ত্বকের যত্ন নিতে ও ত্বককে সুন্দর রাখতে ফেসিয়াল করা আজকের জীবনযাত্রার অন্যতম অংশ। ফেসিয়াল ত্বকের নানাভাবে উপকার করে, মুখের ময়লা দূর করা এবং ত্বকের রক্ত সঞ্চালনও বৃদ্ধি করে। যার ফলে ত্বক কোমল, মসৃণ ও জেল্লাদার হয়ে ওঠে।তবে ফেসিয়াল করার আগে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত, নাহলে ত্বকের উপকারের পরিবর্তে অপকার হতে পারে।
ত্বক অনুসারে ফেসিয়াল করা
আমাদের প্রত্যেকের ত্বকের ধরন আলাদা। কারও শুষ্ক, আবার কারও তৈলাক্ত। কারও কারও আবার অত্যন্ত সেনসিটিভ ত্বক। তাই ত্বকের ধরন অনুসারে ফেসিয়াল করা উচিত। ত্বকের ধরন অনুসারে ফেসিয়াল না করা হলে, ত্বকে বিভিন্ন রকম সমস্যা (আলার্জি, ব্রণ, ফুসকুড়ি) দেখা দিতে পারে।
ফেসিয়ালের আগে ওয়াক্সিং বা শেভিং করবেন না
ওয়াক্সিং বা শেভিং ত্বককে কিছুটা সেনসিটিভ করে তোলে। আর, ফেসিয়ালের সময় যেহেতু ত্বকে ম্যাসাজ করা হয়, তাই ফেসিয়ালের আগে যদি ওয়াক্সিং বা শেভিং করা হয় তাহলে ত্বকে সমস্যা দেখা দিতে পারে।
ফেসিয়ালের উপকারীতা –
দাগ ও পিম্পল চলে যায়: ফেসিয়ালে ত্বকের অযাচিত দাগ চলে যায়। আবার ব্রোন বা পিম্পলের সমস্যা থাকলেও তা অনেকটাই নিয়ন্ত্রণে আসে। বেশিরভাগ ক্ষেত্রেই ত্বকে ময়লা থাকলে ব্রোন বা পিম্পল দেখা দেয়। আর ফেসিয়াল ত্বকে সব ময়লা ধুয়ে সাফ করে দেয়। ফেসিয়ালের সময় যদি স্টিম করা হয়, সেক্ষেত্রে সেখানে জমে থাকা ময়লা অনায়াসেই পরিষ্কার হয়ে যায়।
ত্বকের জৌলুস ফেরে: ফেসিয়ালের মূল কাজ হল ত্বকের লোমকূপে জমে থাকা তেল, ময়লা পরিষ্কার করে ত্বকের আদ্রতার ভারসাম্য বজায় রাখা। এতে ত্বকের হারানো সতেজতা ফিরে আসে। অনেক ফেসিয়ালে ‘এক্সফোলিয়েশন’ পদ্ধতি প্রয়োগ করা হয়। এতে নতুন কোষ জন্মায় এবং ত্বকের বলিরেখা দূরীভূত হয়। ফলে ত্বকের স্বাস্থ্য উন্নত হয়।
ফেসিয়াল করার পর কি করা উচিত-
ফেসিয়াল করার পরও ত্বকের যত্ন নেওয়া জরুরী ।
১। যে দিন ফেসিয়াল করবেন তার পরের দুই দিন কোনো প্রকার ফেস ওয়াশ বা সাবান ব্যাবহার করবেন না । এই দুই দিন স্বাভাবিক জল দিয়ে মুখ ধোঁবেন ।
২। ফেসিয়াল করানোর পর যেহেতু স্টিম দেওয়া হয় সেহেতু এক সপ্তাহের মধ্যে বাড়তি স্টিম নিতে যাবেন না।
৩। মুখ সাধারণ জল দিয়ে ধোঁয়ার পর আপনি যে ক্লিনজিং,টোনিং এবং ময়শ্চারাইজিং ব্যাবহার করেন সেটা বন্ধ করবেন না । যে উপকারের জন্য ফেসিয়াল করেছেন সেই উপকার দীর্ঘস্থায়ী পেতে হলে ক্লিনজিং,টোনিং এবং ময়শ্চারাইজিং ব্যাবহার করবেন আপনার রুটিন মাফিক ।
৪। ফেসিয়াল করার পর রোদে বের হবেন না । যদি বের হতে হয় তাহলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন অন্তত দুই দিন ।
৫। ফেসিয়াল করার পর ময়শ্চারাইজার ব্যবহার করলে ভালো হয় ।
Tags – Facial Benefits,Skin Care
দেখতে দেখতে নভেম্বর এলো চলে…গরম পেরিয়ে এলো শীত… এখন শুরু হবে বিয়ের মরশুম… এখন আবহাওয়ার…
অনেকের আছে যাদের বয়স না হতেই বয়স্ক লাগে , এই কারণের জন্য তারা নিজেরা দায়ী।…
Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন দূর করলে ত্বকে একটা আলাদাই সৌন্দর্য ফিরে…
পুরুষরা নিজেদের কখনও যত্ন নেয় না… তাদের কাছে ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া…
বিয়ের দিনটা সকলের কাছেই স্বপ্নের দিনের মতো… এই দিনটিতে সব কনেই চান সকলের মাঝে আকর্ষণীয়…
চোখের নীচের কালো দাগ মুখের সৌন্দর্য্য নষ্ট করে দেয়…. অনেক কিছু ব্যবহার করেও ফল মিলছে…
Leave a Comment