Categories: Skin Care

How Do I Get Rid Of A Boil Quickly – ফোড়া হলে করণীয় কি

Spread the love

How Do I Get Rid Of A Boil Quickly: ফোড়া হলে করণীয় কি

ফোড়া শরীরের যেকোনো অংশে হতে পারে, যেমন মুখমণ্ডলে, মুখে, দাঁতে, তাছাড়া কিডনি বা পেট ইত্যাদি অঙ্গগুলোতেও হতে পারে।ফোড়া খুব বেদনাদায়ক ,, এটি দূর করতে সর্বপ্রথম একটি কাপড় গরম জলে ভিজিয়ে রাখুন এবং তারপরে প্রায় 10 মিনিটের জন্য ফোড়ার ওপর আলতো করে চাপুন। আপনি সারা দিনে এটি কয়েকবার পুনরাবৃত্তি করতে পারেন। একবার আপনি কেন্দ্রে পুঁজ দেখতে পেলে (যাকে “মাথায় ফোঁড়া আনা” বলা হয়, এটি সম্ভবত শীঘ্রই ফেটে যাবে এবং নিষ্কাশন হবে।


How Do I Get Rid Of A Boil  Underarms

কেন ফোড়া হয়?

ব্যাকটেরিয়া বা অন্যান্য সূক্ষ্ম-জীব (মাইক্রো-অরগানিজম) যেমন- ভাইরাস, ছত্রাক এবং প্যারাসাইট দ্বারা সৃষ্ট ইনফেকশন বা সংক্রমণের কারণে ফোঁড়া হয়ে থাকে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম; তাদের ফোঁড়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে।এইডস, ডায়াবেটিস, ক্যান্সার, কেমোথেরাপি বা রেডিওথেরাপি ও নেশাগ্রস্ত ব্যক্তিদের শরীরের ইমিউন সিস্টেম দুর্বল থাকার কারণে; তাদের ফোঁড়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 


ভেতর দিকে বাড়তে থাকা চুলের ফলিকল সংক্রমিত হয়ে; এর চারপাশে একটি ফোঁড়ার সৃষ্টি করে। যাকে ফারাংকেল বা লোমফোঁড়া বা ফোস্কা বলা হয়। সাধারণত মুখ, ঘাড়, কাঁধ, বগল, নিতম্ব এসব স্থানে ফোঁড়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে।


এর প্রধান লক্ষণ কী কী?

ত্বকের ফোঁড়ার সাধারণ লক্ষণগুলো হলো লালচেভাব, ব্যথা, ফুলে যাওয়া এবং হলদেটে তরলে ভরা একটি ছোট ত্বকের ফুসকুড়ি। 


How Do I Get Rid Of A Boil Fast Overnight


এগুলো দূর করতে যা করবেন –


১/ ফোড়া বা ব্রণর সমস্যায় ত্বকে লাগিয়ে ফেলুন এলোভেরা। অ্যালোভেরার ভিতর থেকে জেল নিয়ে তাতে হলুদ দিন, বানান মিশ্রণ। আর তা ব্রণের মুখে লাগিয়ে রেখে দিন। 


২/ গরম ভাঁপ: ফোড়ার স্থানে গরম ভাঁপ নিলে ওই স্থানে রক্ত সঞ্চারনের পরিমাণ বাড়বে। ফোড়ার ব্যথার শুরু থেকেই গরম ভাঁপ নেওয়া শুরু করলে দ্রুত ব্যথা কমবে। 


ফোড়া হলে কি খাওয়া যাবে না


How Do I Get Rid Of A Boil instantly

৩/  নিমের মধ্যে বহু ঔষধীয় গুণ রয়েছে। এতে প্রদাহকে কমিয়ে দেওয়া ও অ্যান্টিসেপ্টিক গুণও থেকে যায়। ফোড়া কমাতে নিম পাতা বেটে তা ব্রণ বা ফোড়ার জায়গায় লাগিয়ে দিন। ঝটপট পাবেন উপকার। 

লোম ফোঁড়া হলে কি করতে হবে

৪/ বেকিং সোডা-ফোড়া যদি পাকিয়ে নিতে চান বা তার পুঁচ বের করতে চান, তাহলে বেকিং সোডা জরুরি। এটি জলে দিয়ে ২০ মিনিট ভিজিয়ে নিন। এরপর পেস্ট লাগিয়ে রাখুন ওই স্থানে। তারপর পেস্ট সরিয়ে দিয়ে পুঁচ বের করে ফেলার চেষ্টা করলেই তা সহজে বের হতে থাকবে। 


বিষ ফোঁড়া হলে কি করণীয়


৫/ তুলসী- অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ সম্পন্ন তুলসী ফোড়া বা ব্রণর সমস্যায় ত্বককে রক্ষা করে। তুলসীর পাতা পিষে নিয়ে তা ত্বকে লাগিয়ে দিলে ত্বকে ব্রণ বা ফোড়ার সমস্যা কমে যায়।


Read More,

Tags – Skin Care, Skin Tips
Bristy

Leave a Comment

Recent Posts

Skin Rashes Treatment: গরমে ফুসকুড়ি দূর করার উপায়

আজকাল বাচ্চা থেকে বয়স্ক সকলেরই ফুসকুড়ির সমস্যা হয়ে থাকে…. গরম থেকে হওয়া ফুসকুড়ি- ব্যথা ও…

13 hours ago

Summer Skin Care: রোদে বেরোলেই ত্বক তেলতেলে করছে? রইল সমাধান

এই গরমে রোদে কাজের জন্যে বেরোতেই হয়…. আর এর জন্য মুখ তৈলাক্ত হয়ে যায় ভীষণ…

15 hours ago

Himalaya Anti Wrinkle Cream: বলিরেখা কমানোর বেস্ট ক্রিম

আজকাল রোদের তাপে, ধুলো বালি দূষণের কারণে বয়স না হতেই বয়স্ক লাগে অনেককে। মুখে চটজলদি…

15 hours ago

Summer Best Sunscreen: সান ট্যান দূর করতে সেরা ৩ সানস্ক্রিন

দিন দিন যেনো ত্বকের সমস্যা বেড়েই চলছে,, ত্বকে দাগ ছোপ হওয়া, অল্প বয়সে বুড়িয়ে যাওয়া…

1 day ago

Rose Water Spray: পুজোতে একটি স্প্রে দিয়েই ফেস গ্লো করুন

সামনেই তো পুজো এখন থেকেই রূপচর্চা একটু শুরু না করে দিলে হয়… কিনতু এর জন্য…

2 days ago

5 Ways of Sun Tan Removal: ত্বক থেকে ট্যান দূর করার উপায়

How To Remove Tan From Face: এই প্রখর রোদ ও ঘামের কারণে ত্বকের ওপর ট্যান…

6 days ago