড়িতে অ্যাপ্লাই করি, খুব ভালো কাজে আসে,, সপ্তাহে দুদিন ব্যবহার করুন আর পেয়ে যান দারুন ত্বক।

আরোও পড়ুন,

Best Shampoo For Hair Fall And Hair Growth: চুল পড়া চিরতরে বন্ধ করার শ্যাম্পু

Bristy

Leave a Comment

Recent Posts

Wrinkle: সামনেই বিয়ে? মুখের বলিরেখা দূর করার ৫ ঘরোয়া উপায়

অনেকের আছে যাদের বয়স না হতেই বয়স্ক লাগে , এই কারণের জন্য তারা নিজেরা দায়ী।…

3 hours ago

Skin Care Routine For Men:ছেলেদের ত্বকের যত্নে যা করবেন

পুরুষরা নিজেদের কখনও যত্ন নেয় না… তাদের কাছে ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া…

10 hours ago

বিয়ের মরশুমে ত্বকের উজ্জ্বলতা বাড়ান ৫ উপায়ে

বিয়ের দিনটা সকলের কাছেই স্বপ্নের দিনের মতো… এই দিনটিতে সব কনেই চান সকলের মাঝে আকর্ষণীয়…

1 day ago

Dark Circles Home Remedy: চোখের নিচের কালো দাগ দূর করার ৫ উপায়

চোখের নীচের কালো দাগ মুখের সৌন্দর্য্য নষ্ট করে দেয়…. অনেক কিছু ব্যবহার করেও ফল মিলছে…

1 day ago

Chhath Puja Wishes, Images In Hindi (छठ पूजा छवियाँ शुभकामनाएँ )

काली पूजा के बीतने का मतलब है कि छठ पूजा आ रही है...चार दिवसीय छठ…

2 days ago

Skin Whitening: পুজোয় এতো মেকাপ করে ত্বক কালো হয়ে গেছে? সমাধান

Skin Care: পুজোর দিন গুলোতে ত্বক ও শরীরের ওপর আমরা কম অত্যাচার করি না। নানা…

3 days ago