আমাদের চুল নানান কারনে বেশ রুক্ষ হয়ে যায়…. কারণ অনেকে আমরা চুল কালার করি, কিংবা নতুন নতুন হেয়ার স্টাইল করতে কতকিছু ব্যবহার করে থাকি…এর জন্য আমাদের চুলের অবস্থা খুব খারাপ হয়ে যায়… চুল ছিঁড়ে যাওয়ার প্রবণতাও বাড়ে। এমন চুলের সমাধান হিসেবে কন্ডিশনার ব্যবহার করা যেতে পারে। কন্ডিশনার চুলকে নরম করে এবং সুরক্ষা দেয়। এটি কিউটিকলকে বন্ধ করে দেয়। এতে চুল তাপ থেকে সুরক্ষা পায়। তবে কন্ডিশনার ব্যবহারেরও কিছু নিয়ম রয়েছে। যা ফলো করলে চুল ভালো থাকে,,
কন্ডিশনার ব্যবহারের সময় সঠিক নিয়ম জানা না থাকলে চুলের তেমন কোনো উপকার তো হয়ই না বরং ক্ষতিই হয়ে যায়। বেশি বেশি করে কন্ডিশনার লাগানো মানেই চুলের ক্ষতি করছেন….চুলে প্রাণ পেতে আমরা অনেকেই শ্যাম্পু করার পরে চুলে কন্ডিশনার ব্যবহার করে থাকি। বেশিরভাগ মানুষ চুলে কন্ডিশনার ব্যবহার নিয়ম জানেন না। ফলে চুল রুক্ষ হয়ে ওঠে, জটবেঁধে যায় চুল পড়েও যেতে পারে।
✓ রোজ রোজ শ্যাম্পু করলে অনেক সময়ই চুলের আগা ভেঙে যায়। শ্যাম্পু না করেও চুলে কন্ডিশনার ব্যবহার করা যায়। চুলে রং করালে একটু বাড়তি যত্ন প্রয়োজন। তাই এক্ষেত্রে জরুরি ‘ডিপ কন্ডিশনিং’।
✓ শ্যাম্পুচুলে কন্ডিশনার ব্যবহারের আগে চুল শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। দুই তালুতে ঘষে নিন তারপর আঙ্গুলের সাহায্যে তা সম্পূর্ণ চুলে লাগান।
✓ ম্যাসাজ করুন ধীরে ধীরে চুলে শ্যাম্পু করা হয়ে গেলে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ধীরে ধীরে কন্ডিশনার ম্যাসাজ করুন। মনে রাখবেন কন্ডিশনার মাথার স্কাল্পে যেন না লাগে।
✓ কন্ডিশনার নির্বাচনচুলের ধরন অনুযায়ী ভালো একটি কন্ডিশনার নির্বাচন করুন। কন্ডিশনার ব্যবহারের আগে চুলে শ্যাম্পু করে নিন।
✓ নিয়মিত কন্ডিশনার ব্যবহার করবেন নামাঝেমধ্যে এক আধদিন কন্ডিশনার না লাগালেও চলে যেতে পারে, কন্ডিশনার লাগানো চুলে জট পড়ে কম, তাই আঁচড়ানোও সহজ।
কন্ডিশনার কেন গুরুত্বপূর্ণ?
**যদিও শ্যাম্পু চুল পরিষ্কার করে,
**তবে এটি চুল থেকে প্রাকৃতিক তেলও সরিয়ে দেয়,
** জট পাকতে দেয়না।।
কন্ডিশনার যেভাবে অ্যাপ্লাই করবেন :
আপনার চুলের ধরন অনুযায়ী কন্ডিশনার বেছে নিন। কন্ডিশনার শুধুমাত্র চুলের প্রান্তে লাগান, ১০-১৫ মিনিট রাখার পর ভাল করে ধুয়ে ফেলুন। ঠাণ্ডা জল দিয়ে।
আরোও পড়ুন,
How To Stop Pimples Coming On Face: কিভাবে মুখে ব্রণ আসা বন্ধ করবেন
Skin Care: পুজোর দিন গুলোতে ত্বক ও শরীরের ওপর আমরা কম অত্যাচার করি না। নানা…
পুজোর ৫ দিন ঘুরে মেকাপ করে ত্বকের কি বারোটা বাজিয়ে দিয়েছেন? সেই ঝলমলে ত্বক আর…
ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেয় ব্রণ। পুজোর ৫ টা দিন আমরা রাতভোর ঘুরি - হাজারো…
দেখতে দেখতে চলেই এলো দীপাবলী,, শহরের অলি গলি সেজে উঠেছে আলোয়… আজ সাজতে হবে একটু…
Diwali at night. Diwali festival will be celebrated on October 31 across India. Diwali festival…
Happy Diwali Images with Goddess Lakshmi: Kali Puja is performed on the Krishna Paksha Tithi…
Leave a Comment