Homemade face mask for men at home : মেয়েরা তাও নিজেদের যত্ন নেয়…কিনতু ছেলেরা সেটা কখনোই করেনা…তাই ছেলেদের ত্বকে দাগছোপ এ ভরে যায়….!! আসলে পুরুষেরা ত্বকের কম যত্ন নেন…
তাই আজকে কথা বলবো ছেলেদের ফেস মাস্ক নিয়ে…–
১/ ত্বকের উপর দারুণ কাজ করে চারকোল। মূলত কালচে দাগ-ছোপ দূর করা থেকে শুরু করে সান ট্যান দূর করতে দারুণ সহায়ক এই চারকোল। এতে ত্বকে মধ্যে জমে থাকা মৃত কোষও দূর হয়ে যাবে এবং আপনি পেয়ে যাবেন উজ্জ্বল ত্বক।
চারকোল বানানোর জন্য প্রয়োজন, চারকোল পাউডার, মধু এবং কয়েক ফোঁটা গোলাপ জল পরিমাণ মত প্রত্যেকটি উপাদানকে মিশিয়ে নিন, তারপর মিশ্রণটিকে পাতলা করার জন্য দু-তিন চামচ জল দিন। এরপর সংমিশ্রণটি ভাল করে মিশিয়ে নিয়ে ত্বকের ওপর প্রয়োগ করুন। ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত রেখে দিন এর শুকনো হয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক থেকে ধুলোবালি সব গায়েব হয়ে গেছে।।
২/ কলার ফেসপ্যাক
এক টেবিল চামচ মধু, ও একটি কলা
সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে এই মিশ্রণটি আপনার মুখমন্ডল ও ঘাড়ে লাগান। লাগানোর ১৫ – ২০ মিনিট পরে হালকা ভেজানো নরম একটি কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।
৩। দুই টেবিল চামচ কমলালেবুর রস
দুই চা চামচ মধু
দুই চা চামচ গোলাপজল
সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে যতটুকু প্রয়োজন আপনার ঘাড় সহ সারা মুখমন্ডলে লাগান। ১৫ মিনিট পর একটি ভেজা তোয়ালে দিয়ে মুখ মুছে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। ত্বক মসৃণ ও উজ্জ্বল করতে এই ফেস মাস্কটি খুব কার্যকরী।
আজকের দিনে মিনিটে মিনিটে ফ্যাশন পাল্টায়। আপনিও নিশ্চয়ই ভাবছেন এবার শীতের ট্রেন্ড কি জেকেট চলছে?…
ধীরে ধীরে শীত পড়ছে…শীতের কনকনেভাব থেকে ত্বককে বাঁচাতে ত্বকের চাই আর্দ্রতা ও পুষ্টি…এর জন্য এই…
দেখতে দেখতে নভেম্বর এলো চলে…গরম পেরিয়ে এলো শীত… এখন শুরু হবে বিয়ের মরশুম… এখন আবহাওয়ার…
অনেকের আছে যাদের বয়স না হতেই বয়স্ক লাগে , এই কারণের জন্য তারা নিজেরা দায়ী।…
Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন দূর করলে ত্বকে একটা আলাদাই সৌন্দর্য ফিরে…
পুরুষরা নিজেদের কখনও যত্ন নেয় না… তাদের কাছে ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া…
Leave a Comment