Categories: Skin Care

How Do I Get Rid Of A Boil Quickly – ফোড়া হলে করণীয় কি

Spread the love

How Do I Get Rid Of A Boil Quickly: ফোড়া হলে করণীয় কি

ফোড়া শরীরের যেকোনো অংশে হতে পারে, যেমন মুখমণ্ডলে, মুখে, দাঁতে, তাছাড়া কিডনি বা পেট ইত্যাদি অঙ্গগুলোতেও হতে পারে।ফোড়া খুব বেদনাদায়ক ,, এটি দূর করতে সর্বপ্রথম একটি কাপড় গরম জলে ভিজিয়ে রাখুন এবং তারপরে প্রায় 10 মিনিটের জন্য ফোড়ার ওপর আলতো করে চাপুন। আপনি সারা দিনে এটি কয়েকবার পুনরাবৃত্তি করতে পারেন। একবার আপনি কেন্দ্রে পুঁজ দেখতে পেলে (যাকে “মাথায় ফোঁড়া আনা” বলা হয়, এটি সম্ভবত শীঘ্রই ফেটে যাবে এবং নিষ্কাশন হবে।


How Do I Get Rid Of A Boil  Underarms

কেন ফোড়া হয়?

ব্যাকটেরিয়া বা অন্যান্য সূক্ষ্ম-জীব (মাইক্রো-অরগানিজম) যেমন- ভাইরাস, ছত্রাক এবং প্যারাসাইট দ্বারা সৃষ্ট ইনফেকশন বা সংক্রমণের কারণে ফোঁড়া হয়ে থাকে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম; তাদের ফোঁড়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে।এইডস, ডায়াবেটিস, ক্যান্সার, কেমোথেরাপি বা রেডিওথেরাপি ও নেশাগ্রস্ত ব্যক্তিদের শরীরের ইমিউন সিস্টেম দুর্বল থাকার কারণে; তাদের ফোঁড়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 


ভেতর দিকে বাড়তে থাকা চুলের ফলিকল সংক্রমিত হয়ে; এর চারপাশে একটি ফোঁড়ার সৃষ্টি করে। যাকে ফারাংকেল বা লোমফোঁড়া বা ফোস্কা বলা হয়। সাধারণত মুখ, ঘাড়, কাঁধ, বগল, নিতম্ব এসব স্থানে ফোঁড়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে।


এর প্রধান লক্ষণ কী কী?

ত্বকের ফোঁড়ার সাধারণ লক্ষণগুলো হলো লালচেভাব, ব্যথা, ফুলে যাওয়া এবং হলদেটে তরলে ভরা একটি ছোট ত্বকের ফুসকুড়ি। 


How Do I Get Rid Of A Boil Fast Overnight


এগুলো দূর করতে যা করবেন –


১/ ফোড়া বা ব্রণর সমস্যায় ত্বকে লাগিয়ে ফেলুন এলোভেরা। অ্যালোভেরার ভিতর থেকে জেল নিয়ে তাতে হলুদ দিন, বানান মিশ্রণ। আর তা ব্রণের মুখে লাগিয়ে রেখে দিন। 


২/ গরম ভাঁপ: ফোড়ার স্থানে গরম ভাঁপ নিলে ওই স্থানে রক্ত সঞ্চারনের পরিমাণ বাড়বে। ফোড়ার ব্যথার শুরু থেকেই গরম ভাঁপ নেওয়া শুরু করলে দ্রুত ব্যথা কমবে। 


ফোড়া হলে কি খাওয়া যাবে না


How Do I Get Rid Of A Boil instantly

৩/  নিমের মধ্যে বহু ঔষধীয় গুণ রয়েছে। এতে প্রদাহকে কমিয়ে দেওয়া ও অ্যান্টিসেপ্টিক গুণও থেকে যায়। ফোড়া কমাতে নিম পাতা বেটে তা ব্রণ বা ফোড়ার জায়গায় লাগিয়ে দিন। ঝটপট পাবেন উপকার। 

লোম ফোঁড়া হলে কি করতে হবে

৪/ বেকিং সোডা-ফোড়া যদি পাকিয়ে নিতে চান বা তার পুঁচ বের করতে চান, তাহলে বেকিং সোডা জরুরি। এটি জলে দিয়ে ২০ মিনিট ভিজিয়ে নিন। এরপর পেস্ট লাগিয়ে রাখুন ওই স্থানে। তারপর পেস্ট সরিয়ে দিয়ে পুঁচ বের করে ফেলার চেষ্টা করলেই তা সহজে বের হতে থাকবে। 


বিষ ফোঁড়া হলে কি করণীয়


৫/ তুলসী- অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ সম্পন্ন তুলসী ফোড়া বা ব্রণর সমস্যায় ত্বককে রক্ষা করে। তুলসীর পাতা পিষে নিয়ে তা ত্বকে লাগিয়ে দিলে ত্বকে ব্রণ বা ফোড়ার সমস্যা কমে যায়।


Read More,

Tags – Skin Care, Skin Tips
Bristy

Leave a Comment

Recent Posts

Winter Jackets For Women: শীতের মেয়েদের স্টাইলিস্ট জেকেট

আজকের দিনে মিনিটে মিনিটে ফ্যাশন পাল্টায়। আপনিও নিশ্চয়ই ভাবছেন এবার শীতের ট্রেন্ড কি জেকেট চলছে?…

12 hours ago

Best Body Lotion: ত্বকের কোমলতা বজায় রাখতে সেরা ৩ বডি লোশন

ধীরে ধীরে শীত পড়ছে…শীতের কনকনেভাব থেকে ত্বককে বাঁচাতে ত্বকের চাই আর্দ্রতা ও পুষ্টি…এর জন্য এই…

1 day ago

Dark Skin Facial: কালো ত্বক ফর্সা করার ফেসিয়াল

দেখতে দেখতে নভেম্বর এলো চলে…গরম পেরিয়ে এলো শীত… এখন শুরু হবে বিয়ের মরশুম… এখন আবহাওয়ার…

3 days ago

Wrinkle: সামনেই বিয়ে? মুখের বলিরেখা দূর করার ৫ ঘরোয়া উপায়

অনেকের আছে যাদের বয়স না হতেই বয়স্ক লাগে , এই কারণের জন্য তারা নিজেরা দায়ী।…

4 days ago

Exfoliation For Face: ত্বকের ময়লা দুর হবে প্রাকৃতিক স্ক্রাবের সাহায্যে

Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন দূর করলে ত্বকে একটা আলাদাই সৌন্দর্য ফিরে…

4 days ago

Skin Care Routine For Men:ছেলেদের ত্বকের যত্নে যা করবেন

পুরুষরা নিজেদের কখনও যত্ন নেয় না… তাদের কাছে ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া…

5 days ago