Categories: Blog

how to control cholesterol at home – কীভাবে ঘরে বসে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করবেন

Spread the love

how to control cholesterol at home – কীভাবে ঘরে বসে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করবেন

আমরা সবাই জানি রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়লে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। সেই সঙ্গে বাড়ে স্ট্রোকের সম্ভাবনাও। তবে স্বাস্থ্যকর খাবার, হালকা ব্যায়াম এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে এ থেকে মুক্তি পাওয়া যায়। তাই এখন থেকেই লক্ষ্য রাখুন,, এ দিকে আবার কোলেস্টেরলকে খাদ্যতালিকা থেকে পুরোপুরি বাদও দিতেও পারবেন না। কারণ, রক্তের সঙ্গে মিশে থাকা এই চর্বি হরমোন তৈরিতে সাহায্য করে। 


How to reduce cholesterol in 7 days

ভালো কোলেস্টেরল কোনটি –

কোলেস্টেরল দেহের অভ্যন্তরে অনেকগুলি কার্যক্রমে যেমন কোষকে নমনীয় রাখার জন্য এবং ভিটামিন ডি পরিবর্তনের জন্যও দায়ী। সাধারণত দুধরনের কোলেস্টেরল আছে। একটি লো ডেনসিটি লাইপো প্রোটিন অর্থাত্‍ এলডিএল এবং অন্যটি হাইডেনসিটি লাইপো প্রোটিন অর্থাত্‍ এইচডিএল। এলডিএল ধমনীর দেওয়ালে ক্ষতিকর প্লাক তৈরিতে সাহায্য করে, তাই একে খারাপ কোলেস্টেরল বলে। আর এইচডিএল ধমনীর মধ্য দিয়ে প্রবাহিত যখন হয় তখন এলডিএল কোলেস্টেরলকে সরিয়ে দেয়,,ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায়। তাই একে ভাল কোলেস্টেরল বলে। 


কোলেস্টেরল নিয়ন্ত্রনের উপায়


রক্তের ধমনীতে বাধা দিয়ে এলডিএল কোলেস্টেরল হৃদপিণ্ডের ক্ষতি করে। যেখানে এইচডিএল কোলেস্টেরল আপনার হৃদয়ের যত্ন নিতে কাজ করে। 


How to lower cholesterol quickly

কোলেস্টেরলের মাত্রা থাকতে হবে ২০০ মিলিগ্রাম/ডেসিলিটারের মধ্যে ও এলডিএল-এর ১০০ মিলিগ্রাম/ডেসিলিটারের মধ্যে। কো-মর্বিডিটি থাকলে এলডিএলের মাত্রা ৮০-র মধ্যে রাখতে হবে।


যেভাবে ঘরে বসে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করবেন- 


হলুদ

 আসলে, হলুদের ভিতরে থাকা উপাদানগুলি রক্তের ধমনী থেকে কোলেস্টেরল অপসারণ করতে কাজ করে।


কীভাবে কোলেস্টেরল কমানো যায়


গ্রিন টি

গ্রিন টি আজ ওজন কমাতে, বিপাকের উন্নতির জন্য ব্যবহার করা যেতে পারে। গ্রিন টির ভিতরে থাকা উপাদানগুলি খারাপ কোলেস্টেরল দ্রুত হ্রাস করতে কাজ করে। 


How to reduce cholesterol without medication


আমলকি

ফলটি শুধু ভিটামিন আর খনিজ উপাদানেই ভরপুর নয়, বিভিন্ন রোগব্যাধি দূর করতেও অসাধারণ গুণ রয়েছে। আমলার উপকারিতা কেবল চুলেই নয় হৃদয়কেও দেখা যায়। আসলে আমলার ভিতরে আমলা এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান পাওয়া যায় যা কোলেস্টেরল কমাতে কাজ করে। 



আরও পড়ুন,

কোলেস্টেরল কমানোর সহজ উপায়


ওটমিল, রাজমা, আপেল এবং ব্রাসেলস স্প্রাউট পাওয়া দ্রবণীয় ফাইবার রক্তের কোলেস্টেরলের শোষণ কমাতে সাহায্য করে। দুগ্ধজাত পণ্যে থাকা প্রোটিন আর গুড কোলেস্টেরল খুব উপকারি। ওমেগা -3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, যেমন সলমন মাছ, আখরোট এবং ফ্ল্যাক্স সিড স্বাস্থ্যকর টিস্যু তৈরি করতে সাহায্য করে।


আপেল সিডার ভিনিগার

আপেল সিডার ভিনিগার কোলেস্টেরল-সহ অনেক সমস্যা সমাধান করতে সক্ষম। এর জন্য এক চামচ আপেল ভিনিগার নিয়ে এক গ্লাস কুসুম গরম জলে ভালো করে মিশিয়ে পান করুন।
ভিটামিন সি শরীরে ভাল কোলেস্টেরলের আধিক্য বাড়িয়ে খারাপ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে। তাই লেবু জাতীয় ফল, কিউয়ি, পেঁপে, পেয়ারা ইত্যাদি যাতে ভিটামিন সি-এর উপস্থিতি বেশি, সে সব রাখুন খাওয়ার তালিকায়।



Tags – control cholesterol ,, Health Tips
Bristy

Leave a Comment

Recent Posts

Wrinkle: সামনেই বিয়ে? মুখের বলিরেখা দূর করার ৫ ঘরোয়া উপায়

অনেকের আছে যাদের বয়স না হতেই বয়স্ক লাগে , এই কারণের জন্য তারা নিজেরা দায়ী।…

6 hours ago

Exfoliation For Face: ত্বকের ময়লা দুর হবে প্রাকৃতিক স্ক্রাবের সাহায্যে

Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন দূর করলে ত্বকে একটা আলাদাই সৌন্দর্য ফিরে…

7 hours ago

Skin Care Routine For Men:ছেলেদের ত্বকের যত্নে যা করবেন

পুরুষরা নিজেদের কখনও যত্ন নেয় না… তাদের কাছে ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া…

13 hours ago

বিয়ের মরশুমে ত্বকের উজ্জ্বলতা বাড়ান ৫ উপায়ে

বিয়ের দিনটা সকলের কাছেই স্বপ্নের দিনের মতো… এই দিনটিতে সব কনেই চান সকলের মাঝে আকর্ষণীয়…

2 days ago

Dark Circles Home Remedy: চোখের নিচের কালো দাগ দূর করার ৫ উপায়

চোখের নীচের কালো দাগ মুখের সৌন্দর্য্য নষ্ট করে দেয়…. অনেক কিছু ব্যবহার করেও ফল মিলছে…

2 days ago

Chhath Puja Wishes, Images In Hindi (छठ पूजा छवियाँ शुभकामनाएँ )

काली पूजा के बीतने का मतलब है कि छठ पूजा आ रही है...चार दिवसीय छठ…

2 days ago