Face hair Removal Mask for ladies : মুখের মধ্যে অবাঞ্ছিত চুল আমাদের চেহেরার সন্দর্য্য নষ্ট করে দেয়…. এটি দূর করার জন্য পার্লারে গিয়ে অনেক সময় নষ্ট করে মহিলারা,,, তাই এবার মুখের বাড়তি চুল অপসারণের জন্য সহজ উপায় নিয়ে চলে এসেছি ….এমন পরিস্থিতিতে, মুখের অবাঞ্ছিত লোম দূর করতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ফেসিয়াল হেয়ার রিমুভাল মাস্ক। এই ঘরোয়া প্রতিকারটি ব্যবহার করে, আপনার অবাঞ্ছিত লোমই শুধু দূর হয় না, এটি আপনাকে ফর্সা এবং উজ্জ্বল ত্বক পেতেও সাহায্য করবে,
ফেসিয়াল হেয়ার রিমুভাল মাস্ক তৈরির প্রয়োজনীয় উপাদান-ডিম কর্ন ফ্লাওয়ারচিনিমধুকীভাবে ফেসিয়াল হেয়ার রিমুভাল মাস্ক তৈরি করবেন? ফেসিয়াল হেয়ার রিমুভাল মাস্ক তৈরি করতে প্রথমে একটি পাত্র নিন ,,তারপর আপনি একটি ডিম ভেঙে বাটিতে সাদা অংশ রাখুন। এরপর সাদা অংশে কর্ন ফ্লাওয়ার , চিনি ও মধু দিন…তারপর সবকটি জিনিস ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন।
ফেসিয়াল হেয়ার রিমুভাল মাস্ক লাগানোর আগে আপনার মুখ ধুয়ে নিন। তারপর এই মাস্কটি অবাঞ্ছিত লোমের জায়গায় ভালো করে লাগান।এর পরে, আপনি এটি প্রায় ২০ মিনিট শুকনোর জন্য ছেড়ে দিন।তারপর স্বাভাবিক জল দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার করে নিন। দেখবেন সব লোম উঠে আসছে।।
২/ চিনি, মধু,লেবুর রস, জল দিয়ে ঘন পেস্ট তৈরি করে এই পেস্ট মুখের ত্বকে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এমনটা সপ্তাহে এক থেকে দুবার প্রয়োগ করতে পারেন।
৩/ একটি পাত্রের মধ্যে ডিমের সাদা অংশ সাবধানে ঢেলে রাখুন।
টিস্যু পেপার ছিঁড়ে ছোট ছোট আকারে ভাগ করে নিন। ব্রাশের সাহায্যে মুখে ডিমের সাদা অংশ লাগান তার উপরে ডিমের সাদা অংশের আরেকটি কোট দিন। মাস্ক শুকিয়ে গেলে আরও টিস্যু পেপার লাগান।শুকিয়ে কাঠ হয়ে গেলে ধীরে ধীরে বিপরীত দিক করে টিস্যু পেপারগুলি তুলতে থাকুন। এই ঘরোয়া উপায়ে মুখ থেকে অবাঞ্ছিত লোম দূর করা যায় দ্রুত।আপনি চাইলে মধু ও ব্যবহার করতে পারেন।।
Read More,
Health Tips Bangla – শীতকালে সুস্থ থাকার জন্য কি কি খেয়াল রাখা উচিত
Skin Care: পুজোর দিন গুলোতে ত্বক ও শরীরের ওপর আমরা কম অত্যাচার করি না। নানা…
পুজোর ৫ দিন ঘুরে মেকাপ করে ত্বকের কি বারোটা বাজিয়ে দিয়েছেন? সেই ঝলমলে ত্বক আর…
ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেয় ব্রণ। পুজোর ৫ টা দিন আমরা রাতভোর ঘুরি - হাজারো…
দেখতে দেখতে চলেই এলো দীপাবলী,, শহরের অলি গলি সেজে উঠেছে আলোয়… আজ সাজতে হবে একটু…
Diwali at night. Diwali festival will be celebrated on October 31 across India. Diwali festival…
Happy Diwali Images with Goddess Lakshmi: Kali Puja is performed on the Krishna Paksha Tithi…
Leave a Comment